পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য Տե** ( ৯, ১২, ১৯ জানুয়ারি ১৮৩৩ ) ১৮৩২ সালের বর্ষফল — ফেব্ৰঅারি, ৯। কলিকাতানগরে ইষ্টইণ্ডিয়ান লোককতৃক ইণ্ডিয়ান রেজিষ্টরনামক সম্বাদ পত্র প্রকাশারম্ভ হয় । জুন, ২৬ । প্রভাকর অস্তয়ান । আগস্ত, ২ । অস্ত প্রভাকরের সহোদর রত্নাবলী নামক এতদ্দেশীয় এক বাঙ্গালা পত্র উদিত হয় তাহার অধ্যক্ষ শ্ৰীযুত বাৰু জগন্নাথপ্রসাদ মল্লিক। চন্দ্রিকাতে লেখেন যে ঐ পত্র অতিশুশ্রীষণীয় । ( ২ জানুয়ারি ১৮৩৩ । ২০ পৌষ ১২৩৯ ) দিল্লী নগরে এক নূতন সম্বাদপত্র –দিল্লীতে নূতন এক সম্বাদপত্র সংপ্রতি আরম্ভ হইয়া তাহা ইঙ্গরেজী ও পারস্য ভাষায় ভাসমান হইতেছে তাহার নাম দিল্লী আকবর অর্থাৎ উত্তর হিন্দুস্থানীয় সম্বাদপত্র। শ্ৰীলশ্ৰীযুত গবর্নর জেনরল বাহাদুর ও শ্ৰীযুক্ত সৈন্তাধ্যক্ষ এবং অন্যান্য অনেক সেনাপতি ও অতিমান্ত সাহেবের সমাদরে ঐ সম্বাদপত্রের পৌষ্টিকতা করিতেছেন । তাহার দেড় শত কপি সহী হইলে অকুমান তৎসম্পাদনের ব্যয় পোষাইবে তদুপরি যত লাভ হইবে তাহ দিল্লী মহানগরস্থ ইঙ্গরেজী কালেজে প্রদত্ত হুইবে । - ( ৩ এপ্রিল ১৮৩৩ । ২২ চৈত্র ১২৩৯ ) কলিকাতা কুরিয়র —গত ১ আপ্রিলঅবধি কলিকাতা কুরিয়র সম্বাদপত্র প্রত্যহ প্রকাশ হইতে লাগিল অন্যান্য কলিকাতার প্রাত্যহিক প্রকাশিত সম্বাদপত্রের যে মূল্য ঐ পত্রেরও তন্মুল্য। ৮ - ( ১১ সেপ্টেম্বর ১৮৩৩ । ২৭ ভাত্র ১২৪০ ) ইঙ্গরেজী ও বাঙ্গলা ভাষাতে ভাষিত বিজ্ঞান সারসংগ্রহ ইতি সংজ্ঞক বিদ্যা ও শিল্পবিদ্যার প্রথম সঙ্খ্যক এক গ্রন্থ আমরা প্রাপ্ত হইয়াছি। ঐ গ্রন্থ শ্ৰীযুত উলষ্টন সাহেব ও শ্ৰীযুত বাৰু গঙ্গাচরণ সেন ও শ্ৰীযুত বাৰু নবকুমার চক্রবর্তিকতৃক সংগৃহীত হইয়া মাসে দুইবার প্রকাশ হইবে। প্রত্যেক সংখ্যক বড় অকটেবো ষষ্ঠদশ পৃষ্ঠাত্মক হইবে । ইহার মূল্য মাসে দ• অথবা অগ্রে দত্ত হইলে বৎসরে ৮ টাকা নিৰ্দ্ধাৰ্য্য হইয়াছে |یا ه ی জানবুলের নাম পরিবর্তন —জানবুল পত্রে সম্বাদ দেওয়া গিয়াছে যে আগামি ১ অক্তোবরঅবধি ঐ সম্বাদপত্রের নাম পরিবর্তন হইয়া ইঙ্গলিসমান নাম রাখা যাইবে এতদ্রুপ