পাতা:সংগীতানন্দ লহরী.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ૭8 ] সঙ্গ, চলে মুরারি । প্রায় মধ্য রাত্রি গতা, পথশ্রান্তে পরি শ্রান্তা, ঘোর কাস্তারে কান্ত হরি শরণী | # কহে রাজ নন্দিনী, কৃষ্ণেরে স্বাধীন জানি, যথা মনোলয় তুমি চলিতে নারি। ১। শুনিয়া প্রিয়ার বাণী, নায়কের চূড়ামণি, কহে শুন বিনোদিনী, আরো নাই উপায় । * । স্কন্ধে কর অারে। इ१, अमूह दिख्धाभ স্থান করিতে চরণার্পণ, লুকাইলা হরি। ২। যুথেযুখে গোপীগণ, করি কৃষ্ণ অন্বেষণ, ভ্ৰমিতে ভ্ৰমিতে বন, আইলেন তথা । * শুনি প্রধানার ভাষা,গোপী কার নবম দশা, রামচন্দ্র করে আশা, লাজ নাই তারি।৩।। কোথা গেলে নাথহে নন্দনন্দন রাসমণ্ডলী ছাড়ি। ধ্ৰুং ।। করিয়া বংশীর গান, আকর্ষণ করি প্রাণ, বিনা অপরাধে বধ অবলায় করি চাতরী । কি করিব কোথা যাব, কি ৰূপে তোমূgর পাব, ঘোর কাননান্তরে, কারে জিজ্ঞাসিব । * । তুমিতো প্রাণের সখা, প্রাণ রাখ দিয়া দেখা, না যায় জীবন রাখা, তোমায় না দেখিয়। হরি ৷ ১ ৷ রামচন্দ্র এহি কয়, এ তোমার উচিত নয়, নাহি লোক লাজ ভয়, আপনার হৈয়া । * । অবল সরল বালা, নাহি জানে প্রেমজ্বালা, তারে মজাইলা কালা, ঘরের বাহির করি ৷ ২ ৷৷ o সদয় উদয় হরি, মৃদু হাসি আসি অধিষ্ঠান রাসে ॥ ধ্ৰুং।। শুনিয়া গোপীর গীত, পরম আনন্দ চিত, হৈয়া গোপী অনু