পাতা:সংগীতানন্দ লহরী.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ to ) উৎকণ্ঠিত রাস বিলাপ । কুলে কলঙ্ক করিল, শ্যামের মুরুরী। স্থ। ভাগ্যহীনা গোপী তীরে, পুলিনে জানিতে নারে, বন্ধু বর্গে রাখে তারে জম করি। ১। দুঃসহ কৃষ্ণ বিরহ, অশুভ নাগিল সেহ, ধ্যানে পুণ্য ময় দেহ, হরিল তারি। ২। পাপ পুণ্য নাশে তারি, গুণময় দেহ ছাড়ি, যোগী ষেন যোগ করি, পাইলহরি ॥ ৩৷ রামচন্দ্র জমুগত, যার বুদ্ধে কৃষ্ণ প্রাপ্ত, প্রমাণ শ্ৰীভাগবস্তু রয়েছে তারি ॥ ৪ । o রাগিণী কানড়ার মাজ। তাল খয়রা। . শুন সই ঐ বাজে পুলিলে श्झट्टिं, শ্যামেরো এখন কি করি, রইতে যে নারি, চলহে চলিলাম বিপিণে। ধ্ৰুং।। পূর্ণ रेलू ३ দ্ব বন্ধু উদম হয়েছে গগণে ॥ ৯। শ্ৰীবৃন্দাবনে আজু হইয়াছে কি শোভা কিরণে ॥ ১ । সরদে প্রফুল্প মল্লিক কুসুমে গন্ধামোদিত রজনি ॥ ধ্রু। মলয়াচল দিনে মন্দ মধুর’ পৰনে ৷৷ ২ ৷৷ শুনি২ বংশীরোধনী রমণীর রতি পতি জাগিল । * । কৃষ্ণ গৃহীত মনাচলে হুলিয়া আপনার