পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মব্যবস্থা (২৩ অক্টোবর ১৮৩০ । ৮ কাৰ্ত্তিক ১২৩৭ ) স্ত্রী) খামাপূজাব্যবস্থাবিষয়ে এতন্নগরে বড় গোলযোগ উপস্থিত হইয়াছে অর্থাৎ কেহ ব্যবস্থা দিয়াছেন শুক্রবার পূজা হইবেক এবং অনেকে শনিবার স্থির করিয়াছেন.পটলডাঙ্গা লিবাসি ক্রযুত রামতনু তর্কসরস্বতী ভট্টাচাৰ্য্য স্থপণ্ডিত এবং ব্যাপক ধ্যাপক ইনি শনিবার পূজার ব্যবস্থা স্থির করিয়া এক ব্যবস্থাপত্র প্রমাণ সহিত প্রস্তুতপূর্বক মুদ্রিত করাইয় প্রকাশ তৎপরে শ্ৰীযুত রামজয় তর্কালঙ্কার ভট্টাচার্য্যের এক ব্যবস্থাপত্ৰ পাইয়াছি তাহাতে শুক্রবার পূজা কৰ্ত্তব্য ইহাই অবধারিত করিয়াছেন.–সং চং । ( ২ এপ্রিল ১৮৩৬ । ২২ চৈত্র ১২৪২ ) খ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয়সমীপেষু —গৌড়দেশীয় পণ্ডিতগণস্ত শ্ৰীশ্ৰীকাশীস্থ বুধগণসমীপে প্রণতস্য নিবেদনমিদং । নিম্নে লিখিত মদীয় প্রশ্ন কৃপাবলোকনপূর্বক স্মাৰ্ত্ত বিধানসহ প্রমাণ ঋষিগণের নাম ও গ্রন্থের বচনসহিত প্রকাশিলে অতিবাধিত ও উপকৃত হইব । বৰ্ত্তমান ভারতবর্ষীয় রাজাধিরাজকর্তৃক যদি বৈধ ধৰ্ম্মষাজি জাতীয় চতুৰ্ব্বিধ সকল অথবা উহারদিগের মধ্যে কাহারোপর তাহার আজ্ঞামত এমত দণ্ড নির্ণীত হইয়া ঐ চতুৰ্ব্বর্ণের মধ্যে যে২ ব্যক্তি দ্বীপান্তরে বহিন্ত্রে অর্থাৎ জাহাজআরোহণে উপদ্বীপে গমনকরণক স্লেচ্ছ পৃষ্ট শুষ্ক অথবা পক্কান্ন জল ভোজন ও পানে রত থাকনপূর্বক গমন কবিয়া ঐ উপদ্বীপে মেচ্ছইত্যাদি বর্ণসঙ্করের স্পৃষ্ট উপরের নিবেদিত অন্নভোজী ক্রমশঃ সাত বৎসর থাকিয়া যদি ঐ চাতুৰ্ব্বণিকের মধ্যে কেহ ভারতবর্ষৈকদেশে অর্থাৎ বাঙ্গালায় পুনরাগমন করে বিধুক্ত প্রায়শ্চিত্তকরণক সে ব্যক্তি ঐ পাপহইতে মুক্ত হইতে পারে কি না যদিস্তাং স্বীয় পাপহইতে ত্রাণযুক্ত হয় তবে তাহার স্বজাতীয় বন্ধুগণ তাহাকে আপন মণ্ডলীতে পবিত্ররূপে স্বকীয় পংক্তিতে অর্থাৎ ভোজন ও বাসে গ্রহণ করিতে পারে কি না ইহার যথাশাস্ত্রসহ প্রমাণ বিজ্ঞানবাঞ্ছিত নিবেদনমিদং কস্থ্যচিৎ স্মাৰ্ত্তধৰ্ম্ম মৰ্ম্ম বিজ্ঞানাকাঙ্ক্ষিণঃ । যথাবিধি প্রায়শ্চিত্তকরণে সৰ্ব্বেষামেব পাপীনাং ক্ষয়: উদগচ্ছন যদ্বদাদিত্যস্তম: সৰ্ব্বং ব্যপোহতি । তদ্বৎ কল্যাণমাতিষ্ঠন সৰ্ব্বং পাপং ব্যপোহতি। পাপঞ্চেৎ পুরুষঃ কৃত্ব কল্যাণমভিপস্ততে। মুচ্যতে পাতকৈঃ সৰ্ব্বৈশ্বহাভৈরিবচন্দ্ৰমা । ইতি প্রায়শ্চিত্তবিবেক ধৃতাঙ্গিরোবচনাৎ কল্যাণং প্রায়শ্চিত্তমিতি ব্যাখ্যাতং । পাপক্ষয়েপি ন ব্যবহার্ষ্য: |