পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য ము অধিক মূল্য কেহ না ডাকে তবে অগত্যা তাহাতেই বিক্রয় করিতে হইবে । ঐ কারখানাতে প্রাপ্যের মধ্যে কিছু শক্তাই করিলে বার মাসের মধ্যে যাহা আদায় হইতে পারে তৎসংখ্যা ২০,০০০ টাকা এতদ্ভিন্ন কারখানার যে জিনিসপত্র তাহাও অমূল্য নহে তাহাতে ৩০,০০০ টাকা ধরা গিয়াছে। কিন্তু আমরা দেখিয়া অত্যন্ত খেদিত হইলাম যে ঐ পত্রগ্রাহক ৪০০ পৰ্য্যস্ত কমিয়াছে ইহার কারণ কিছু বোধ হয় না যেহেতুক বৰ্ত্তমান সম্পাদকের হস্তে যদবধি ঐ কৰ্ম্ম আসিয়াছে তদবধি অতিনৈপুণ্য ও বিজ্ঞতাপূর্বকই কৰ্ম্ম নির্বাহ হইতেছে। ( ১ অক্টোবর ১৮৩৪ । ১৬ আশ্বিন ১২৪১ ) ইণ্ডিয়া গেজেট প্রেস —গত শনিবারে ইণ্ডিয়া গেজেট প্রেসের তিন শু্যার অর্থাৎ যে তিন অ’ শ ইনশালবেণ্ট আদালতের সম্পত্তির মধ্যে ছিল তাহা গত শনিবারে নীলাম হইল এবং শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুর তাহ ৩৪০০০ টাকায় ক্রয় করিলেন ইহার পূৰ্ব্বে ঐ বাৰু যন্ত্রালয়ের কেবল এক অংশী ছিলেন এক্ষণে তাহ তাহার সম্পূর্ণরূপই হইল। ( ৪ অক্টোবর ১৮৩৪ । ১৯ আশ্বিন ১২৪১ ) ইণ্ডিয়া গেজেট —ইণ্ডিয়া গেজেট প্রেস অর্থাৎ যন্ত্রালয় হরকরা যন্ত্রালয়ের সঙ্গে মিলিত হইয়াছে যে ইণ্ডিয়া গেজেট সম্বাদ পত্র প্রত্যহ মুদ্রাঙ্কিত হইত তাহা আর হইবে না এবং ঐ দৈনিক সস্বাদ পত্রগ্রাহকেরদিগকে দৈনিক হরকরা সম্বাদপত্রই দেওয়া যাইবে । যে ইণ্ডিয়া গেজেট পত্র সপ্তাহের মধ্যে তিনবার প্রকাশ হইত তাহা যে অতিবিজ্ঞ সম্পাদক কএক বৎসর অবধি প্রকাশ করিতেছেন এইক্ষণে র্তাহাকর্তৃকই পূৰ্ব্ববৎ প্রকাশ হইবে কিন্তু তাহা এইক্ষণঅবধি হরকরা যন্ত্রালয়ে মুদ্রাঙ্কিত হইবে । ( ২৫ অক্টোবর ১৮৩৪ । ১০ কাৰ্ত্তিক ১২৪১ ) পশ্বাবলি —শ্ৰীযুত রামচন্দ্র [ মিত্ৰ ] বাবু কর্তৃক কৃত এক পশ্বাবলিনামক গ্রন্থ তাহার দ্বিতীয় খণ্ডের প্রথমাংশ যে আমারদিগের প্রতি প্রেরণ করিয়াছেন ঐ গ্রন্থ ইঙ্গরেজী হইতে ংক্ষেপ করিয়া ইঙ্গরেজী অক্ষরে ও বাঙ্গালা অক্ষরে অনুবাদ করিয়াছেন এবং তাহাতে পশুদিগের ইতিহাস ও উত্তম আহলাদজনক বিবরণ আছে উক্ত গ্রন্থ পাঠ করিয়া আমরা অত্যন্ত আহলাদিত হইয়াছি ।••• —জ্ঞানান্বেষণ । ( ৫ নবেম্বর ১৮৩৪ ৷ ২১ কাৰ্ত্তিক ১২৪১ ) নৃানাধিক ৩৬ বৎসর হইল আসিয়াটিক মেরিয়ালনামক [ এশিয়াটিক মিরার ] সম্বাদ পত্র অর্থাৎ সৰ্ব্বাপেক্ষা অতিপ্রধান ঐ সস্বাদ পত্র তৎসময়ে কলিকাতায় বিরাজমান ছিল তাহাতে পত্রসম্পাদক ব্রুস সাহেবের রচিত ক্ষুদ্র এক প্রস্তাবোপলক্ষে ইহা লিখিয়াছিলেন