পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\}o a LgBBD KBJ BBBBB BB aaL দুই অংশ দুই মতওল্লিকে দেওয়া হয় । তাহাতে এক মতওল্লির জিন্মায় এমামবাটী ও তন্নিকটবর্তি বিদ্যালয় থাকে। অপর মতওল্লি ঐ সকল জমিদারীর তত্ত্বাবধারকত কৰ্ম্মে নিযুক্ত ছিলেন। প্রত্যেক মতগুল্লি ১০০০ টাকা করিয়া মেহনত আন পাইতেন অর্থাৎ ঐ বেতন জাইণ্ট মাজিস্ত্রেট ও ডেপুটি কালেক্টরের তুল্য। কিন্তু ঐ বেতনেতেও ঐ মতওল্লি তৃপ্ত হন নাই । সৈয়দপুর পরগনা যে মতওল্লির জিন্মায় ছিল তাহার কার্য্যে গবর্ণমেণ্টের বিশ্বাস না হওয়াতে র্তাহণকে ঐ কৰ্ম্মহইতে বিদায় করিয়া ঐ জমিদারী ৬৭ বিভাগে ৬৭ লক্ষ টাকাতে কএক জন তালুকদার ও পত্তনিদারের নিকটে পত্তনিরূপে বিক্রয় করিয়াছেন । গবর্ণমেণ্ট এই টাকা কোম্পানির কাগজে গুস্ত করিলেন এবং যশোহরের কালেক্টর সাহেবকে পত্তনিদারেরদের স্থানে ঐ জমিদারীর রাজস্ব আদায় করিতে হুকুম দিয়াছেন । • • f ( ১১ মে ১৮৩৩ । ৩০ বৈশাখ ১২৪০ ) কলিকাতাস্থ এতদেশীয় দরিদ্রব্যক্তিরদের উপকার –কলিকাতাস্থ এতদ্দেশীয় দরিদ্রব্যক্তিরদের উপকারার্থ যে এক সবকমিটি নিযুক্ত হন গত ২৭ আপ্রিল তারিখে পুরাতন গির্জাঘরে তাহারদের যে বৈঠক হয় - তাহাতে নীচে লিখিত মহাশয়ের উপস্থিত হইয়া কমিটির মধ্যে মনোনীত হইলেন বিশেষতঃ মহাশয় । বাবুসকল শ্ৰীযুত রসময় দত্ত ও শ্ৰীযুত বিশ্বনাথ মতিলাল ও শ্ৰীযুত প্রসন্নকুমার ঠাকুর ও শ্ৰীযুত গোপীনাথ সেন ও শ্ৰীযুত রাধাপ্রসাদ রায় ও শ্ৰীযুত রামচন্দ্র গাঙ্গুলিও শ্ৰীযুত রামলোচন ঘোষ । অপর গত ৩০ অপ্রিলের অন্য এক বৈঠকে পশ্চাল্লিখিতব্য বাবুরা উপস্থিত হইয়া কৰ্ম্মে নিযুক্ত হইলেন । বিশেষতঃ শ্ৰীযুত রষ্টমজি কওয়াসজী ও শ্ৰীযুত কালীনাথ রায় ও শ্ৰীযুত কালাচাদ বস্ব ও শ্ৰীযুত রামকমল সেন ও শ্ৰীযুত মথুরানাথ মল্লিক ও শ্ৰীযুত গোপাললাল ঠাকুর ও শ্ৰীযুত হরলাল মিত্র ও শ্ৰীযুত হরচন্দ্র লাহিড়ি সৰ্ব্বস্থদ্ধ ষোল জন মহাশয় । পরে শ্ৰীযুত বাৰু দ্বারকানাথ ঠাকুর এই পরামর্শ দিলেন যে কলিকাতা নগর দশ পল্লীতে বিভক্ত হয় এতদেশীয় ষোল জন কমিটি মহাশয়েরদের আর চারি জন । বৰ্দ্ধিত হইয়া প্রত্যেক পল্লীর তত্ত্বাবধারণার্থ দুই ২ জন করিয়া নিযুক্ত হন । এবং ঐ প্রস্তাব সফলহওনার্থ এইক্ষণে তাহার সকল নিয়ম হইতেছে । অপর ইণ্ডিয়া গেজেটের দ্বারা অবগমে অত্যন্ত হলাদিত হইলাম যে বহুকালাবধি দিস্থিত্ত চারিটাবল সোসৈটির দ্বারা নূ্যনাধিক এতদ্ধেশীয় দুই শত দরিদ্র লোক জীবিকা পাইতেছে। ঐ সমাজে এতদ্দেশীয় অনেক ধনবান মহাশয়েরা চাদার দ্বারা ধন বিতরণ করিয়াছেন এবং আরো অনেক শিষ্টবিশিষ্ট মহাশয়েরা ঐ সমাজের পৌষ্টিকতা করিতে স্বীকৃত হইয়াছেন ।