পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जञtख 866. বিচারাধিপতির নিকট আবেদন করাতে ঐ বিচারাধিপতি মহাশয়েরা ঐ বিষয়ের সাক্ষির দ্বারা বিশেষ তথ্যানুসন্ধান করিয়া মুখোপাধ্যায় মহাশয়ের প্রবঞ্চনা ও শঠতা জানিয়া প্রায় চল্লিশ বৎসরের গত বিষয় রাজার যথার্থ জ্ঞান করিয়া তাহাকে অর্পণ করিয়াছেন ঐ জমীদারীতে প্রতি বৎসরে লাভ অর্থাৎ ওয়াসিলাখ মায় খরচ বন্ধক দিবার দিবস ইস্তক ডিক্রীর দিনপৰ্য্যন্ত প্রায় চল্লিশ বৎসরে অনুমান ষোল লক্ষ টাকা ও জমাদারীর মূল্য ৪ লক্ষ টাকার অধিক । ‘কস্যচিৎ মোক্তারস্য । ( ২০ অক্টোবর ১৮৩৮ । ৫ কাৰ্ত্তিক ১২৪৫ ) জেলা যশহরান্তঃপাতি চাচড়া বাসি / রাজা শ্ৰীকণ্ঠ রায় মহাশয় বৰ্ত্তমানে দুরবস্থা প্রযুক্ত স্বীয় সম্পত্তির মধ্যে মলই পরগণা নামক এক পরগণা, কলিকাতার দুর্গাচরণ মুখোপাধ্যায়ের নিকট বন্ধক রাখিয়া ৫২০০০ সহস্র মুদ্রা কর্জ লইয়াছিলেন পরে কিয়দিবসানস্তর ঐ বন্ধকি সম্পত্তি কলিকাতার সরিফের দ্বারা তঞ্চক করিয়া বিক্রয় করাইয়। ঐ মুখোপাধ্যায় আপন সস্তান শিবচন্দ্র মুখুয্যের নামে ক্রয় করিয়া কতক দিবস ভোগী হইয়া নদীয়া জেলা সংক্রান্ত সাতঘরিয়া নিবাসী রাধামোহন চৌধুরি ও প্রাণনাথ চৌধুরিকে আড়াই লক্ষ টাকা মূল্যে বিক্রয় করেন এক্ষণে ঐ চৌধুরী ঐ সম্পত্তিতে স্বত্বাধিকারী আছেন পরে ঐ বৈকুণ্ঠবাসী ৮রাজা শ্রীকণ্ঠের পৌত্র রাজা বরদাকণ্ঠ রায় মহাশয় ঐ সম্পত্তি প্রাপ্তি কারণ কলিকাতার সুপ্রিম কোর্টে নালিস করিলে কোর্টের সুবিচারাধিপতি শ্ৰীলশ্ৰীযুক্ত শের এডওয়ার্ড রায়েন শ্ৰীলশ্ৰীযুক্ত শের পিটর গ্রেন্ট সাহেবের সুবিচারে অসিদ্ধক্রয় ও ঐ মুখোপাধ্যায়দিগের সম্পূর্ণ তঞ্চকতা বোধে প্রায় ঐ সম্পত্তির চল্লিশ বৎসরের উপস্বত্ব ও আদালতের খরচ সৰ্ব্বস্থদ্ধ আটত্রিশ লক্ষ টাকা ও আড়াই লক্ষ টাকার সম্পত্তির ডিকিরি হইলে ঐ ৮মুখোপাধ্যায়ের উত্তরাধিকারি vশম্ভুচন্দ্র মুখো ও ভগবতীচরণ গঙ্গোপাধ্যায় ইত্যাদি রাজার পক্ষে ডিকিরিতে সম্মত না হইয়া বেলাতে আপিল করাতে স্থপ্রেমকোর্টে ধৰ্ম্মাবতার বিচারাধিপতিদিগের যথাধৰ্ম্ম নিষ্পত্তি পত্র ধৰ্ম্মসাপক্ষ হইয়া বজায় রাখিয়া বিপক্ষ মুখোপাধ্যায়দিগের আপীল ২৬ মে তারিখে বেলাতে প্রিবি কোনসলে অগ্রাহ হইয়াছে. কস্যচিৎ মোক্তারস্ত । ( ১৮ জুন ১৮৩৬ । ৬ আষাঢ় ১২৪৩ ) বাবু রাজচন্দ্র দাসের মৃত্যু —স্বীয় ধন ও বদান্ততাতে অতিখ্যাত্যাপন্ন বাবু রাজচন্দ্র দাস গত সপ্তাহে হঠাৎ কলিকাতায় লোকাস্তরগত হইয়াছেন। আমরা হরকরাপত্ৰহইতে তদ্বিষয়ক এক প্রস্তাব গ্রহণ করিলাম। তাহার অনুবাদ জ্ঞানান্বেষণপত্ৰহইতে নীত হইল চন্দ্রিকাতেও তাহার মৃত্যুবিষয়ক বার্তা অতিবাহুল্যরূপে প্রকাশিত হইয়াছে কিন্তু তাহা এতদ্রুপে লিখিত হইয়াছে যে তদ্বারা ৬ প্রাপ্তব্যক্তির পরিজনের মনঃপীড়া জন্মিতে পারে । উক্ত বাবু স্বীয় ধনের দ্বারা কলিকাতা মহানগরের শোভা ও ধৰ্ম্মার্থ যে২ কৰ্ম্ম করিয়াছেন তাহাতে কলিকাতাস্থ লোকেরদের মধ্যে র্তাহার নাম চিরস্মরণীয় থাকিবে ।