পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/৪৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ 8›ጫ সন্দীপননায়ী সভা ইত্যাদি কএক সমাজ স্থাপন হইয়াছে ইহা কালে প্রবল হইতে পারে ইহাতে দেশের মঙ্গল হইতে পারে এই অভিপ্রামে স্থাপন করিয়াছেন••• ( ১৮ ডিসেম্বর ১৮৩০ । ৪ পৌষ ১২৩৭ ) কলিকাতায় ভোজ —গত ১০ দিসেম্বর তারিখে কলিকাতায় উপস্থিত ফ্রান্সীম সাহেবের ফ্রান্সদেশে সংপ্ৰতি যে রাজপরিববৰ্ত্তন হুইয়াছে তাহার সম্বুমার্থে স্বীয়২ মিত্রেরদিগকে টেীন হালেতে আহবান করিয়া ভোজন করাষ্টলেন । ঐ রাজপরিবর্তনের বিবরণ ইহার পূৰ্ব্বে আমর! পাঠকবর্গকে জ্ঞাত করিয়াছি ঐ ভোজনসময়ে দুই শত সাহেব একত্র হইয়। সেই মহাকীৰ্ত্তিতে ধেরূপ উত্তেজনা জন্মে সেই উত্তেজনাতে পরিপূর্ণ হইয়া ভোজন করিতে বলিলেন । ( ৭ সেপ্টেম্বর ১৮৩৩ । ২৩ ভাদ্র ১২৪০ ) ভূমিকম্প ।—•••কলিকাতাঞ্চলে যেমন ভূমিকম্প হুইয়াছিল উত্তর গু পশ্চিম অঞ্চলে তদপেক্ষাও অধিক হইয়াছে। লক্ষ্মণৌহইতে আগত পরে লেখে মে ২৬ মাগন্ত তারিপের রজনীযোগে লক্ষ্মণেীতে চারিধার ভূমিকম্প হয় প্রথমবার স্বৰ্য্য অস্ত ইণ্ডন সময়ে অপর তিনবার রাত্রি দুই প্রহরের কিঞ্চিৎ পূৰ্ব্বে হয়। দুইবারের কম্পন বাপীয় জাহাজের আন্দোলনের তুল্য। ঐ আন্দোলনেতে গৃহের কড়িকাঠের মণ্ড২ শব্দ এল লাণ্টনের ঝন ঝন শব্দ হইতে লাগিল ঘরের কাৰ্ণিপের কিয়ুম্ভাগ পড়িম্বা গেল । ঐ কম্পেভে বুক্ষস্থ পক্ষি সংঘ কিচমিচ, করিয়া ডাকিতে লাগিল এবং নগরের চতুৰ্দিগংষ্টতে জনস্তার আল্লা আকবর৩ অর্থাৎ ঈশ্বর মহানও এতাবন্মাত্র শব্দ হইতে লাগিল ।. ••• ১৮৩৩ সালের ২৭ আগস্ত তারিথের পাটনাহইতে আগত পত্রের চুম্বক এই । গত রাত্রের এগার ঘণ্টাসময়ে এই স্থানে এমত অতিভয়ানক ভূমিকম্প হয় যে ভদ্রুপ কথন আমি দৃষ্ট ও শ্রত নহি । চারিবার ভূমিকম্প হইল এবং ঐ কম্প এতাদৃশ প্রবল যে ভাবং পাটন শহর মহাতরঙ্গে দোলায়মান নৌকার ন্যায় বোধ হইল অনেক ঘর দ্বার পড়িয়া গেল এবং অন্যান্য নানা প্রকার ক্ষতি হইল । রাজা থা বাহাদুরের অশ্বশালা পতিত হওয়াতে সাত অশ্ব মারা পড়িল । ঐযুত কাপ্তান এলিয়াট সাহেবের বহিখার পড়িয়া সমভূমি প্রায় হইল। শযুত ডেকাষ্ট৷ সাহেবের ঘর নানা স্থানে ফাটিয়া গেল এবং ঐ ঘরের কএকটা দেওয়ালগিরিও পড়িয়া যায় ইহাতে নগরস্থ লোকের এমত ভীত হইল যে সপরিবার বাহিরে দণ্ডায়মান হুইয়া তাবৎ রান্ত্ৰিক্ষেপণ করিল। ১৮৩৩ সালের ২৭ আগস্ত তারিখের ছাপল্লাহইতে আগত পত্রে লেপে ধে গত রাত্রের এগার ঘণ্টাঅবধি অরুণোদয় কাল পধ্যস্ত এক্ট স্থানে সাতবার ভূমিকম্প হইয়াছে এবং উদম্বাবধি আট ঘণ্টাপৰ্য্যস্ত আরো চারিবার হইল। তাছাতে আমি ভীত হইয়া বাহিরে ধাবমান 電い。 ■ •