পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষা సినీ(t না । অপর শ্ৰীযুত হামাচরণ গুপ্তের প্রস্তাব এই যে এই সভাতে ধৰ্ম্মবিষয়ের আলোচনা করা কৰ্ত্তব্য ইহাতে কিঞ্চিৎ গোলযোগ হইল বটে কিন্তু পশ্চাৎ সকলের উত্তমরূপে সম্মতি হইয়াছে অপর শ্ৰীযুত নবীনমাধব দে প্রস্তাব করিলেন যে সভাপতি বা সম্পাদক যদ্যপি কোন প্রয়োজনবশতঃ নিয়মিত সময়ে সভোপস্থিত হইতে না পারেন তবে তাবৎ সভ্যগণকে পূৰ্ব্বে জ্ঞাপন করাইবেন ইহাতে সকলেই গৌরব করিলেন এই সকল প্রস্তাব শুনিয়া শ্ৰীযুত বাবু খামাচরণ গুপ্ত এই বক্তৃতা করিলেন যে আদ্যকার সভাতে শ্ৰীযুত সভাপতি ও শ্ৰীযুত সম্পাদক মহাশয়দিগের পারগতা ও সদ্ব্যবহার দেখিয়া আমার অন্তঃকরণে যে প্রকার সন্তোষ জন্মিতেছে তাহা বর্ণনে অক্ষম হইলাম ইহাতে অভিপ্রায় করি তাবৎ সভ্য মহাশয়দিগের এইরূপ সন্তোষ হইয়া থাকিবেক অতএব আমরা এই সভাপতি ও সম্পাদক মহাশয়দিগকে যথেষ্ট ধন্যবাদ করি । অপর সভাপতি কহিলেন যে আদ্যকার সভার তাবৎ কৰ্ম্ম নিম্পত্তি হইয়াছে অতএব সকলের প্রস্থান করা কৰ্ত্তব্য কিন্তু আমরা পরমেশ্বরের নিকট এই প্রার্থনা করি ষে এই সভ চিরস্থায়িনী হইয়া উত্তরোত্তর লোকেরদের মহদুপকার করুন ইহাতে ঈশ্বরের স্থানে প্রার্থনা করিয়া প্রায় দুই প্রহর চারি ঘণ্টার সময়ে সভ্যগণের স্বস্ব স্থানে প্রস্থান করিলেন । এই সভার অনুষ্ঠানপত্র এই যে “আমারদের বন্ধুবর্গের নিকটে বিনয়পুরঃসর নিবেদন করিতেছি যে গৌড়ীয় ভাষার উত্তমরূপে অৰ্চনার্থ এক সভা সংস্থাপিত করিতে আমরা উদ্যোগী হইলাম এই সভাতে সভ্য হইতে যে২ মহাশয়ের অভিপ্রায় হয় তাহারা অনুগ্রহপূর্বক ১৭ পৌষ রবিবার বেলা দুই প্রহর এক ঘণ্টাসময়ে শ্ৰীযুত রাজা রামমোহন রায় মহাশয়ের হিন্দু স্কুলে উপস্থিত হইয়া স্বস্ব অভিপ্রায় প্রকাশ করিবেন ইতি ।”—কৌমুদী । শ্ৰীজয়গোপাল বস্ব । ( ২ মে ১৮৩৫ । ২০ বৈশাখ ১২৪২ ) ধৰ্ম্মসভা —গত ৭ বৈশাখ রবিবার ধৰ্ম্মসভার বৈঠক হইয়াছিল ঐ বৈঠকে এক জন ছাত্রের পরীক্ষারূপ প্রধান কৰ্ম্ম উপস্থিত হওয়াতে শ্ৰীযুত রামমাণিক্য বিদ্যালঙ্কার সভাপতিত্ব পদে নিযুক্ত হইলে সম্পাদক সমাজের অন্ত আবখ্যক কৰ্ম্মের পত্রাদি উপস্থিত করিলেন তাহাতে অনুমতি হইল পাণ্ডিত্য পরীক্ষাকরণে দীর্ঘকাল গত হইবেক অতএব অন্যান্য কৰ্ম্ম আগামি বৈঠকপৰ্য্যন্ত স্থগিত রাখা কৰ্ত্তব্য অন্ত কেবল পরীক্ষাবিষয় উপস্থিত হউক তৎপরে পরীক্ষা প্রদানে উপস্থিত ছাত্রের অধ্যাপক শ্ৰীযুত কমলাকাস্ত বিদ্যালঙ্কার ডট্টাচার্য্যের পত্র পাঠ করা গেল সেই পত্র অবিকল এই ৷ * এই পত্রসম্বলিত শ্ৰীযুত গীৰ্ব্বাণনাথ ন্যায়রত্ব যে আবেদনপত্র সমাজে প্রদান করেন তদবিকল এই । - -- - এই আবেদনপত্র পাঠানস্তর ন্যায়রত্ন ভট্টাচাৰ্য্য সভায় আনীত হইলে সভাপতি কতৃক উক্ত হইল স্মৃতিশাস্ত্রের মধ্যে তিথিতত্ত্বের পরীক্ষা লওয়া কৰ্ত্তব্য ইত্যন্থমত্যহুসারে ভৎক্ষণাৎ