পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/২০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ S b>S ( ১৪ আগষ্ট ১৮১৯ । ৩১ শ্রাবণ ১২২৬ ) ভূমিকম্প – ১৬ জুন তারিখে যে ভূমিকম্প এখানে হইয়াছিল তাহীর বিষয়ে গুজরাট ৪ কচ্ছ দেশহইতে সমাচার আসিয়াছে যে ঐ ভূমিকম্পে মোং আঞ্জার শহরের এক শত ছেষটি লোক খুন হইয়াছে ও তিন শত বিশ লোক আঘাতী হইয়াছে সে শহরে চারি হাজার পাচ শত ঘর ছিল তাহার মধ্যে পে'নর শত ঘর একেবারে উচ্ছিন্ন হুইয়াছে । আর এক হাজার ঘর পড়িয়াছে আর দুই হাজার ঘর যে অবশিষ্ট আছে তাহার মধ্যে প্রায় লোক থাকিতে পারে না। সেখানে যে কিল্লা আছে তাহার তিন ভাগের এক ভাগ নষ্ট হইয়াছে যে অবশিষ্ট আছে তাহাও এই বর্মাতে থাকিবেক না । ( ২১ আগষ্ট ১৮১৯ । শুষ্ট ভাদ্র ১২২৬ ) ভূমিকম্প —১৬ জুন তারিখের ভূমিকম্পের সমাচার দূর২ দেশহত্ব • আসিতেছে । বোম্বইয়ের নিকট সমুদ্র তীরস্থ পুরীবন্দর নামে মহাশহরহষ্টতে এই সমাচার আসিয়াছে যে ঐ ভূমিকম্পেতে সেখানকার এক কিল্লার দেওয়াল সমুদ্রের ঢেউর মত কাপিয়াছিল ৭ নয়ট গুয়েজ ও অনেক দেওয়াল এক কালে পড়িয়াছে ও তাহার পুলিতে আকাশমণ্ডল ১1চ্ছঃ ইহঁয়াছিল BBBBB BBBS BB BBBB BBBB BB BB BBBBB K BDD gBBD BBS ঘর পড়িয়া গিয়াছে এবং যে ও না পড়িয়াছে সে ঘরও এমত ফাটিয়াছে যে তাঙ্কার - তনভয়ে সেখানকার রাজা ও আর২ লোক শহরের বাহুিরে গিয়া বসতি করিতেছে । সেই শহরের কিঞ্চিৎ দূরে এক স্থানে ভূমিকম্প সময়ে মৃত্তিক ফাটিম হুহু শব্দে জল উঠিয়াছিল যে দিন ভূমিকম্প হইয়াছিল তাহার পর দিন তিন চারি বার ক্ষুদ্র ভূমিকম্প হইষাছিল তাহাতে পূৰ্ব্ব দিন পড়িতে অবশিষ্ট যে গৃহ প্রভৃতি ছিল তাহ সেই দিনে পড়িমাছে সেই ভূমিকম্প সকল স্থানহইতে সমূদ্র তীরে অতিশয় হইয়াছিল এবং তাহার পরাক্রম প্রকাশ সমুদ্রের নিকটেই অনেক আছে। মংগুল শহরে পঞ্চাশ লোক মরিয়াছে । ভুজ শহরে মত লোক মরিয়াছে তাহার সংখ্যা নাই এক হাজার মৃত লোক দেওয়ালের নীচেহইতে বাহির করিয়াছে এবং এখন আর২ শব বাহির হইতেছে ঐ শহরে সাত হাজার ঘর পড়িয়াছে । হবিং কচ্ছ দেশে ত লোক মরিয়াছে অনুমান করি কেবল ভুজ শহরে তত লোক মরিয়াছে । মান্দাবী শহরে এক শত যোল লোক ও লখপট শহরে দেড় শত লোক মরিয়াছে এবং কচ্ছ দেশের উত্তরে তিন ক্রোশ আড়ে কিন্তু তাহার লম্বাই জানা নাই এমন এক স্থানে অকস্মাৎ জল উঠিয়া ব্যপ্ত হষ্টমূছিল । কচ্ছ দেশে যত শুষ্ক নদী ছিল সে সকল একেবারে জলেতে পরিপূর্ণ হইয়াছিল । এত কুসমাচারের পর কিঞ্চিৎ সুসমাচার দিতে আমারদের অধিক সন্তোধ অতএব তাহা দি। কচ্ছ দেশে গত ভূমিকম্পদ্বারা সকল দেশহইতে অধিক বিভ্রাট হইয়াছে ভংপ্রযুক্ত শ্ৰীশ্ৰীযুত কোম্পানি বাহাদুর সেখানে রাজকর বন্ধ করিয়াছেন । এবং বোম্বইয়ের তাবৎ ইং#ওঁীয় লোকেরা সকলে ঐ কচ্ছ দেশীয় লোকেরদের উপকার নির্মিত চান্দ কবিম্ব টাকা