পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ 8&S দীর্ঘকাল প্রয়োজন করে কিন্তু মহারাজ বাহাদুরের বিশেষ মনোযোগ থাকিলে আমরা অনুমান করি ত্বরায় সুসম্পন্নহওন বিচিত্র নহে –চন্দ্রিকা । ( ১৩ জুন ১৮৩৫ ৷ ৩১ জ্যৈষ্ঠ ১২৪২ ) রাজা রাজনারায়ণ রায় —শুনিয়া অত্যন্তাপ্যায়িত হইলাম যে আমারদের গবর্নর জেনরল বাহাদুর শ্ৰীযুত সর চার্লস মেটকাপ সাহেব আব্দুলনিবাসি রাজা রাজনারায়ণ রায়কে রাজা বাহাদুর উপাধি প্রদান করিয়াছেন । ( ১৬ জুলাই ১৮৩৬ । ২ শ্রাবণ ১২৪৩ ) শুভজন্ম —আমরা পরমাপ্যায়িত হইয়া প্রকাশ করিতেছি যে গত ১০ জন শুক্রবার আন্দুলের ভূপত্যালয়ে শ্ৰীলশ্ৰীযুক্ত মহারাজ রাজনারায়ণ বাহাদুরের এক নবকুমার শুভজন্ম গ্রহণ করিয়াছেন । প্রথমতঃ এই শুভবাৰ্ত্তা বহুসংখ্যক তোপধ্বনিদ্বারা উক্ত রাজধানীতে স্থপ্রকাশ করা গেল। পরে এই আনন্দজনক সম্বাদ শ্রবণে রাজবাটীস্থ এবং ভিন্ন২ গ্রামস্থ সৰ্ব্বসাধারণ লোকে আনন্দার্ণবে নিমগ্ন হইলেন । কথিত আছে যে তদবধি নিরন্তর রাজকোষহইতে বদান্তত প্রকাশ দ্বারা দীন দরিদ্রগণকে সন্তোষিত করিতেছেন এবং ইদানীং ঐ কুমারের শুভজন্মোপলক্ষে উক্ত শ্ৰীমন্মহারাজ স্বীয় দলস্থ ও মহানগর কলিকাতাপ্রভৃতি স্থানের ভিন্ন২ দলস্থ ভূরি২ লোকদিগকে সামাজিক দ্রব্য প্রদানার্থ পিত্তল নিৰ্ম্মিত কলস ও স্থাল ও অন্যান্য দ্রব্য সামগ্রী আনয়ন করত বৃহদানারম্ভ করিয়াছেন তদান মহোৎসবে প্রতিগ্রাহকগণ অত্যন্তাপ্যায়িত হইতেছেন । - ( ১৪ ফেব্রুয়ারি ১৮৩৫ । ৪ ফাল্গুন ১২৪১ ) শ্ৰীশ্ৰীকাশী প্রাপ্তি। —আমরা কাশীর পত্রে অবগত হইলাম জিলা যশোহর নড়াল গ্রাম নিবাসী পরে কাশীবাসী বাবু কালীশঙ্কর রায় জমাদার মহাশয় গত ১৮ মাঘ শুক্রবার উত্তরায়ণে শুক্লপক্ষে দিবা আড়াই প্রহরের সময়ে মণিকর্ণিকার ঘাটে জলেস্থলে দেহ স্থাপন পুরঃসর অপূৰ্ব্ব জ্ঞানপূর্বক ইষ্ট দেবতা নামোচ্চারণ করত শ্ৰীশ্ৰীকাশী প্রাপ্ত হইয়াছেন। যদ্যপিও মৃত্যু সংবাদ সৰ্ব্বদাই অশুভ বটে তথাপি লোকের পুণ্য চিহ্ন প্রকাশ পাইলে শুভ সম্বাদ জ্ঞানে পাঠকবর্গ স্বর্থী হইতে পারেন তৎপ্রমাণ মরণং যত্র মঙ্গলং। আমরা শুনিয়াছি ঐ রায় মহাশয়ের ৮৮ বৎসর বয়ঃক্রম হইয়াছিল প্রথমকাল অর্থাৎ বিদ্যোপার্জনের পর ৭৩ বৎসর বয়ঃক্রম পৰ্য্যস্ত রাজকীয় ব্যাপারে পুরুষতা প্রকাশকরত বহুধনোপার্জন করিয়াছিলেন তৎচিহ্ন তালুক মুলুক জমীদারীতেই প্রকাশ পাইতেছে এবং ঐ কাল পর্য্যস্ত যে সকল সংকৰ্ম্ম করিয়াছেন তাহাতে যে ধন ব্যয় করেন তাহা এতদ্দেশ বিখ্যাত দৈব পিতৃ কৰ্ম্ম এবং বিষয় কৰ্ম্মে অবসন্ন হইয়া অর্থাৎ প্রাচীনাবস্থায় মরণাবধারণ করিয়া কাশীবাসী