পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষা - q6. ঐ পাঠশালার কার্য্য গত ৫ আপ্রিল তারিখে আরম্ভ হয় তৎসময়ে কেবল ৫ জন ছাত্র ছিল এইক্ষণে ২৩ জনপৰ্য্যস্ত হইয়াছে এবং বোধ করি যদি তাহাতে টাকা না দিতে হইত ও স্বাক্ষরকারিরদের স্থানে টাকা না পাওনের শঙ্ক না থাকিত তবে আরো অধিক বালক আসিত । অদ্যপর্য্যন্ত এতদেশীয় লোকের কিপর্য্যস্ত উৎসাহ হীন তাহ। আপনি অবগত আছেন অতএব এইস্থানে দুইটা অবৈতনিক পাঠশালা থাকিতে যে র্তাহারা বেতন দিতে ইচ্ছুক হইবেন না ইহা সুতরাং ই বোধ হইবে । lo কিন্তু এক বিশেষ কারণে ঐ সকল লোক এই পাঠশালাতে পুত্রাদিকে বিদ্যাধ্যয়নার্থ বিমুখ হইয়াছেন সেই কারণ এই যে এই পাঠশালাতে কেবল এতদেশীয় শিক্ষক শিক্ষা দেন । আপনি অবগত আছেন যে অস্মদেশীয় লোকেরদের মধ্যে বর্ণ ও জাতীয় ও পোশাক পরিচ্ছদাদি দেখিয়া নৈপুণ্য ও ক্ষমত। নির্ণয় করেন কিন্তু বিদ্যা দেখিয়া নহে অতএব সাধারণ্যে কহি যদি ইউরোপীয় বা ইষ্টইণ্ডিয়া ব্যক্তি কিঞ্চিং জানেন এমত কোন BBB BBBB BB BBB BBBB BBBB BB BBBS বালকেরদিগকে শিক্ষার্থ পাঠাইতেন কিন্তু বাঙ্গালি যদিও অতিনিপুণ বিজ্ঞ কতকৰ্ম্ম থাকেন তথাপি তাহাকে হেয় বোধ করেন । হে সম্পাদক মহাশয় এ অতিমন্দ বিবেচনা অতএব যদ্যপি আপনি এতদ্বিষয়ে লেখনী ধারণ না করেন তবে এই ভ্ৰমাত্মক বিবেচন বহুকালাবধিই চলিবে এবং তাহাতে এতদ্দেশীয় সুশিক্ষিতেরদের মান হানি হইবে কেবল নহে এতদেশীয় অনেক পাঠশালার মঙ্গল হানিও হইতে পারে । আপনি মনে করিলে পাঠক মহাশয়েরদিগকে জ্ঞাপন করিতে পারেন যে এইক্ষণে হিন্দুকালেজেও পাচ ছয় জন এতদ্দেশীয় শিক্ষক আছেন এবং পটল ডাঙ্গাতে হের সাহেবের পাঠশালাতেও বুঝি কেবল এতদেশীয় শিক্ষকের দ্বারা কাৰ্য্য নিৰ্ব্বাহ হইতেছে এবং এইস্থানে ইহাও মন্তব্য যে ঐ পটল ডাঙ্গার পাঠশালার এক জন শিক্ষকের কএক মাস হইল ছোট নাগপুরের কুষাণপুর স্থানীয় পাঠশালার শিক্ষকতা নিমিত্ত একাধিপত্য ছিল এবং তিনি এতদ্রুপ কাৰ্য্য সম্পাদন করেন যে তথাকার রেসিডেণ্ট সাহেব তাহার প্রতি অতিসন্তুষ্ট ছিলেন । - কিন্তু প্রকৃতবিষয় লিখি যে কলিকাতার জেনরুল আসেম্লি অর্থাৎ পাদরি ডফ সাহেবের পাঠশালাধ্যক্ষেরা যেমন নিয়মানুসারে ছাত্রেরদিগকে শিক্ষা দেন তদনুসারে এই পাঠশালাতে শিক্ষা দেওয়া যাইতেছে অর্থাৎ তাবৎ বিদ্যা জিজ্ঞাসাপূর্বক শিক্ষাণ যায় এবং যে দুই জন সাহেব এই পাঠশালায় কাৰ্য্যাকুরক্ত র্তাহারা এই নিয়মে অতিসন্তুষ্ট হইয়াছেন । কিন্তু নানা কারণপ্রযুক্ত ঐ সাহেবেরদের নাম ব্যক্ত করিতে পারিলাম না কিন্তু ঐ সাহেবলোকেরা এমত সন্তুষ্ট হইয়াছেন যে ঐ নিয়মাকুসারেই শিক্ষা দিতে র্তাহারদিগকে পরামর্শ দিয়াছে।.–এক্স । চুচুড়াহইতে এক ক্রোশ অস্তরিত।