পাতা:সংগীতানন্দ লহরী.djvu/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নমো লিপিঃ লম্বোদরায় ভূমিকা ' শাস্ত্রবিদ্যা, শস্ত্রবিদ্যা, শিপবিদ্যা, সংগীতবিদ্যা, ইত্যাদি বিদ্যা সমুহের মধ্যে সংগীত বিদ্য বিশেষ আদরণীয়া মন্য মান হইতে পারে, তদ্ধেতু এই বিদ্যালোচনার দ্বারা যেমন তদ্বিদ্বৎ ব্যক্তির চিত্রে লাস হয় তেমনি শ্রোতা যে অন্য জন সে জনের মনেরো মহোল্লাস জন্মে, স্বপক্ষ ও পর পক্ষ উভয় পক্ষে মঙ্গল সুচনা করিতে অন্য বিদ্যার প্রায় ঈদৃশী শক্তি বিরহ, বিশেষতঃ সংগীতের এই একখানি আশ্চৰ্য্য মাধুর্য যে নিজের আমোদ ও পরের বিনোদ ছলে জগদম্বার গুণানুবাদন, ও হরিনাম সংকীৰ্ত্তন, যে মহাপুণ্য তাহা তানায়াশে লাভ হয়, এই পরম পদার্থের কিয়দংশে তাংশী হওনাভিলাসে বিবিধ বিদ্যা বিশারদ শ্ৰীমদ্রামচন্দ্র ভট্টাচাৰ্য মহোদয়কে অনুমতি দিয়া নিবেদন করিলাম যে জগদীশ্বরের ও জগদীশ্বরীর গুণানুকথন স্বৰূপ গীত চয় প্রস্তুত করেন, যে তদাবলী কুমুদিনী হৃৎ সরসীতে উৎফুল্লা হওত দিগদেশ আমোদিনী, বিশেষ স্তন্মকরন্দপানে পরমার্থ বুরুঙ্কু মানস ভূঙ্গের হৃষ্ট বৰ্দ্ধিনী হইতে পারে, পশ্চাৎ সেই পুস্তকী শরচ্চন্দ্রিক সমাজাস্তুরীক্ষে উদিত করাইয়া লিন্স,