পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जधांछ - 8ፃጫ জাতির বিষয়ে র্যাহারা অতিবিজ্ঞ তাহারা এ বিষয়ের বিবেচনা করিবেন কিন্তু ষে যাত্রায় গমন করিয়াছেন তৎপ্রযুক্ত যে র্তাহার পৈতৃকাধিকার যাইবে না ইহা আমরা স্পষ্ট জানি । কোন গ্রামের প্রধান লোক কোন এক ব্যক্তির জাতি নষ্ট করিতে পারেন অথবা জাতির সমন্বয় করিতে পারেন কিন্তু ভারতবর্ষে আদালতের ডিক্ৰীবিনা কোন ব্যক্তি আপনার সম্পত্তির অনধিকারী হইতে পারে না এবং অনুমান হয় যে শ্ৰীযুত রামমোহন রায়কে বিলায়ত দর্শনের বিষয়ে যে পৈতৃকাধিকারে অনংশীকরণ স্বরূপ দণ্ড দিবেন এমত কোন জজসাহেব নাহি । ( ১৮ জুন ১৮৩১ । ৫ আষাঢ় ১২৩৮) শ্ৰীযুত বাবু রামমোহন রায় –কিয়ৎকাল হইল কেপহইতে এই সম্বাদ আগত হয় যে বাবু রামমোহন রায় নিরুদ্বেগে কেপে পহুছিয়া তথাহইতে ইঙ্গলগুদেশে যাত্রা করিয়াছেন যাত্রাকালে তিনি উত্তমরূপে শারীরিক স্থস্থ ছিলেন এবং অন্য২ জাহাজারোহিরদের দ্যায় তিনি কাপ্তানসাহেবের মেজের উপর ভোজন করেন না কিন্তু নিয়মমত আপনার কুঠরীতে বসিয়া এবং তিনি যে সকল ভক্ষণীয় দ্রব্য সমভিব্যাহারে লইয়া যান তাহা লইয় তাহার ভূত্যের অহরহর্ভক্ষণীয় প্রস্তুত করে । এইক্ষণে যে তিনি নির্বিবঘ্নে ইঙ্গলণ্ডের তটে উত্তীর্ণ হইয়া থাকিবেন এমত আমরা প্রত্যাশা করি এবং হোস অফ কমন্সের কমিটীর সাহেবেরদের সমক্ষে ভারতবর্ষীয় অবস্থার বিষয়ে স্বতরাং তিনি সাক্ষ্য দিবেন অপর ভারতবর্ষের হিতার্থে যে নানা যত্ন করিবেন তৎপ্রযুক্ত ভারতবর্ষের যে শুভফল জন্মিবে তাহাতে সন্দেহ নাই । অপর হরকরাপত্রের স্থধারাবিশিষ্ট এক জন হিন্দু ইতিস্বাক্ষরিত এক পত্রে প্রেরক লেখেন যে রামমোহন রায়ের বিরুদ্ধাচারিরা এতদ্দেশে এতদ্রুপ প্রবোধ জন্মাইতে চেষ্টাম্বিত আছে যে রামমোহন রায় ইঙ্গলওদেশে গমনকরাতে জাতিভ্রষ্ট হইয়াছেন । ( ২০ আগষ্ট ১৮৩১ । ৫ ভাদ্র ১২৩৮ ) শ্ৰীযুত বাবু রামমোহন রায় –১৮৩১ সালের ১২ আপ্রিলের লিবরপুলনগরের পত্রে লেখে যে শ্ৰীযুত বাবু রামমোহন রায় ৮ আপ্রিলে নির্বিঘ্নে ঐ নগরে পহুছেন এবং উপনীত হইয়া অবধি নগরস্থ প্রধান২ ব্যক্তিরদের সঙ্গে বাবুর আলাপকরণে প্রায় প্রত্যেক ঘণ্টাক্ষেপ হয় । পরে ১২ তারিখে নগরস্থ ইষ্টইণ্ডিয়া কমিটীর কএক জন সাহেব বাবু রামমোহন রায়ের আগমনজন্ত সন্তোষ জ্ঞাপনার্থ তাহার সঙ্গে সাক্ষাৎ করিয়া কহিলেন যে কোম্পানির বিরুদ্ধে আপনি আমারদিগের যে অনেক প্রকার সাহায্য করিবেন এমত আমারদের ভরসা। তাহাতে বাবু উত্তর করিলেন যে আমার যে২ অভিপ্রেত তাহা বিরোধের দ্বারা নিম্পত্তি না হইয়া সলাম্বারা ষে নিম্পত্তি হয় এমন্ত বাঞ্ছা । আদালতসম্পৰ্কীয় কোন২ মুনিয়ম করিতে এবং স্বীয় বাণিজ্য রহিত করিতে এবং দেশমধ্যে লবণাদির এক চেটিয়ারূপে ব্যবসায় ত্যাগ করিতে এবং ইউরোপীয়েরদিগকে স্বচ্ছন্দে ভারতবর্ষে আগমন ও বসবাসার্থ অনুমতি দিতে এবং