পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जयtझ NOO6් হইয়াছে তন্মধ্যে কলেতে ১১ লক্ষ এবং গৃহাদি নিৰ্ম্মণবিষয়ে ১৩ লক্ষ। সম্পূর্ণরূপে কল চলিলে প্রতিমাসে ১৮,• • • টাকা খরচ হয় ।—গত জাস্থআরি মাসের আসিয়াটিক সোসাইটির ] জনলহইতে গৃহীত । ( ২৯ আগষ্ট ১৮৩৫ । ১৪ ভাদ্র ১২৪২ ) নূতন মুদ্র। —মূতন মুদ্রাবিষয়ক আইন আগামি মঙ্গলবার ১ সেপ্তেম্বর তারিখঅবধি জারী হইবে। ঐ তারিখের পর ১৮৩৫ সালের ১৭ আকট অর্থাৎ আইনে নির্দিষ্ট মুদ্র ব্যতিরেকে অন্য কোন প্রকার মুদ্রা কোম্পানি বাহাদুরের অধিকৃত দেশের মধ্যে প্রস্তুত হইবে না। অতএব এইক্ষণে ভারতবর্ষের তাবৎ স্থানের মধ্যে কেবল একই প্রকার মুদ্রা চলন হইবে । এবং যাহাতে প্রজা লোকের স্মরণ হইতে পারে যে এতদ্দেশে পূৰ্ব্বে জবনের রাজা ছিলেন এমত কোন প্রকার চিহ্ন ঐ মুদ্রাতে থাকিবে না । ( ২৯ জুলাই ১৮৩৭ । ১৫ শ্রাবণ ১২৪৪ ) পয়সা ।—বাজারে ১ টাকার পয়সাতে এইক্ষণে ৬ পয়সাপৰ্য্যস্ত যাইতেছে । পোদারের টাকাতে ঘসা পয়সা ১৬ গগু করিয়া দিতে চাহে কিন্তু সেই পয়সা কোন কৰ্ম্মের নহে । কল্য অামারদের এক জন বেহারাকে ॥০ আনার পয়সা দিতে হইয়াছিল তাহাতে ঐ প্রকার ঘসা পয়সা দেওয়াতে সে কহিল যে ঘসা পয়স। কেহই লইবে না এই ৮ গণ্ডী পয়সা এবং ৮ গণ্ডা লুড়ি তুল্য মূল্যই । কিন্তু যখন তাহার সঙ্গে অনেক বচস করা গেল তখন কহিল যে বরং নৃতন পয়সার অৰ্দ্ধেক আমাকে দেউন । গবর্ণমেণ্টের নিযুক্ত পোদারেরা নিতান্ত অকৰ্ম্মণ্য বাজারের পোদারেরা যে প্রকার পয়সা দিতে চাহে তাহারাও তদ্রুপ পয়সাও সেই দরে দিতে চাহে অতএব ঐ বেটারদের নিমিত্ত গবৰ্ণমেণ্ট মাসে যে ৩০ ০ টাকা ঘরভাড়া দিতেছেন সে কেবল ভস্মে ঘি ঢাল। হইতেছে । ( ২ এপ্রিল ১৮৩১ । ২১ চৈত্র ১২৩৭ ) দায়াননামক বাস্পের জাহাজ ।—গত সপ্তাহের অবসানে দায়ানানমিক বাম্পের জাহাজ পূৰ্ব্বদেশ হইতে এই নদীতে পছছে । ভারতবর্ষের মধ্যে ঐ ক্ষুদ্র বাস্পের জাহাজ প্রথম আগত হয়। বর্শার যুদ্ধারম্ভের কিঞ্চিৎ পূৰ্ব্বে ঐ জাহাজ নিৰ্ম্মিত হইয়াছে। পরে গবর্ণমেণ্ট কতৃক ক্রীত হইয়া ঐরাবতী নদী দিয়া গমনাগমন করে এবং ঐ জাহাজের দ্বারা বৰ্ম্মার যুদ্ধে মহোপকার হয় অতএব ভারতবর্ষের মধ্যে প্রথম ঐ বাস্পের জাহাজ দৃষ্ট হয় কেবল ইহা নহে কিন্তু ভারতবর্ষে ঐ বাম্পের জাহাজ প্রথম যুদ্ধ ব্যাপারে নিযুক্ত হয় ইহা বলিয়া লোকসকল তাহার উল্লেখেতে উল্লসিত হয় ।