পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/৪৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘সংবাদ পুর্ণচন্দ্রোদয় পত্রে সেকালের কথা ৪২৩ ( २० खून s५७* ॥ २४ &छाॐ s२8२, বুধবার পূর্ণিমা ) ঢাকায় ইংরাজি পাঠশালা।—ইংলিসমেন সম্বাদ পঞ্জে এক জন পত্র প্রেরক দ্বারা অবগত হওয়া গেল যে কলিকাতার সাধারণ ৰিদ্য। বৃদ্ধার্থক সমাজাধিপতি সাহেবের ঢাকা সহরে ইংরাজি বিদ্যাধ্যয়ন কারণ এক নূতন বিদ্যালয় স্থাপন করিতে নির্ধারিত করিয়াছেন এবং তাছার ব্যয় নিমিত্ত প্রতিমাসে ৫•• পঞ্চশত মুদ্র দান করিবেন। ঐ বিদ্যা মন্দির স্থাপন নিমিত্ত স্থান ক্রয় বা ভাড় করণার্থ তৎপ্রদেশীর্ঘদ্বিগের নিকটে চাদা দ্বারা মুদ্র প্রার্থনা করিয়াছেন তধিয়ে কথিত এলাকার প্রযুত একটং কমিস্যনর সাহেবেরা তথাকার লোকের দ্বিগের নিকট এক পত্র প্রেরণ করিয়াছেন তাহাতে ব্যক্ত করিয়াছেন যে উক্ত পাঠশালায় তং প্রদেশীয়দের নীতিবিদ্যা ও জ্ঞানোদয় অত্যুত্তম রূপে হইতে পারিবেক যাহা হউক ঐযুত দিগের এপাবলোকনে এতদ্দেশীয় লোকের দিগের ক্রমেতে উপকার দর্শিতেছে কেননা বিদ্যা দান বিষয়ে ইহার যাদৃগ যত্নবান তাদৃগ পূৰ্ব্বে হিন্দু ও মুসলমান রাজারদিগের অধিকারে ছিল ন! ; ( ৬ অক্টোবর ১৮৩৫ । ২১ আশ্বিন ১২৪২ ) রাজ্যশাসন ॥— ...--ইংলণ্ডাধিপতির অধিকারের একাংশে বঙ্গপ্রদেশ মধ্যে যে যতেকগুলিন হিন্দু প্রজার স্ব২ ধৰ্ম্ম প্রতিপালন নিমিত্ত সৰ্ব্বদ। সযত্ন আছেন সে হত্তভাগ্য দিগের প্রতি ভূপতির দৃকপাত কিছুমাত্র নাই যেহেতু কালবশতঃ দ্বিতীয় কাল স্বরূপ মিসিনরি দলপতিরা এতদ্দেশে আসিয়া হিন্দুদিগের ধর্শ্বনাশে অনায়াসে দেশ বিদেশে ছদ্মবেশে ভ্রমণ করিতেছেন ও অনেকানেক লোককে তং পথাবলম্বী করিয়াছেন এবং কি প্রকারে একেবারে এদেশস্থ সমস্ত মনুষ্যদিগকে কুহকে ফেলিক্ষ্মা তাহারদিগের জাতি ধ্বংস করিবেন তাঁহাতেষ্ট অবিরত অভিরত আছেন— অতএব এতষিয়ে যদ্যপি রাজ্যাধিপতির মনোযোগ থাঞ্চিত তৰে মিসিনরিদিগের পরম সহায় থাকিলেও সংলা এতাদৃশ দুঃসাহসিক কৰ্ম্মে উৎসাহপূর্বক প্ৰবৰ্ত্ত হইতে পারিত না – দ্বিতীয়তঃ আমারদিগের ধর্শ্বনাশের প্রধান কারণ এই দৃষ্ট হইতেছে যে এক্ষণে ধনোপাঞ্জন নিমিত্ত সৰ্ব্বত্রীয় জনগণ প্রায় আপন আপন ভাষার দুদশা করিয়া স্বীয়২ বালকদিগকে কেবল ইংলগু দেশীয় বিদ্যাধ্যয়ন করণে প্রবর্ত করান, স্বতরাং ঐ সকল বালক শিশুকাল পৰ্য্যস্ত অস্তঃকরণে যদ্যপি সৌহাদ্য ভাবে তদ্বিদ্যাস্বাদনে কাল যাপন করে এবং আপনারদিগের ভাষান্তর্গত ইতিহাসাদি শাস্ত্র হইতে বহিষ্কৃত থাকে তবে তস্কৰ্ম্মমতাবলম্বী হুইবে তাহাতে অসম্ভব কি দেখ বনের পক্ষিকে ধুত করিয়া ক্রমাগত অবিরত পড়াইতেই তাহারদিগের স্বজাতীয় রব বিশ্বত হইয়া অনাক্সাসেই রাধাকৃষ্ণাদি নাম বলিয়া তৎপ্রতি পালকের মনস্কাম পূণ করে । অতএব ধদাপি গ্ৰইবুত এমত আজ্ঞা প্রচলিত করেন যে পৃথকৃৎ দেশে স্বদেশীয় ভাষা সম্পূর্ণ রূপে