পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ర్సిుడి মংবাদপত্রে মোকাভেনক্ল কথা এই ভয়ানক সময়ে মহারাজাধিরাজচক্রবৰ্ত্তি ইংলণ্ডাধিপতির এপ্রদেশ অধিকার হুইবায় কেমন হইল যেমন তৃণকাষ্ঠ নিৰ্ম্মিত গৃহদাহ হইতেছে এমত সময়ে ঐ গৃহোপরি মুষলধারে বারি বর্ষণ হইলে ঐ গৃহস্থিত ব্যক্তিদিগের যে প্রকার আনন্দ হয় তাহ বিবেচনা করিবেন। অর্থাৎ পূৰ্ব্বোক্ত দুঃখ সকল দূর হইল প্রজার ধন হইলে প্রকাশ করিবার শঙ্কা নাই নানাবিধ বাণিজ্য ব্যবসায়ে কালযাপন হয় । রাজ কে কখন কেহ দেখে নাই লোকেরদিগের এমনি সংস্কার হইয়াছিল রাজার নাম শ্ৰীশ্ৰীযুত কোম্পানি বাহাদুর পল্লীগ্রামে অদ্যাপি অনেক লোকের এমত বোধ আছে এজন্য সদ্বিচারাদিতে মুখপ্রাপ্ত হইলেই কহে কোম্পানির জয় হউক এবং ধাৰ্ম্মিক নীতিজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিত সকলের উচিত কৰ্ম্ম প্রতিদিন রাজাকে আশীৰ্ব্বাদ করিয়া থাকেন তাহারা অদ্যাপিও কহিয়া থাকেন কোম্পানি দীর্ঘায়ু হউন আমারদিগের দেশে কোম্পানি বাহাদুর চিরদিন রাজত্ব করুন— যদ্যপিও কোম্পানি ইজারাদার বটেন কিন্তু রাজার ন্যায় প্রজাদিগের পালনের নিমিষ্ট যত্ন করিয়াছেন কাহারও ধৰ্ম্ম হানি না হয় স্বস্বধৰ্ম্ম যাজনপূর্বক বিষয় কৰ্ম্ম বা রাজাদি দত্ত বিত্তভূমি ভোগ করত কালযাপনের কোন বাধা জন্মান নাই এবং বিদ্যাচর্চা যাহাতে হয় তাহার বিশেষ চেষ্টা করিয়াছেন ইহাতে সকলেই সুখী অপর বর্তমান গবরনর জেনরল শ্ৰীশ্ৰীযুত লার্ড উইলিয়ম বেণ্টিঙ্ক সাহেবের এপ্রদেশে শুভাগমন হইলে জনরব হইল যে এ বড় সাহেব এতদ্দেশীয়দিগের পক্ষে পরম দয়ালু যাহাতে ইহারদিগের ধন মানের বৃদ্ধি হয় তাহা করিবেন তাহার প্রমাণে কতক২ দেখা [ শুন ] গিয়াছিল । প্রথমতঃ প্রকাশ হয় যাহার ইচ্ছা বড়সাহেবের সহিত সাক্ষাৎ করিতে পারিবেন ইহা সৰ্ব্বসাধারণের পক্ষে অতি কঠিন ছিল অর্থাৎ অত্যন্ন লোকের সহিত বড়সাহেবের দেখা হইত এবং ইংরাজের অধিকারাবধি নিষেধ ছিল এতদ্দেশীয় হিন্দু কিম্বা মোছলমান পালকী ইত্যাদি যানারূঢ় হইয়া গড়ের মধ্যে গমন করিতে পারিতেন না শ্ৰীশ্ৰীযুতের অনুজ্ঞামতে এক্ষণে অনায়াসে যানবাহনারোহণপূর্বক সকলেই গমনাগমন করিতেছেন । অপর শুনা গিয়াছে যে এতদেশীয়দিগকে জজের কৰ্ম্মে ভারাপণ করিবেন বিশেষ বেতনও দিবেন ইত্যাদিরূপ কত প্রকার দয়ার কথা উখিত হইয়াছে— & অভাগা হিন্দুদিগের ভাগ্যহেতুক ঐ পরম দয়ালু কোম্পানি বাহাদুর একেবারে নির্দয় হইয়া নিষ্কর ভূমির উপর করস্থাপনের আইন করিলেন ইহাতে লোকেরদিগের কি পৰ্য্যন্ত ধনহানি হইবেক তাহ বিবেচনা কে না করিতে পরিবেন ধনের ব্যাঘাত পরেই ধৰ্ম্মহানির সূত্রপাত করিলেন অর্থাৎ সতীধৰ্ম্ম একেবারে লোপ করিবার আজ্ঞা প্রদান করিয়াছেন—. ( ৭ ডিসেম্বর ১৮৩৯ ৷৷ ২৩ অগ্রহায়ণ ১২৪৬ ) লাখেরাজ ভূমি —আমরা পরমাহনাদ পূর্বক পাঠক মহাশয়েরদিগকে জ্ঞাপন করিতেছি যে গবর্ণমেণ্ট নিশ্চয় করিয়াছেন যে উত্তর কালে কোন নিষ্কর ভূমি বাজেয়াপ্ত হইলে তাহার