পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮৪ মংবাদ পত্রে সৈনকালের কথা 神 ( ২১ জাকুয়ারি ১৮৩২ । ৯ মাঘ ১২৩৮ ) কলিকাতা রাজধানীতে এতদ্দেশীয় সম্বাদ পত্রের উৎপত্তি —কলিকাতা রাজধানীতে এইক্ষণে যে সকল সম্বাদপত্র প্রকাশিত হইতেছে তাহার এক প্রস্তাব তিমিরনাশক পত্ৰহইতে আমরা গ্রহণ করিয়া ইঙ্গরেজীতে ভাষাস্তর করিলাম •••ঐ সমানুষ্ঠায়ির কিয়ৎ২ কথাতে অামারদিগের সম্মতি নাই । • • • “পাঠকবর্গনিকটে সমাচারপত্রবিষয়ের আপীল । এপ্রদেশে ইঙ্গলগুধিপতির আগমনে সমাচারপত্র পদার্থনামক উপাদেয় দ্রব্য দর্শন হইল কিন্তু বহুকাল পর্য্যস্ত এতদেশীয় বিজ্ঞ মহাশয়েরাও তাহার মৰ্ম্মাবগত ছিলেন না পরে অনেককালাবসানে কোন২ রাজকৰ্ম্মকারি মুৎস্থদি মহাশয়ের সমাচারপত্র পাঠ করিতে আরম্ভ করিলেন কিন্তু তাহাতে রাজকৰ্ম্মের নিয়োগ এবং গবর্ণমেণ্টের হুকুম ও দ্রব্যাদির বিক্রয়ের সম্বাদ ইত্যাদি বিষয় অনেকের প্রয়োজন ছিল এইমতে বহুকাল গতে কলিকাতা জরনেলনামক কাগজের স্বষ্টি হইলে তাহাতে বকিংহেম সাহেব আপন মুন্সীগিরী অনেক প্রচার করিতে লাগিলেন অর্থাৎ কৌন্সেলের গবর্ণমেণ্টের কৃত কৰ্ম্মের প্রতি অনেক কটাক্ষকরাতে তদ্বিপক্ষ জানবুল কাগজ স্বষ্টি হয় তাহা প্রথমে এভন্নগরে বর্ষাকালের বৃষ্টির ন্যায় বরিষণ হইল এই প্রকার কাগজের আন্দোলনে এপ্রদেশীয় অনেক বিদ্যানলোক সমাচারকাগজ পড়িতে বড় রত হইলেন র্যাহারা ইঙ্গরেজী না জানেন র্তাহারাও সৰ্ব্বদা অকুসন্ধান করিলেন আদ্যকার জরনেল কি লিথিয়াছে জানবুলে বা তাহার কি উত্তর হুইয়াছে ইহাতে অনেকে ব্যগ্র হইলেন । সমাচার দর্পণ মিসেনরি সাহেবদিগের বাঙ্গল কাগজ অনেক লোক গ্রহণ করেন নাই অর্থাৎ ধৰ্ম্মদ্বেষিরা কাগজ করিয়াছেন অবশ্যই ইহাতে আমারদিগের ধৰ্ম্মের দ্বেষ আছে বহুদিবসের পরে জানা গেল তাহাতে কেবল নানা দিগ দেশীয় সমাচার প্রচার হয় পরে ক্রমে অনেকে তাঙ্কার আদর করিলেন সমাচার দর্পণে কতকগুলিন প্রেরিতপত্র প্রথম প্রকাশ হয় তাহাতে এপ্রদেশীয় ব্রাহ্মণ গ্রগণ্য কুলীন ঠাকুরদিগের নিন্দ ও বৈষ্ণবদিগের প্রতি শ্লেষ প্রকাশ হইল ইত্যাদি দেখিয়া অনেক বিশিষ্টলোক বিরক্ত হইয়া কহিলেন আমারদিগের মধ্যে কোন ব্যক্তি একটা সমাচারের কাগজ যদ্যপি স্বষ্টি করেন তবে উত্তম হয় কিছু দিন । পরে শুনিলাম শ্ৰীযুত বাবু ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় মহাশয় ও শ্ৰীযুত তারাচাদ দত্তজ ঐক্য হইয়া সম্বাদ কৌমুদী নাম দিয় এক কাগজ ১২২৮ সালের কাৰ্ত্তিক মাসে প্রকাশ করেন তাহার মূল্য দুই টাকা স্থির করিলেন এতন্নগরমধ্যে ঐ কাগজ মহাসমাদৃত হইল যেহেতুক হিন্দুর নিউস পেপর হইয়াছে ইহাতে অজ্ঞ বিজ্ঞ সাধারণের আনন্দ জন্মিল ঐ কাগজ স্বজনসময়ে জেমস কালডর সাহেব অনেক সাহায্য করেন এবং তিনি এমত সাহস দিয়াছিলেন যে যত দিন ঐ কাগজের গ্রাহকদ্বারা ব্যয়ের আহ্লকুল্য না হয় তবে আমি সাহায্য করিব দুই তিন মাস গতে দত্তজের এক স্বসন্তান শ্ৰীযুত হরিহর দত্ত ঐ কাগজের এক সহকারী হইলেন