পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য .צרצ ( ৭ মার্চ ১৮৪০ । ২৫ ফাল্গুন ১২৪৬ ) আমরা শ্ৰীযুত বাৰু গোবিন্দচন্দ্র সেনেব কৃত মাসমান সাহেবের বঙ্গদেশীয় ইতিহাসের অতুবাদগ্রন্থ প্রাপ্ত হইয়া পরমাহলাদিত হইলাম অম্মদেশীয় ভাষায় অশ্বদেশীয় ইতিহাস এই প্রথম গ্রন্থ প্রকাশ হইল. । [ জ্ঞানান্বেষণ ] - ( ১৪ মার্চ ১৮৪০ । ২ চৈত্র ১২৪৬ ) শ্বোস গল্পসার –সংস্কৃত কলেজের একজন অধ্যাপক খোসগল্পসার নামক একগ্রন্থ রচনা করিয়া মুদ্রাঙ্কিত করিয়াছেন । তাহাতে দেশের মধ্যে যে সকল রহস্যজনক কথা এবং তদনুরূপ স্বকপোল কল্পিত কতিপয় খোসগল্প তন্মধ্যে সংগ্রহীত হইয়াছে । [ হরকর, ১২ মার্চ ] সাময়িক পত্র ( ৫ জুন ১৮৩০ । ২৪ জ্যৈষ্ঠ ১২৩৭ ) ষষ্ঠ সম্বাদপত্র –এক্ষণে বাঙ্গলা ভাষায় পাচ সম্বাদপত্র প্রকাশ পাইতেছে অপর এই সপ্তাহের চন্দ্রিকার দ্বারা আমরা অবগত হইলাম যে কলিকাতা শহরে অন্য এক বাঙ্গলা সম্বাদপত্র প্রকাশ হইবেক তাহার সংজ্ঞা সম্বাদরত্নাকর। ( ২৬ জুন ১৮৩০ । ১৩ আষাঢ় ১২৩৭ ) নূতন সস্বাদপত্র –কলিকাতা নগরস্থ শ্ৰীযুত লক্ষ্মীনারায়ণ ন্যায়ালঙ্কারের আফিসে শাস্ত্র প্রকাশনামক এক সম্বাদপত্র প্রকাশিত হইয়াছে ঐ সম্বাদপত্রের অনুষ্ঠান দেখিয়া আমারদের বোধ হয় যে তাহ লোকেরদের পরমোপকারক হইবে কেননা সামান্যতঃ সস্বাদপত্রে নানাদিগদেশীয় বহুবিধ সম্বাদ প্রচার হইয়া থাকে ইহাতে সমাচার প্রচার না হইয়া বেদবেদাঙ্গ পুরাণোপপুরাণাদি শ্লোকের প্রকৃতার্থ ও ফল এবং ব্ৰতাদির ইতিকর্তব্যত৷ নানাশাস্ত্র হইতে সংক্ষেপে সংগৃহীত হইয়া সকল লোকের সহজে বোধার্থে চলিত ভাষায় প্রকাশ হইবে ক্রমশঃ বাঙ্গলা সম্বাদপত্রের বাহুল্যহওয়াতে এতদেশীয় লোকেরদের বিশিষ্ট্রোপকার বিশেষতঃ নানা সম্বাদপত্রে নানাদেশীয় অনেক বিষয়ঘটিত সম্বাদ অনায়াসে জানিতে পারিবেন এবং এই শাস্ত্রপ্রকাশে প্রকাশিত শাস্ত্রঘটিত বিষয় বাঙ্গলা ভাষায় তরজমা করা গেলে সাধারণ লোকেরদের বুদ্ধিগোচর হইবেক এবং তাহা সপ্তাহে২ প্রকাশ হইবে ও তাহার মূল্য মাসে এক টাকা করিয়া দিতে হইবেক ইতি ।