পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भिक ృతీరt গতি ছিল যে সংপ্রতি তাদৃশ দুলভ বিশেষতঃ র্তাহার সদ্বক্তৃতা শক্তি ষেরূপ ছিল যে তাদৃক আমরা প্রায় দেখি না ইনি অল্প বয়সেই গৃহস্থাশ্রম পরিত্যাগ করিয়া নানা দেশ ও দিগ দর্শন করিয়াছিলেন শেষে প্রায় বিংশতি বৎসর হইতে কাশীতে বাস করিতেন কাশীতে রাজাপ্রভৃতি অনেকে এবং কলিকাতা নগর ও পশ্চিম রাজ্যের লোকের মধ্যে অনেকেই তাহার নিকট দীক্ষিত হইয়াছিলেন কাশীতে বাসের মধ্যে প্রায় দ্বাদশ বৎসর হইবেক একবার কলিকাতা নগরে আগমন করিয়াছিলেন তৎকালে কুলার্ণবনামে এক গ্রন্থ র্তাহার স্বার প্রকাশিত হয় কাশী নগরের জনেরা তাহার অত্যস্তমান করিতেন এবং আমরা শুনিয়াছি যে গৃহস্থাশ্রম পরিত্যাগের পরেই তেঁহ হরিহরানন্দনাথ তীর্থস্বামীকুলাবধূত পদবি প্রাপ্ত হইয়াছিলেন সংপ্ৰতি তিনি সত্তরি বর্ষ বয়স্ক হইয়। এই মাঘ মাসের পঞ্চম দিবস পূর্ণিমা তিথিতে পূৰ্ব্বাহসময়ে কাশীক্ষেত্রে সমাধিপূৰ্ব্বক পরব্রহ্ম প্রাপ্ত হইয়াছেন ইহার মৃত্যুতে আমরা অবশ্ব দুঃখিত হইলাম যেহেতু এতাদক লোক ইদানীং অত্যন্ত দুপ্রাপ্য। র্তাহার পরিবারের মধ্যে কেবল এক পুত্ৰ শ্ৰীযুত মৃত্যুঞ্জয় ভট্টাচাৰ্য্য পিতৃব্যদের সহিত দেশে বাস করিতেছেন । ( বাঙ্গলা সমাচারপত্রের মৰ্ম্ম । ) ( ১১ ফেব্রুয়ারি ১৮৩২ । ৩০ মাঘ ১২৩৮ ) ঐ গ্রাম [ পুড় ] নিবাসী /কন্দৰ্প সিদ্ধান্ত ভট্টাচাৰ্য্য মহাশয় যিনি দেশবিখ্যাত মহামহোপাধ্যায় অতি বড় মানুষ ছিলেন র্তাহার পুত্ৰ শ্ৰীযুত প্রাণকৃষ্ণ তর্কালঙ্কার ইনি যদ্যপিও তাদৃশ পণ্ডিত না হউন কিন্তু বড় লোকের সন্তান বলিয়া অনেক স্থানে মান্য এবং অনেক বড় লোকের বাটীতে কৰ্ম্মকাণ্ডসময়ে অধ্যক্ষত করিয়া থাকেন যদিও এক্ষণে শ্ৰীযুত বাৰু কালীনাথ মুন্সী সতীর দ্বেষীহওয়াতে র্তাহার সঙ্গে অনেকের দলাদলি হয় তাহাতে তর্কালঙ্কার ভট্টাচাৰ্য্য সে পক্ষীয় এজন্য অন্যত্র অধ্যক্ষতা করিতে পারেন না তথাচ মুন্সী বাবুর বাটতে অপ্যক্ষ বটেন...। কস্যচিৎ পুড়াবাসি ছাত্রস্ত –সং চং । ( ১৭ মার্চ ১৮৩২ । ৬ চৈত্র ১২৩৮ ) প্রেরিতপত্র ।-----যশোহর জিলার বিষয়ে আমরা অত্যস্ত দুঃখিত হইয়াছি কারণ তথাকার পণ্ডিত শ্ৰীযুত শ্রীরাম তর্কালঙ্কার মহাশয়ের তুল্য বুদ্ধিজীবি ও রুতি মনুষ্য প্রায় পাওয়া দুর্লভ । সে ব্যক্তি ঋণগ্রস্থবিষয়ে ঐ কৰ্ম্ম [ প্রধান সদর আমীনী ] প্রাপ্ত হইল না। এ কি চমৎকার ব্যাপার। ঐ পণ্ডিত মহাশয় বিংশতি বৎসরের অধিককালাবধি ঐ আদালতের কৰ্ম্ম স্থচারু বিচারমতে নিৰ্বাহ করেন । তেহ অদ্যাপি দেনদার ইহাতে কি নিমিত্ত বিবেচনা না হইল যে ঐ মহাশয় অবৈহিত ধন ও উৎকোচ গ্রহণের স্পৃহা কখন করেন নাই যৎকতৃক ঋণগ্রস্থহওনের কারণ। আর যদিস্তাৎ ঋণ হইলে রাজকর্শ্বে অষোগ্য হয় > 8