পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

میروهاه NO এই পুস্তকের তৃতীয় বিভাগে সামাজিক তথ্য সন্নিবিষ্ট হইয়াছে। এই অংশে দেশের নৈতিক অবস্থা, আমোদ-প্রমোদ, জনহিতকর অনুষ্ঠান, আর্থিক অবস্থা, শাসন প্রভৃতি বহু বিষয়ে বন্থ সংবাদ পাওয়া যাইবে । এগুলি বাংলা দেশের সামাজিক ইতিহাস লিখিবার অতিপ্রয়োজনীয় উপাদান । ইংরেজী শিক্ষাবিস্তারের ফলে পাশ্চাত্য প্রভাবের প্রসারের সঙ্গে সঙ্গে এ-দেশে নুতন ও পুরাতনের যে দ্বন্দ্ব দেখা দেয়, তাহার দৃষ্টাস্ত আমরা উনবিংশ শতাব্দীর বাঙালী-জীবনের সকল ক্ষেত্রেই পাই । সামাজিক ব্যাপারে এ দ্বন্দ্ব আরও স্পষ্ট রূপ ধারণ করিয়াছিল। এই দ্বন্দ্বে সে-যুগের সংবাদপত্রের মধ্যে কতকগুলি পুরাতনের পক্ষাবলম্বী ছিল, কতকগুলি নূতনের । পুরাতনপন্থী সংবাদপত্রের মধ্যে সমাচার চন্দ্রিকা’ই প্রধান, এজন্য রক্ষণশীল দলের ক্ততর্ক প্রায়ই ‘সমাচার চন্দ্রিকাতে’ই প্রকাশিত হইত । ‘সমাচার দর্পণে এই সকল যুক্তিতর্কের কিছু কিছু উদ্ধৃত হওয়াতে ঐতিহাসিকের খুব সুবিধা হইয়াছে । ‘সমাচার চন্দ্রিকা’র পুরাতন সংখ্যাগুলি দুষ্প্রাপ্য হইয়া উঠিয়াছে। সুতরাং ‘সমাচার দর্পণে উদ্ধৃত মতামত ও পত্রাদি না পাইলে আমাদের পক্ষে রক্ষণশীলদের কথা জানিবার সুযোগ হইত না । ‘সমাচার চন্দ্রিকা হইতে এইরূপ একটি উদ্ধৃত পত্ৰ দিয়া এই পুস্তকের সামাজিক অংশ আরম্ভ করা হইয়াছে। পত্ৰখানি হিন্দুকলেজের শিক্ষা সম্বন্ধে । হিন্দুকলেজের শিক্ষার ফলে দেশের কি পরিবর্তন ও উন্নতি হইয়াছে, তাহ আমরা অনেক শুনিয়াছি । কিন্তু পুরাতনপন্থীরা হিন্দুকলেজকে কি চক্ষে দেখিতেন, সে কাহিনী আমাদের নিকট অনেকটা অজ্ঞাত। পূৰ্ব্বোক্ত পত্ৰখানিতে ও পরবর্তী কয়েক পৃষ্ঠায় ( পৃ. ২৩১-৪১ ) উদ্ধৃত পত্রগুলি হইতে আমরা এ-বিষয়ে অনেক তথ্য জানিতে পারি । ২৩১ পৃষ্ঠায় উদ্ধৃত পত্ৰখানিতে হিন্দুকলেজে শিক্ষা পাইয়া পুত্রের কি পরিবর্তন হইয়াছে, তাহা হিন্দুকলেজের এক ছাত্রের পিতা বর্ণনা করিতেছেন। উহার দু-একটি ছত্র এখানে উদ্ধৃত করিয়া দিতেছি,— & চন্দ্রিকা প্রকাশক মহাশয় বলিতে কি আমি নিৰ্দ্ধন মনুষ্য পুলটি ঘরের কৰ্ম্ম কখন ২ দেখিত ও ডাকিলেই নিকটে আদিত কোন কথা জিজ্ঞাসা করিলেই উত্তর দিত কিন্তু কিছু কালের মধ্যে বিপরীত রীতি হইতে লাগিল পরে দেশের রীত্যনুসারে আচার ব্যবহার ও পোষাক ত্যাগ করিলেক অর্থাৎ চুল কাটা সাপাতু জুতাধারি মালাহান স্নানবিহীন প্রাপ্তমাত্রই ভোজন করে গুচি অশুচি দুই সমান জ্ঞান জাতীব ৰিষয় অভিমানত্যাগী উপদেশ কথা Eētajā Nonsence FIF··· | ২৩৭ পৃষ্ঠায় ‘সংবাদ প্রভাকরে প্রকাশিত যে পত্র উদ্ধৃত হইয়াছে, তাহাতে আর একজন হিন্দুকলেজের ছাত্রের পিতার মনঃকষ্টের বর্ণনা আছে। এই গৃহস্থ পুত্রকে লইয়া কালীদর্শনে কালীঘাটে গিয়াছিলেন । সেখানে গিয়া—