পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমগঞ্জ 8&సి সহায়হীন মনুষ্যকে অতি উচ্চ পদে নিযুক্ত করিয়াছেন এবং তাহার কাপট্য রহিত দানশীলতা দ্বারা পতিত অনেক২ বিদ্যালয় উদ্ধার করিয়াছেন এই সকল হিতজনক কাৰ্য্য দ্বারা বোধ হইতেছে যে অতি ধনাঢ্যের উপযুক্ত যে কৰ্ম্ম তাহা করিয়াছেন আমরা শ্লাঘ্যপূর্বক কহিতেছি যে বাবুর অকাট্য দানশীলতা দ্বারা ৫ বর্ষ বয়স্ক অবধি সকলেই প্রশংসা করিতেছেন এইক্ষণে হিন্দুগণ মধ্যে ধৰ্ম্মনিষ্ঠ পরহিতৈষী মনুষ্য তদ্ভিন্ন আর দৃষ্ট হয় নাই । আমরা এক চিত্তে পুনৰ্ব্বার প্রার্থনা করি যে ত্বরায় বাবু স্থস্থ হউন তিনি মফসলে প্রবিষ্ট অনেক বন্ধু পাইবেন এবং বাবুর সচ্চরিত্র ও সদ্ব্যবহার দৃষ্টে মফঃস্বলস্থ তাবৎ বিষয় তাহাকে দেখাইবেন আর কৃতজ্ঞ বন্ধু ও অন্যান্য বন্ধুগণ তাহার আগমনাপেক্ষ রহিলেন কিন্তু আগমন হইলে তাহারা পরমাহলাদ করিবেন।--জ্ঞানান্বেষণ । ( ১৭ মার্চ ১৮৩৮ । ৫ চৈত্র ১২৪৪ ) বাবু দ্বারকানাথ ঠাকুর —শুনা যাইতেছে যে শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুর মাতার yপ্রাপ্তি সম্বাদ শ্রবণ করিয়া বাষ্পীয় জাহাজারোহণে শীঘ্র প্রত্যাগমন করিতেছেন এইক্ষণে প্রতিদিন কলিকাতায় ঐ জাহাজের উপস্থান প্রতীক্ষা হইতেছে । ( ২৭ অক্টোবর ১৮৩৮ । ১২ কাৰ্ত্তিক ১২৪৫ ) গ্লানি বিষয়ক মোকদ্দম। —শ্ৰীযুত কাপ্তান মেকনাটন সাহেব গ্লানি বিষয়ে স্থপ্রিম কোর্টে যে চারি মোকদম উপস্থিত করেন তাহার প্রত্যেক মোকদ্দম গত বুধবারে নিষ্পত্তি হইল ।. দ্বিতীয় মোকদ্দমা বাৰু দ্বারকানাথ ঠাকুরের বিরুদ্ধে। বোধ হয় যে থাকারি সাহেব হরকরা সম্বাদ পত্রে মেকনাটন সাহেবের নামে কিঞ্চিং গ্লানি প্রকাশ করেন কারণ এই যে মেকনাটন সাহেব থাকারি সাহেবের নামে পূৰ্ব্বে কোন অপবাদ করিয়াছিলেন । উক্ত বাবুর হরকরা সম্বাদ পত্রের কিঞ্চিৎ অংশিত আছে তৎপ্রযুক্ত মেকনাটন সাহেব ঐ প্লানি বিষয়ে তাহার নামে নালিস করেন । তং পরে ফরিয়াদি এই প্রস্তাব করিলেন যে দ্বারকানাথ ঠাকুর যদি এই গ্লানি প্রকাশ করণ জন্য ত্রুটি স্বীকার করেন তবে আমি মোকদ্দমাকরণে ক্ষান্ত হই ইহাতে ঠাকুর বাবু উত্তর করিলেন যে আমি ঐ পত্র লিখি নাই তাহ ছাপাইবার পূর্বে দেখি নাই এবং ছাপা হইলে পরও পাঠ করি নাই আমি ক্রটি স্বীকার করিতে পারি না কিন্তু এমত কহিতে পারি হরকরা সম্বাদ পত্রে কোন বিষয় প্রকাশ দ্বারা যদি কাহার পক্ষে অনিষ্ট হইয়া থাকে তাহাতে আমি খেদিত হই পরে বাবু এই মোকদ্দমা সময়ে কিছু উত্তর দিলেন না অনস্তর শ্ৰীযুত জজ সাহেব নিশ্চয় করিলেন যে হরকরা সম্বাদ পত্রে যে বিষয় প্রকাশ হইয়াছিল তাহা গ্লানি আমারদের বোধ হয় না অতএব এই বিষয়ে ১ টাকা গুনাহগারি স্থির করিলেন । • • • - ¢ ግ