পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հ88 মংবাদ গাত্রে মোকালের কথা দিতে থাকেন তাহাকে তাহার আপন ভরণপোষণের নূ্যনত করিয়াও উক্ত কুলীন মহাশয়ের ভরণপোষণ যথাসাধ্যক্রমে করিতে হয় তদ্ভিন্ন উক্ত ব্যক্তির ঔরসে যে২ কন্যাসন্তান জন্মিবেক তাহারদিগেরও বিবাহ কুলীন ব্রাহ্মণদিগের সহিত দিতে হয় এবং পূৰ্ব্বরীতিক্রমে ঐ২ কন্যাসন্তানদিগের সম্পৰ্কীয় সমস্ত পরিবারের ভরণপোষণ পুরুষানুক্রমে করিতে হয় অর্থাৎ যাহারা প্রতিপুরুষে আপন? বংশের কন্যাসস্ততিদিগকে কুলীন পাত্রস্থা করিয়াছেন পুরুষানুক্রমে র্তাহারদিগকে ঐ দাড়া বলবৎ রাখিতে যদি হয় ইহাতে কেহ আপন অসঙ্গতিপ্রযুক্ত বা অন্য কোন কারণবশত: ক্রটি করে তবে তাহাকে সকলে নিন্দ করেন এবং কুলাঙ্গার কহেন স্বতরাং দশের নিন্দাভয়ে যোত্রহীনবিশিষ্ট বংশোদ্ভব ব্যক্তিরা অন্য২ সহস্র২ ক্লেশ স্বীকার করিয়াও উক্ত আপদের বোঝা ঘাড়ে করিয়া লয়েন । উক্ত কুলীন প্রাধান্য এতদ্দেশায়দিগের নিৰ্দ্ধনহওনের এক বলবৎ কারণ যদিস্তাৎ তাহারদিগের ধননাশের প্রতি অন্যান্ত ২ কএক কারণ আছে কিন্তু তন্মধ্যে ইহা যে এক প্রধান কারণ ইহা অবশ্ব বলিতে হইবেক বিশেষতঃ যাহারদিগের কুলময্যাদা আছে তাহারা বা তাহারদিগের সস্তানের অন্যান্ত ব্রাহ্মণের হ্যায় বিদ্যাভ্যাসকরণে উৎসাহণম্বিত হন না কারণ তাহারা জানেন যে কোন শ্রোত্রিয় বা বংশজ ব্রাহ্মণের নাম গুণে গুণবান হইলেও জাত্যংশ বিষয়ে তাহারদিগের তুল্য মান্য কদাচ হইতে পরিবেন না অর্থাৎ উক্ত ব্যক্তিরা অর্থ ব্যয়ব্যতিরেকে বিবাহ করিতে সমর্থ হইতে পরিবে না এবং আপন২ দারাদি পরিবারের ভরণপোষণের ভার হইতে ও তাহারদিগের ন্যায় মুক্তহস্ত হইতে পারিবেন না। যদিস্যাৎ কুলীন ব্রাহ্মণদিগের মধ্যে বা তাহারদিগের সন্তানদিগের মধ্যে কেহ২ এইক্ষণে কিঞ্চিং২ বিদ্যাভ্যাস করিয়াছেন বা করিতেছেন কিন্তু তাহারদিগের সেরূপ বিদ্যাভ্যাসে দেশের কুশল নাই যেহেতুক তাহার বয়স্থ হইলে আপন২ পৈতৃক কুলমধ্যাদাকে এক লভ্যজনক ব্যাপার জ্ঞান করিয়া তাহার রক্ষার্থে পৈতৃক ধারাবাহী হইয়া অহঙ্কত হয়েন এবং অহঙ্কারের যে দোষ তাহা বিজ্ঞ মহাশয়দিগের আগোচর কি আছে যাহা হউক নবগুণবিশিষ্টত্ব কুলীন অর্থাৎ আচারো বিনয়োবিদ্যাইত্যাদি নয় গুণ কৌলীষ্ঠের প্রসিদ্ধ লক্ষণ কিন্তু এইক্ষণে যে২ মহাশয়দিগকে কুলীন বলিয়া মান্য করা যায় তন্মধ্যে অনেকে উক্ত নবগুণ বর্জিত বরং তাহারদিগকে নিগুণ চূড়ামণি বলা যাইতে পারে কোন২ স্থানে । এমত ঘটিয়াছে যে কোন২ কুলীন জামাতা আপন২ শ্বশুরপ্রভূতির প্রতি ক্রোধাম্বিত হইয়া রাত্রিমানে স্বাগভরে আপন২ পত্নীর সহ শয়নে থাকিয়া সূর্য্যোদয়ের প্রাকৃকালে আপন নিদ্রিত পত্নীর গাত্রের সমস্ত স্বণ রৌপ্যাদির আভরণ এবং পরিধেয় বস্ত্র অতিসাবধানপূর্বক খুলিয়া লইয়া পলায়ন করিয়াছেন এবং আরো শুনা এবং দেখা গিয়াছে যে কোন২ কুলীন মহাশয়ের রাগচ্ছলে আপন শ্বশুরের বাটৗহইতে স্ব২ পত্নীকে আপন২ গৃহে আনয়নপূর্বক ঐ২ কন্যার পিতৃদত্ত স্বর্ণাভরণাদি সমস্ত কাড়িয়া লইয়া তাহা বিক্রয় করিয়া আপনারা মজা মারিয়াছেন এবং উক্ত কন্যারদিগকে নানামতে ক্লেশ