পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংবাদ পত্রে চেনকালের কথা والثاني 8 মহারাণী বসন্তকুমারীর গর্তে সস্তান জন্মিলে ইনি কতক মুদ্রা এবং জমীদারীর মধ্যে কেবল এক লাট প্রাপ্ত হইবেন নচেৎ ইহঁরই সমুদয় হইবেক । আমরা সামান্ততঃ শুনিয়াছি যে মহারাজের অত্যন্ত ব্যামোহহওয়াপৰ্য্যন্ত কোন উইল করেন নাই অথচ তাহা কৰ্ত্তব্য ছিল এইনিমিত্ত তথাকার শ্ৰীযুত জজসাহেব ইহার বৃত্তাস্ত কৌন্সেলে জ্ঞাত করাইয়াছিলেন সেখানকার মেম্বরেরদের অনুমতি হইবাতে উইলদ্বারা শ্ৰীশ্ৰীমতী মহারাণী কমলকুমারী তাহার ওসী অর্থাৎ নিয়ামক এবং তাহার ভ্রাতা শ্ৰীযুত দেওয়ান প্রাণচন্দ্র বাবু সরবরাহকার অর্থাৎ প্রধান কৰ্ম্মকৰ্ত্তারূপে নিযুক্ত হইয়াছেন। ; অপর২ রাজকৰ্ম্ম নিৰ্ব্বাহবিষয়ে আমরা অন্য কোন সম্বাদ এপর্য্যন্ত পাই নাই । মহারাজ দীর্ঘকালপৰ্য্যস্ত রাজত্ব করিয়াছেন ইহার তুল্য ধনশালিজন এ রাজ্যে দৃশু হয় নাই মহারাজের অন্য২ গুণ সকলেরই নিকট ব্যক্ত আছে সুতরাং তাহার পুনরুক্তির প্রয়োজন নাই কিন্তু আমরা অম্লানমুখে কহিতেছি যে স্ত্রীদাহের রীতি পুনরায় স্থাপন হয় এতদৃক প্রার্থনাপত্রে সাক্ষর ও আমুকুল্যতা করিতে কলিকাতার অনেকে তাহাকে অনুরোধ করিয়াছিলেন কিন্তু মহারাজ তাহ অকৰ্ত্তব্য জানিয়া অত্যন্ত হেয় করিয়াছিলেন —কৌমুদী । ( ১৮ ফেব্রুয়ারি ১৮৩৭ । ৮ ফাল্গুন ১২৪৩ ) শ্ৰীযুত মহারাজাধিরাজ প্রতাপচন্দ্র বাহাদুর —শ্ৰীযুত জ্ঞানান্বেষণ সম্পাদক মহাশয়েষ্ণু —শ্ৰীযুত মহারাজের হুগলির কারামুক্তি অবধি কলিকাতাতে আগমনপৰ্য্যস্ত বাৰ্ত্তা আমি গত সপ্তাহে প্রকাশ করিয়াছি অতএব তাহার পরের সস্বাদ এইক্ষণে পাঠকবর্গের গোচর করি প্রতিবৎসর বারুণীর সময়ে অগ্রদ্বীপের গোপীনাথকে দর্শনার্থ লোকেরদের শ্বেরূপ মেলা হইয়া থাকে এতদেশীয় লোকেরা তাহ বিশিষ্টরূপ জানেন অতএব দৃষ্টান্ত স্বরূপ কহিতেছি শ্ৰীযুত মহারাজ প্রতাপচন্দ্র বাহাদুরকে দর্শনার্থ কলিকাতাবাসি ধনাঢ্য শ্ৰীযুত বাবু রাধাকৃষ্ণ বসাক মহাশয়ের বাটীতেও প্রতি দিবস সেইরূপ মেলা আরম্ভ হইয়াছে।-- শোভাবাজারনিবাসি অতিবিখ্যাত চতুভূজ ন্যায়রত্ন ভট্টাচার্য্যের পুত্ৰ শ্ৰীযুত কান্তিচন্দ্র ভট্টাচাৰ্য্য প্রথম সন্দর্শনেতেই শ্ৰীযুত রাজা বাহাদুরকে চিনিতে পারিয়া বিস্তর খেদ প্রকাশ করিলেন এবং শ্ৰীযুত গঙ্গানারায়ণ লস্কর যিনি পাচালি গানদ্বারা এতদ্দেশীয় লোকেরদের মধ্যে বিখ্যাত ঐ ব্যক্তি আসিবামাত্রই শ্ৰীযুত মহারাজ কহিলেন কহ লস্কর তুমি যে পূৰ্ব্বাপেক্ষ অধিক স্থূলকায় হইয়াছ তাহাতে লস্কর বাবু মহাপুরুষকে শ্ৰীযুত মহারাজ প্রতাপচন্দ্র বাহাদুর জানিয়া পূৰ্ব্বরত্যহুসারে উত্তর করিলেন।.জ্ঞানান্বেষণ। . ', ( ৪ মার্চ ১৮৩৭ । ২২ ফাল্গুন ১২৪৩ ) খ্ৰীযুত মহারাজাধিরাজ প্রতাপচন্দ্র বাহাদুর —শ্ৰীযুত জ্ঞানান্বেষণ সম্পাদক মহাশয়েৰু —এইক্ষণে- কলিকাতার মধ্যে মহারাজ প্রতাপচন্দ্রের প্রসঙ্গই সৰ্ব্বত্র শুনা