পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*8 চনংবাদ পত্রে মেনকালের কথা ৯ । কতকগুলিন নিয়ম ও হুকুম হাজিরের বিষয় স্থির করা যাইবেক এবং তিন২ মাস অস্তুর এনতেহাম অর্থাৎ পরীক্ষা হইবেক ইতি । ( ২৬ জুলাই ১৮৩৪ । ১২ শ্রাবণ ১২৪১ ) আমরা বিশ্বাসযোগ্য ব্যক্তিদ্বারা অবগত হইলাম যে এক ইঙ্গরেজী পাঠশালা মেদিনীপুরে সংস্থাপিত হইবার কল্পনা হইয়াছে । উক্ত পাঠশালা কেবল সাধারণ লোকের কৃপাম্বারা চলিবেক এবং তজ্জন্য চাদার বহি প্রচলিত হইতেছে ও আমরা অত্যন্ত আনন্দচিত্তে অস্মদাদির পাঠকবর্গকে জানাইতেছি যে উক্ত বিদ্যালয় আরম্ভ করিবার যোগ্য স্বাক্ষর হইয়াছে কিন্তু কোন২ ধারায় উক্ত বিদ্যালয়ের ছাত্রগণের পাঠ প্রাপ্ত হইবেন তাহা অস্মদাদির পাঠকগণকে বিলক্ষণরূপে জানাইতে অক্ষম কেবল এই শ্রত হওয়া গিয়াছে যে উক্ত বিদ্যালয়ে ইঙ্গরেজী বাঙ্গলা ও পারস্য ভাষায় ছাত্রগণের বিদ্যা প্রাপ্ত হইবেন ঐ জিলায় কতকগুলিন খ্যাত্যাপন্ন লোক ও কতকগুলিন সিবিল সরবেণ্টকতৃক এক কমিটি রচনা হইয়াছে এবং তাহারা স্বেচ্ছাপূৰ্ব্বক ঐ কৰ্ম্মের ভার গ্রহণ করিয়াছেন আমরা ভরসা করি উক্ত বিদ্যালয়ের পরামর্শ সফল হউক এবং এই বৃহৎ দুষ্টান্ত যাহা ঐ জিলাস্থ প্রধান২ লোককর্তৃক রচনা হইয়াছে তাহ অন্যান্য লোকেরা মনোনীত করিয়া তাহারদের দেশস্থ লোকেরদের বিদ্যা প্রদান করিতে প্রবৃত্ত হউন –জ্ঞানান্বেষণ । ( ৯ আগষ্ট ১৮৩৪ ৷ ২৬ শ্রাবণ ১২৪১ ) বৰ্দ্ধমানের মহারাজা –মেদিনীপুরে যে ইঙ্গরেজী পাঠশালা স্থাপিত হইবার কল্প আছে তাহার চাদাতে বৰ্দ্ধমানের মহারাজা অতিদানশোঁওতাপূর্বক সহস্র মুদ্র প্রদান করিয়াছেন । এই বাৰ্ত্তা প্রকাশকরণেতে অামারদের পরমণহলাদ জন্মিল । এবং গত বৎসরে শ্ৰীলশ্ৰীযুত মহারাজ বৰ্দ্ধমানের বিদ্যালয় স্থাপনার্থও ১৫০০ টাকা প্রদান করিয়াছেন এতদ্ভিন্ন বালকেরদের সংস্কৃত ও পারস্য ও বাঙ্গলা ভাষাভ্যাসার্থ যে বিদ্যালয় তদতিরিক্ত স্বীয় ব্যয়েতে এক ক্ষুদ্র ইঙ্গরেজী পাঠশালা স্থাপন করিয়াছেন । ( ২২ জুন ১৮৩৯ , ৯ আষাঢ় ১২৪৬ ) ক্রযুক্ত দেওয়ান রামকমল সেন মৃৰ্জাপুর গমন করিয়া গবর্ণমেণ্টের কৰ্ম্মকারকদিগের সাহাষ্যে এক ইঙ্গরাজী বিদ্যালয় সংস্থাপন করিয়াছেন ইহা মহৎ উপকারজনক হইয়াছে । এতদেশীয় মূর্বদিগের মৌর্থাবস্থহইতে বিমুক্তকরণার্থ এবং স্থখ হইবার জন্য উক্ত বাৰু যে এমত যত্ন পাইতেছেন ইহা অতিশয় প্রশংসার বিষয় আমরা শ্রবণ করিলাম যে এই বিদ্যালয় হিন্দু কলেজের এক জন স্বশিক্ষিত ছাত্রের করে সমর্পণ করিয়াছেন । [ জ্ঞানান্বেষণ ]