পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য । ১৭৯ ( ২ জুলাই ১৮৩১ । ১৯ আষাঢ় ১২৩৮ ) জ্ঞানাম্বেষণ —কএক বিজ্ঞতম যুব মহাশয়েরদেরকতৃক কলিকাতা নগরে প্রকাশিত অত্যুত্তম জ্ঞানান্বেষণ পত্রের অনুষ্ঠান আমরা এই সপ্তাহে অনুবাদ করিলাম। র্তাহারদের এই প্রশংসনীয় ব্যাপারে তাহারা যে কৃতকার্য্য হন এবং তৎপ্রকাশিত পত্রে তাহারদের সন্ত্রম ও দেশের উপকার হয় এমত অামারদের আকাজক্ষা । মধ্যে২ জ্ঞানান্বেষণের উক্তি দপণে অপণ করিতে অামারদের মানস আছে । অপর তৎপত্রসম্পাদক মহাশয় যদি বিরক্ত না হন তবে এই পরামর্শ দেওয়া যায় যে কেবল জ্ঞান কাগুবিষয়ক প্রকাশ না করিয়া আহুষঙ্গিক কৰ্ম্ম কাণ্ড বিষয়কে কিছু প্রকাশ করেন । কেবল জ্ঞানসম্পৰ্কীয় পত্র পাঠার্থে জন পদ তাদৃশ পরিপক্ক নয় সকলিই নূতন২ সম্বাদ শুশ্রুষায় অন্তরক্ত । বিশেষতঃ ইদানীন্তন ইউরোপে উত্তেজনক নানাকৰ্ম্ম হইতেছে অতএব সম্বাদ বিষয়ে লোকেরা ব্য গ্র কিন্তু যদ্যপি সম্পাদক মহাশয় স্বীয় কল্প স্থির রাখিয়া সম্বাদ প্রকাশ করিতে অনিচ্ছুক তবে তাহার প্রতি আমারদের এই পরামর্শ যে এতদ্দেশীয় যন্ত্রালয়ে অথবা এতদেশীয় লোকোপকারার্থে যে২ পুস্তক মুদ্রাঙ্কিত হয় তাহার সদসৎ পরীক্ষা ও বিজ্ঞাপন স্বীয় পত্রের এক পাশ্বে প্রকাশ করেন । পুস্তক যত ক্ষুদ্র হউক কি পঞ্জিকা কি রাধার সহস্ৰ নাম তাহার একটাও না ছাড়েন । অতিগুরুতর গ্রন্থ মুদ্রাঙ্কিত হইলে বাহুল্যরূপে তাহার সদসং পরীক্ষা করিবেন ক্ষুদ্র গ্রন্থ হইলে বিজ্ঞাপন মাত্র করিলে হয় । এই এক নূতন ও অকৃষ্ট ক্ষেত্র বটে কিন্তু ক্রমে ইহাতে স্বফসল জন্মিতে পারে । এইক্ষণে কলিকাতা মহানগরে এতদেশীয় লোকেরদের বিংশতির অধিকে যন্ত্রালয় আছে তাহাতে প্রতিমাসে যত পুস্তক মুদ্রাঙ্কিত হইতেছে তাহা প্রায় সম্পাদক ও অন্য ২ লোকের বোধগম্য নয় অতএব পুস্তকাভাবে যে এ কৰ্ম্ম সম্পন্ন করিতে পারিবেন না এমত কদাচ অনুমেয় নহে । ( ১৯ জানুয়ারি ১৮৩৩ । ৮ মাঘ ১২৩৯ ) আমরা জ্ঞানান্বেষণ গ্রাহক মহাশয়বর্গের সমীপে প্ৰণিপাতপূৰ্ব্বক বিজ্ঞাপন করিতেছি আপনকারদিগের আম্রকুল্যে জ্ঞানান্বেষণপত্র আরম্ভাবধি এপর্য্যস্ত যে কেবল গৌড়ীয় ভাষায় চলিতেছিল এইক্ষণে আমারদের বোধ হয়, যে তাহার পরিবর্ত করিয়া আগামি সপ্তাহাবধি গৌড়ীয় এবং ইঙ্গলওঁীয় ভাষায় প্রকাশ করিব কেননা যদিও বঙ্গভাষাজ্ঞ মহাশয়দিগের কেবল গৌড়ীয় ভাষাপীঠে তৃপ্তি হইতে পারে তথাপি জ্ঞানাম্বেষণগ্রাহক ইউরোপীয় মহাশয়দিগের মধ্যে অনেকের গৌড়ীয় ভাষাভ্যাসে তাদৃক মনোযোগ না থাকতে র্তাহারদের উত্তমাঙ্গুরক্তিহওয়ার ব্যাঘাত হয় অতএব বিবেচনা করিলাম জ্ঞানান্বেষণে যে২ বিষয় প্রকাশ হইবে তাহ। ঐ উভয় ভাষায় লিপিবদ্ধ হক্টলে জ্ঞানান্বেষণপাঠে এতদেশীয় ও ইউরোপীয় মঃ শিয়দিগের বিশেষ মনোযোগ হইতে পারে এই বিবেচনাতে আগামি সপ্তাহাবধি পূৰ্ব্বোক্ত উভয় ভাষায় জ্ঞানান্বেষণ প্রকাশ করিতে উদ্যোগী হইলাম. বৰ্ত্তমান মাসাবধি পুনরায় নুতন বন্দোবস্ত হইল —জ্ঞানান্বেষণ ।