পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नमांज 8令逊出 প্রতিপত্তি এবং দাতৃত্বাদি যাহা অদ্যাবধি সংসারে ঘোষণা আছে । তাহার নানা স্থানে ৮ দেব দেবী স্থাপনাপ্রভৃতি বিবিধ কীৰ্ত্তি আছে তাহার সেবার সংস্থান তত্তংস্থানেই নিরূপণ আছে। এইক্ষণঅবধি সে সকল সেবার হানি হয় নাই কিন্তু তাহার স্বীয় ভবনে অর্থাৎ খিদিরপুরের বাটীতে ৮ লক্ষ্মীনারায়ণ জিউ ঠাকুর আছেন তাহার সেবার বাহুল্যতা এবং দেবোত্তর ভূম্যাদি উপযুক্তমত রাখিয়া দেওয়ানজির পরলোক হয় তদবধি তদ্রুপ সেবা চলিতেছিল। পরে র্তাহার পত্নী y রাজেশ্বরী দেবী ও র্তাহার পুত্রের জামাত ৮ তারাকিঙ্কর চট্টোপাধ্যায় মহাশয়ের লোকান্তর হওনাবধি ৮ দেওয়ানজি মহাশয়ের সমুদায় বিষয়ের কর্তৃত্ব প্রযুক্ত গোবিন্দচন্দ্র ও শ্রীযুক্ত গিরীশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং শ্ৰীযুক্ত নবচন্দ্র চট্টোপাধ্যায়ের হওয়াতে ৮ লক্ষ্মীনারায়ণ জিউর সেবা অতিসামান্তরূপ রাখিয়া দেবোত্তর বিষয়ের সমুদায় উপস্বত্ব আপনারা গ্রহণপূর্বক আত্ম পরিবারের সেবায় রত হইয়া চিরকালের অতিথি সেবা এবং দীনতুঃখি ও অনাহূত ব্রাহ্মণপ্রভৃতি র্যাহারা ঐ ঠাকুরের প্রসাদের প্রত্যাশি তাহারদিগের প্রত্যাশা এক কালীন রহিত করিয়াছেন । যদ্যপিও এতদ্বিষয়ে আমারদিগের বক্তব্যের প্রয়োজন রাখে না তথাচ ঐ প্রত্যাশাপন্ন ব্যক্তিদিগের ক্লেশ সহিষ্ণুতা না করিতে পারাতে স্থতরাং এবিষয় প্রকাশ করিতে হইয়াছে। অতএব সম্পাদক মহাশয় অনুগ্রহপুরঃসর এতদ্বিষয়ে আপনকার সদ্বক্তৃতা যাহ থাকে তৎসম্বলিত প্রকাশ করিলে বোধ করি চব্বিশ পরগনার শ্ৰীযুক্ত কালেকটর সাহেবের কর্ণগোচর অবশ্ব হইতে পারিবেক এবং তাহার মনোযোগে এ বিষয়ের বিশেষ তত্ত্বাবধারণদ্বারা শ্ৰীশ্ৰী৮ জিউর সেবার পারিপাট্য হইয়া উপরিউক্ত ক্ষুধিত ব্যক্তিসকল অবাধে উদর পোষণ করিয়া শ্ৰীযুক্ত কালেকটর সাহেবকে নিরস্তর আশীৰ্ব্বাদ করিতে নিযুক্ত থাকে। এই সম্বাদ যদ্যপি অন্যান্য সম্পাদক মহাশয়র অনুগ্রহপূর্বক স্বীয় প্রকাশু পুত্রে অঙ্কিত করিয়া প্রকাশ করেন তবে অবশ্য এ অত্যাচার রহিত হইয়া পূর্বের ন্যায় সেবা চলিতে পারিবেক । কেষাঞ্চিৎ খিদিরপুরমিবাসি জনানা । ( ২০ এপ্রিল ১৮৩৯ । ৮ বৈশাখ ১২৪৬ ) শ্ৰীযুত দর্পণ প্রকাশক মহাশয় সমীপেষু —জিলে ভূলুয়া পরগনে অম্বরবাদ সাকিম রসিদপুর বঙ্গদেশ নিবাসিন ভৈরবচন্দ্র দেৰ শৰ্ম্মণে বিনয় পূর্বক নিবেদন মেতং পরগনে সন্দিপের জমিদার দেওয়ান গোকুলচন্দ্র ঘোষালের পরগণা মজকুরে ন্যায়বতি কৰ্ম্মে আমার জ্যেষ্ঠ সহোদর শম্ভুচন্দ্র চক্রবর্তী প্ৰবৰ্ত্ত হইয়াছিলেন পরে সন ১২৩৩ সন বাঙ্গলায় ঐ জমিদারির মধ্যে যোঁজে চরনিলক্ষ্মীতে চট্টগ্রাম বাসি শ্ৰীমতি হাড়ি বিবির লোকের সঙ্গে জমিদারের মপশ্বলি লোকের সঙ্গে এক দাঙ্গ হইয়া একজন লোক মৃত হইয়াছিলো তাহাতে सिक्ख्नों মজুকুরের জজ সাহেব আমার পিতা শ্রীরামমোহন চক্রবর্তী মহাশয়কে দওরা তজবিজে অন্য দাঙ্গাকারক লোকের সঙ্গে সফর্দ করিয়াছিলো...। . . . ' 6:8