পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जञोंश्ञ (ted ( ১৩ অক্টোবর ১৮৩৮। ২৮ আশ্বিন ১২৪৫ ) কোন দর্শক দ্বারাপ্রাপ্ত —অসাধারণ নাচ । গত ৬ তারিখে বর্তমান মাসে শ্ৰীলশ্ৰীমান মহারাজ কালীকৃষ্ণ বাহাদুর স্বীয় শোভাবাজারস্থ রাজবাটীতে নৃত্যগীতাদির আমোদ করিয়াছিলেন । তচ্ছ বণাবলোকন কারণ শ্ৰীযুত রাজা আপন বিশেষ মৈত্রীভাবাপন্ন জনগণ অর্থাৎ ইংরাজ ও আরমানী ও হিন্দু এবং মুসলমান প্রধান বংশুদিগকে আহবান করেন ইহার শ্ৰীযুত মহারাজার নৃত্যাগারে প্রবেশ করিলে ভূপকর্তৃক আদৃত হইলেন এবং প্রত্যাগমন কালে রাজদ্বারা আতর গুলাপ তোর প্রাপ্ত্যনস্তর সকলে কুতুহলে স্বস্বালয়ে প্রত্যাগমন করিলেন । আমরা যাহার দিগকে জানিতে পারিলাম অথচ এই উপলক্ষে আগমন করেন র্তাহার দিগের নাম পশ্চাল্লিখিত হইল । ...কাপ্তান মার্সাল সাহেব.ও হের সাহেব.ও রিচার্ডসন সাহেব.শ্ৰীযুত বাবু কাশীপ্রসাদ ঘোষ ও লক্ষ্মীনারায়ণ দত্ত ও রাজা রাম রায় ও বাবু উমাচরণ বন্দ্যোপাধ্যায় ও বাবু বলরাম দাস এবং তদভ্রাতা ও বাবু অবিনাশচন্দ্র গাঙ্গলী ও বাবু রামধন সেন এবঞ্চ বাব রামচন্দ্র ঘোষাল প্রভৃতি । রামরত্ব মুখোপাধ্যায় ( ২৮ সেপ্টেম্বর ১৮৩৩ । ১৩ আশ্বিন ১২৪০ ) ইঙ্গলগুদেশে মুক্তিয়ার প্রেরণ —আমরা কেবল অল্প দিন শুনিয়াছি যে ১৮২৮ সালে কলিকাতার গবর্ণমেণ্ট লাখেরাজ ভূমিবিষয়ে যে আইন করিয়াছিলেন তাহাতে বঙ্গদেশীয় নিষ্কর ভূমির ভোগ দখলকারি ব্যক্তিরা আপনারদের স্বত্বহানি হয় বোধ করিয়া শ্ৰীযুত কোর্ট অফ ডৈরেক্তস সাহেবেরদের নিকটে ঐ আইনের আপীল করিতে ইঙ্গলগুদেশে বাবু রামরত্ব মুখোপাধ্যায়কে আপনারদের মোখতার স্বরূপ প্রেরণ করিয়াছেন। আশ্চর্যের বিষয় এই যে আমরা ইহার সম্বাদ প্রথমতঃ ইঙ্গলগুদেশে প্রকাশিত এক সম্বাদ পত্রের দ্বারা অবগত হইলাম । বিশেষতঃ গত ৬ আপ্রিল তারিখে লণ্ডননগরে প্রকাশিত টাইম্সনামক সম্বাদ পত্রের দ্বারা জ্ঞাত হওয়া গেল ষে ১৭৯৩ সালে অতি সাধু গবর্নর জেনরল বাহাদুর লার্ড কর্ণওয়ালিস ভারতবর্ষের নিষ্করভূমির ভোগবান ব্যক্তিরদের প্রতি এই অঙ্গীকার করিয়াছিলেন যে আদালতে তোমারদের নিষ্করভূমির সনন্দ অসিদ্ধ সপ্রমাণ না হইলে কদাচ বেদখল হইবা না কিন্তু এই প্রতিজ্ঞা স্পষ্টত হেয় করিয়া ১৮২৮ সালে কলিকাতার গবর্ণমেণ্ট রাজস্বের কৰ্ম্মকারক সাহেবেরদিগকে আদালতের ডিক্ৰী বিনা আপনারদেরই বিবেচনা মতে ঐ ভূমিভোগি ব্যক্তিরদিগকে বেদখল করিতে হুকুম দিলেন। তাহাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ইহা না হয় এমত কলিকাতার গবর্ণমেণ্টে আবেদন করিলেন কিন্তু তাহাতে কেবল এইমাত্র ফলোদয় হইল যে শ্ৰীযুত গবর্নর জেনরল বাহাদুর হজুর কৌন্সলে তাহারদিগকে এতাবন্মাত্র কহিলেন যে ১৮২৮ সালের আইন N98