পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अञश्लेख - * * "ర్సి(t গেল । পুরীর মন্দিরের কতৃত্ব ভার খোর্দার রাজার প্রতি অর্পণ হইল এবং তাহার প্রতি এই আইনের দ্বারা যাত্রিরদের স্থান হইতে বলপূৰ্ব্বক কিছুমাত্ৰ লইতে নিষেধ হইল যাত্রিরা স্বেচ্ছাপূর্বক স্বাহ দিবেন তদ্ব্যতিরেকে আর কিছু গ্রহণ করিতে পারিবেন না । এই যে নিয়ম এইক্ষণে গবর্ণমেণ্ট স্থির করিয়াছেন তাহাতে বোধ করি তাবদেশীয় লোকের পরম সন্তোষ জন্মিবে । سمتیہ ( ২৫ মে ১৮৩৯ । ১২ জ্যৈষ্ঠ ১২৪৬ ) বন্দুয়ানেরদের আহার –কিয়ৎকাল হইল নানা কারাগারের শাসন বিষয়ে বিবেচনা করণার্থ ও তাহার স্বনিয়মের পরামর্শ দেওনার্থ কলিকাতায় গবর্ণমেণ্টকর্তৃক এক কমিটি স্থাপন হইল। তাহাতে কমিটির সাহেবের নানা সাক্ষ্য শুনিয়া এক রিপোর্ট প্রস্তুত করিলেন ঐ রিপোর্টে যে সকল পরামর্শ দেওয়া গিয়াছিল তাহা বঙ্গদেশের শ্ৰীযুক্ত গবরনর তাবৎ গ্রহণ করেন নাই কিন্তু শুনা গেল যে গবর্ণমেণ্ট উত্তরকালে প্রত্যেক কারাগারে প্রত্যেক বন্দুয়ানকে একসের তণ্ডুল এক র্কাচ তামাকু ও দেড় সের কাষ্ঠ দিতে নিশ্চয় করিয়াছেন এবং তাহারদিগকে এক পয়সা বা কোন প্রকারে জেহেলথানার মধ্যে কপর্দক মাত্র যাইতে দিবেন না । তাবং বঙ্গদেশ ব্যাপিয়া এই হুকুম অতিশীঘ্র জারি হইবে । ( ২০ মে ১৮৩৭ ৮ জ্যৈষ্ঠ ১২৪৪ ) এতদ্দেশের তত্ত্ব । শ্ৰীযুত দায়েরসায়েরী কমিস্তনর সাহেব বরাবরেষু।--ভারতবর্ষের শ্ৰীলশ্ৰীযুত গবর্নর জেনরল বাহাদুর হজুর কৌন্সেলে এই রাজধানীর অন্তঃপাতি প্রদেশের মধ্যে দেশীয় তত্ত্বনির্ণায়ক রিপোর্ট প্রস্তুতকরণার্থ উদ্যোগ করিয়াছেন। অতএব বঙ্গদেশের শ্ৰীলশ্ৰীযুত গবর্নর সাহেবের আজ্ঞাক্ৰমে আপনাকে নিবেদন করিতেছি যে সরকারী অন্যান্ত কৰ্ম্মকারকেরদের ন্যায় আপনি এই কাৰ্য্য নিৰ্ব্বাহার্থ যথাসাধ্য উদ্যোগ করিবেন। ২ । এতদ্রুপে দেশীয় তত্ত্ব নির্ণয়ের ভার চিকিৎসক সাহেবেরদের প্রতি অর্পণ হইল অতএব আপনার অধীন তাবৎ কৰ্ম্মকারকের ঐ সাহেবেরদের প্রতি সাধ্যমত সাহায্য করিবেন। ৩ । রেবিনিউ ও মাজিস্ত্রেটা সম্পৰ্কীয় সাহেবেরদের বহুতর কার্য্য থাকিতে যে র্তাহারা উক্ত অভিপ্রেত সিন্ধ্যর্থ কিঞ্চিৎ২ সময় দিতে পারিবেন শ্ৰীলশ্ৰীযুত এমত অপেক্ষা করেন না কিন্তু শ্ৰীযুক্তের এই মাত্র ইচ্ছা যে ষে সাহেবেরা দেশীয় তত্ত্ব লওনে নিযুক্ত হন তাহারদিগকে র্তাহারা সৰ্ব্বপ্রকার কাগজপত্র দেখিতে দেন এবং এতদেশীয় আমলারদের কতৃক সাহায্য প্রাপণার্থ তাহারদের প্রতি পরওয়ানা দেন এবং জমিদার ও এতদেশীয় অন্যান্ত ধনি ব্যক্তিরদের প্রতি সোপারিশ লেখেন যে তাহারা ঐ তত্ত্ব জিজ্ঞাসা বিষয়ে লীজ সুফল হয় এতদৰ্থ তাহারদিগকে স্বপরামর্শ দেন। শ্ৰীলশ্ৰীযুত গবর্নর সাহেব বিলক্ষণ অবগত আছেন যে বঙ্গাদি প্রদেশে এতন্দ্রপ দেশীয় তত্ত্ববিষয়ক সম্বাদ পাওয়া অতিদুষ্কর কিন্তু তিনি এমত বিবেচনা করেন যে অতিবিজ্ঞ জমিদার ও গবর্ণমেণ্টের প্রাচীন২ আমলারদের স্থানে এমত সম্বাদ প্রাপ্তিসম্ভাবনা