পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/১৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৮ মংবাদ গাত্রে চেনাকানের কথা চতুর্থ। সেখানে এক চিকিৎসালয় হয় এথানকার লোকের অস্বস্থ হটলে তথা গিয়া রোগমুক্ত হয় যেহেতুক সেখানকার সমূদ্রের বায়ু স্থখদায়ক। এতদেশীয় লোকেরকের রোগ হুইলে জাহাজে অন্যত্র গিয়া অরোগী হইতে পারেন না যেহেতুক তাহারদের এত ধন নাই ও এত অবকাশ নাই। ( ১৪ নভেম্বর ১৮১৮ । ৩• কীৰ্ত্তিক ১২২৫ ) গঙ্গাসাগর উপদ্বীপ —ষাগর গঙ্গাসাগর উপদ্বীপে বসতি করাইবার উদ্যোগ করিতেছে তাহারা কলিকাতার এক্সচেঞ্জে অর্থাৎ ক্রয় বিক্রমের ঘরে গড় বুধবারে একত্র হক্টল এবং দশ জন সাহেব ও দুষ্ট এতদ্দেশীয় লোককে সেই কৰ্ম্ম সম্পন্ন করিবার নিমিত্ত নিযুক্ত করিল সেই২ সাহেব লোকেরদের নাম এই ৷ শ্ৰীযুত কমদোর হেএস সাহেব । ও শ্রযুত চলিস ত্রেীএর সাহেব । ও শ্ৰীযুত জন ফুলাতন সাহেব । ও শ্ৰীযুত জেম্স কিদ সাহেব । ও শ্ৰীযুত উলিএম রিচাদর্সন সাহেব । ও লীযুত এল এ দেবিদসন সাহেব। ও ঐযুত জন হস্তের সাহেব । ও শ্ৰীযুত জোসেফ বারেটো সাহেব। ও শ্ৰীযুত রবট মাক্লিনতক সাহেব । ও শ্ৰীযুত হরিমোহন ঠাকুর । ও শ্ৰীযুত রামদুলাল দে । ( २ १ ८भ :४२० । >& ¥खाठे ०२.२१ ॥ গঙ্গাসাগর –অনেক লোক জ্ঞাত নহেন যে শ্ৰীশ্ৰীযুত আবাদ করিবার কারণ গঙ্গাসাগর উপদ্বীপ ভাগ করিম। এতদ্দেশীষ্মেরদিগকে দিয়াছিলেন তাহাতে তাহারা গঙ্গাসাগরের বন কাটাইয়া আবাদ করিতে উদ্যোগ না করিলে শ্ৰীশ্ৰীযুত তাছারদের সে দানপত্র অন্তথা করিয়াছেন এবং এখন গঙ্গাসাগরের বন কাটাইডে যে এতদ্দেশীয় ও ইংগ্রগুীয় লোকেরদের মিলিত সংপ্রদায় স্থির হইয়াছে তাঙ্গার এখন ঐ বন কাটাইতেছেন। ; যে ভূমি বন কাটাইয় পরিষ্কৃত হইয়াছিল তাহাতে গত বৎসর ধান্ত বীজ রোপণ করা গিয়াছিল। এখন সেই ভূমিতে তামাকু ও তুলা ও গাছ মরিচ ও বাৰ্ত্তাকু ও তরমুজ ও রামভরাষ্ট্রপ্রভৃতি সুন্দর জন্মিতেছে । এবং নারিকেল বৃক্ষও অনেক উৎপন্ন হইতেছে। সেখানে লবণাম্বু ব্যতিরেকে মিষ্ট জল দুলভ ছিল তৎপ্রযুক্ত সেখানে অনেক