পাতা:সংগীতানন্দ লহরী.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রস্ত্ৰজগদীশ্বরায় নমঃ। নমো ধৰ্ম্মায় মহতে । দ্বিতীয় খণ্ড । শ্ৰীকৃষ্ণস্য রাসলীলা বর্ণনা পদাবলী। o \, হাম্বির রাগিণ্যাং । খয়রা তালেন গীয়তাং । মাইরি গৌরচন্দ্র পূর্ণচন্দ্র উদয় ভকত কে সমাজ, রাজত সব লাজত, অবকোটি মদন ॥ ধ্ৰুং।। করুণ কিরণ করি ৰিথার। নাশত হৃদি অন্ধকার । বরিখত হরনামামৃত, তাপ জয় তব খণ্ডিত । গত অদ্ভুত রাকাপত পতিত চরণ ৷৷ ১ ৷৷ প্রেম ভকতি নিৰ্ম্মল যশঃ । বস্তারি ৩ কিয়ে দশ দিশ । শীতল গুণে জগদানন্দ, তাপিত রহে রামচন্দ্র, পতিতনকে রাজা সোই লোচন হীন ৷৷ ২ ৷৷ উত্কণ্ঠতা। -মাইরি শরদ চন্দ্র, প্রেমানন্দ, পুৰণ মণ্ডরি ভেরী শোভা, সুখ সিন্ধু সিন্ধু তনয়া মুখ। ধ্ৰুং।। নব কুকুমারুণ সুন্দর, অতি সি মল সুশীতল কর, বিরহিনীগণ নয়ন পাপ, অন্তর ৰন্থ দেখতাপ, দেখ উড়পত, অস্তুত গত, রজনী মুখ ৷৷ ১ ৷৷ বৃন্দাৰল বনকে শোভা, রমণী ফুল মন কী লোক্তা, বংশীবট