পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* जबछि &ማማ করিয়া উক্তাত্যাচার রাজাপ্রজা উভয়ের স্বগোচর করাইবেন । বহুবাজার নিবাসি কতিপয় দর্পণপাঠকস্ত । ( ১১ নবেম্বর ১৮৩৭ । ২৭ কাৰ্ত্তিক ১২৪৪ ) শ্ৰীযুত জ্ঞানান্বেষণসম্পাদক মহাশয়েষ্ণু —চব্বিশ পরগনার মাজিস্ত্রেটের সরহদের মধ্যে খড়দহ গ্রামের হিন্দুরদিগের রাসযাত্রার সময়ে প্রতিবৎসর যে অন্তায় কৰ্ম্মসকল হয় তদ্বিষয়ক মল্লিখিত কএক পংক্তি আপনকার পত্রে প্রকাশ করিলে বাধিত হইব । বিষ্ণুমতাবলম্বি র্যাহারা তাহারা এই রাসযাত্রাকে অতিশয় মানেন এবং যাহারা এই রাস নিজ গৃহে করিতে অক্ষম হন তাহারা যেখানে প্রসিদ্ধ বিগ্রহ আছেন শহরহইতে সেই স্থলে রাস দর্শন করিতে যান। খড়দহ শু্যামস্বন্দর বিগ্রহের অতিপ্রসিদ্ধ স্থান তজ্জন্ত কলিকাতাস্থ মান্য ব্যক্তিরা এবং অন্যান্য দেশীয় ইতর লোকের অনেকেই এই বিগ্রহের রাসলীলা দর্শনার্থ এই স্থানে গিয়া থাকেন এবং দোকানদারের এই সময় লাভকরণার্থ নানাবিধ তামসিক দ্রব্যাদি লইয়া যান যে কএক দিবস রাস হয় সেই কএক দিন এই স্থলে অনেক আহলাদ আমোদের বিষয় দৃষ্ট হয় পোলীসের আমলারা যাহারদিগের এই গ্রাম রক্ষণ করণার্থ ভার আছে ও এই স্থানের জমীদার এবং এই বিগ্রহের সেবা করিয়া থাকেন যে সকল গোস্বামী ইহারা নকলে ফন্ডু খেলায় অনেক টাকা পান তজ্জন্য প্রসিদ্ধ জুয়ারিরদিগের খেলার নিমিত্ত এক স্থান স্থির করিয়া রাখিয়াছেন অতএব এই কুকৰ্ম্মকারিরা মহোৎসবের কএক দিবস ক্রমাগত জুয়াখেলা করিয়া থাকেন কিন্তু যে সকল লোকের ঐ খেলায় এলাকা আছে তাহারদিগের নাম দিয়া আমি লজ্জা সরম ও আইনবিরুদ্ধের নিমিত্ত স্বীয় যথার্থ নাম স্বাক্ষরিত করিয়া প্রকাশ করিতে পারিলাম না । পূৰ্ব্বোক্ত স্থানের নিকট পানিহাটনামক এক ক্ষুদ্র গ্রামে শ্ৰীযুত বাৰু প্ৰাণকৃষ্ণ রায়চৌধুরীর রাসবাটতে এতদ্রুপ তামসিক ক্রীড়া মহোৎসবের দিবসে হইয়া থাকে। এই সকল বিষয় সৰ্ব্বসাধারণকে জ্ঞাত করিবার আমার তাৎপৰ্য্য এই যে বিচারপতিরা এই সকল কুকৰ্ম্ম নিরীক্ষণ করিয়া যাহাতে রহিত হয় এমন চেষ্টা পান। সম্পাদক মহাশয় আপনি এই বিষয়ের উপর কিঞ্চিৎ লিখিলে আরো ভাল হইতে পারে । গ্রামবাসিনঃ ॥ চিৎপুরের রাস্তার কোন স্থানে । ২ নবেম্বর ১৮৩৭ সাল । - ( ১৮ নবেম্বর ১৮৩৭ । ৪ অগ্রহায়ণ ১২৪৪ ) খড়দহের জুয়াখেলা।—শুনিয়া অত্যন্তাপ্যায়িত হইলাম যে গত রাসযাত্রা সময়ে জুয়াখেলা নিবারণার্থ চব্বিশ পরগনার শ্ৰীযুত মাজিস্ত্রেট সাহেব উদ্যোগী হইয়াছিলেন । সেই স্থানে এতদ্দেশীয় , যে সকল লোক উপস্থিত ছিলেন তাহারদের মধ্যে কেহ২ আমার