পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

వtr মংবাদ শত্রে মোকালের কথা বোম্বাই চাবুক পারস্য • . . So কলিকাতা ••• মখে আলম আফরোজ পারস্য - - - ) & কলিকাতা • • • জ্ঞানান্বেষণ বাঙ্গলা ও ইঙ্গরেজী .. ১১ কলিকাতা • • • সমাচার চন্দ্রিক বাঙ্গলা ... ss মন্দ্রিীজ ••• চিনেপটম বরটাণ্টা জেণ্ট, • * , У о বোম্বাই • • • সমাচার 瑞 s 领 * R is У о বোম্বাই ... জেমিজমসিদ পারস্য * * * 6t কলিকাতা . আইন সেকন্দর পারস্ত . . . & R ( ৯ ডিসেম্বর ১৮৩৭ । ২৫ আগ্রহণয়ণ ১২৪৪ ) ইঙ্গরাজী নূতন পত্র –কতিপয় মাসের মধ্যে যে কএক গান পত্র প্রচার হইয়াছে তাহা আমরা নিয়মিত মত পাঠ করিতেছি তাহারদিগের নাম ষ্টারইনদিইষ্ট রেইনবো আনামেগেজিন এবং খয়ের থাই হও [ The Khyr Khahend ] এই পত্রের পূৰ্ব্বোক্ত তিন খান ইঙ্গরাজী ভাষায় প্রকাশ হইতেছে তন্মধ্যে প্রথমোক্ত পত্র প্রতি মাসে প্রকাশ হইয়া থাকে এবং তন্মধ্যে বিদ্যাবিষয়ক বর্ণনা ও কিয়ৎ২ ধৰ্ম্ম বিষয়ক আন্দোলনও আছে এই পত্রের ছয় সংখ্যা প্রকাশ হইয়াছে তাহার লিখিত অনেকানেক বিষয় পাঠে বোধ হইয়াছে যে তদ্বিবরণ সমুদয় যুবা ব্যক্তিবর্গের পাঠাবশ্বক আনন্দজনক ও উপকারক বটে। আমরা শুনিয়াছি যে ঐ পত্র উত্তমোত্তম বিদ্যাগারস্থ পাঠোৰ্ত্তীর্ণ কতিপয় ব্যক্তিরা সম্পন্ন করিতেছেন কিন্তু গ্রাহক অত্যন্ত্র আছে । দ্বিতীয় লিখিত পত্র বহুবাজারস্থ বেনিবোলেণ্ট ইনষ্টিটিউসন নামক বিদ্যাগারস্থ ছাত্রদিগের দ্বারা সম্পন্ন হইয়া প্রতিমাসে দুইবার প্রকাশ হয় । তৎ পত্র যে সকল অল্পবয়স্ক বালকদিগের দ্বারা লিখিত হয় তাহা শুনিয়া আমরা ঐ বিদ্যালয়ের বালকদিগকে প্রচুর বিদ্যোপার্জন শীঘ্র হওন বিষয়ে বিশেষ ধন্যবাদ দিই... তৃতীয়োক্ত পত্রের কেবল প্রথম সংখ্যাই কতিপয় হিন্দু বালক কর্তৃক প্রকাশ হইয়াছে তাহার গুণ কথনে আমরা কোন প্রমাণ পাইলাম না যেহেতুক ঐ পত্র কোন ইঙ্গরাজী পুস্তক হইতে অতুবাদিত হইয়া মুদ্রিত হইয়াছে একারণ তাহা নূতন বলিয়া অথবা যুবালোকেরদিগের ক্ষমতায় কৃত ভাবিয়া যে কেহ মূল্য দিয়া ক্রয় করিবেন তাহাও হইল না অতএব অতিনূ্যন মূল্য করাতেও তাহা বিক্রয় হইল না । এবং শুনা গিয়াছে যে ঐ পত্রের যে ১ সংখ্যা ৫০০ মুদ্রিত হইয়াছে তাহ বিক্রয় হওনের পর দ্বিতীয় সংখ্যা মুদ্রাঙ্কন হইবেক অতএব নিশ্চয়ই হইয়াছে ষে তাহার আর সংখ্যা প্রকাশ হওন চুল্লভ । চতুর্থোত্ত পত্র বারাণসী নিবাসি পাদরি মেথর সাহেব কর্তৃক লিখিত হইয়া স্কুলবুক সোসাইটি যন্ত্রে প্রকাশ হইতেছে তাহা রোমানাক্ষরে উর্দু, ভাষায় লিখিত হয় এবং ইঙ্গলগুীয় ধৰ্ম্মপুস্তকান্তর্গত বিবরণ সকল লিখিত হয় এই পত্র প্রকাশে সাহেবের অভিপ্রায় এই যে ইঙ্গরাজ লোকের যে সকল চাকর জবন ও হিন্দুস্থানি