পাতা:সংগীতানন্দ লহরী.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৬১ ] উদিত সুধাংশু করে, বৃন্দাবন শোভা করে, বিকচে কুসুম বলি, গন্ধামোদিত করে। * ৷ স্বর্ণময় বৃন্দাবন, যমুনা জল নীলঘণ, কুমুদ কুল পারমলে, ঝঙ্কারিছে মধুকরী। ১৷৷ শ্ৰীঅঙ্গরাগ ৰুচি জলদ মহিমা হরে । হরিল হরিতাল ছবি •পীত পট কটিপরে। বদন সুধাংশু পরিপূর্ণ মণ্ডল হরে। অরুণ নয়নায়ুর্জে, মনসিজে মোহে নারী। ২। মণি মুকুট বিজয়ী শিখি পিচ্ছ চূড়া শিরে। ভালে অলকাবলি বংশী মধুরা ধরে শ্রবণে মণি কুণ্ডলে কণ্ঠে কৌস্তুভ মণি। হার বনমালা গলে, নাচে ত্রিভঙ্গ করি । ৩। রক্ত জবা নিন্দি নবরাগ চরণাস্তুজে। লাজে নখরে শশী রত্ন নুপুর বাজে, কন্দপ দৰ্প হরে হেরি ৰপ মাধুরী, স্ত্রীরামচন্দ্র কবি রাধা পদে কিঙ্করী ৷৷ ৪ ৷৷ আজু বৃন্দাবনে যমুনা পুলিন বনে নন্দকে নন্দন মদন মোহে সখি ॥ ধ্ৰুং । রাসে রাসেশ্বরী তাকিজে। সহচরী। ভাকিজে। অঙ্গজ মিলিত মণ্ডরী ভেরী । * । গোপনকে কামিনী হৈমকান্তি মণি । ঘোর চোতুর সখি স্থকিত সোদ মিনী । রতন আভরণ তন হার উররা জর্তী রেসমকে সাড়ি, সুচিত্র চুনারি ওঢ়ি। ১। মরকত মণি নিকর শুামসুন্দর বর, মিথুনকে প্রথমজীযুত নবকান্তি ধর। তামে পীতাম্বর তড়িত কে জ্যোতি হর। ৰূপকে ভূপ গোপিনকে শোভা হরে ৷ ২ ৷