পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম Φυ"δ পূজ্যবর প্রযুত ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ধৰ্ম্মসভাসম্পাদক মহাশয় শ্ৰীচরণেষু — প্রণামানস্তর নিবেদন আপনকার পৌষস্ত ষষ্ঠ দিবসীয় পত্রার্থবিগত হইলাম বৰ্ত্তমান মাসের তৃতীয় দিবসে ধৰ্ম্মসভার মাসিক বৈঠকে বিশেষ কৰ্ম্মবশতঃ আমি উক্ত বৈঠকে সভাস্থ হইতে পারি নাই তন্নিমিত্ত বৈঠকে উক্ত বিষয় সমাজের অনুজ্ঞানুসারে লিপিদ্বারা জ্ঞাপন করিয়াছেন যে শ্ৰীযুক্ত বাবু ভগবতীচরণ মিত্রজ সমাজের নিয়মাতিক্রম করিয়া সতী দ্বেষির সহিত ব্যবহার করিয়াছেন যদ্যপি মিত্ৰজ বাবুর অপবাদ মাত্রই হয় তথাপি সমাজের নিয়ম রক্ষার্থ এতাদৃশ২ অনুসন্ধান করা তুষ্টিজনক হইল যেহেতুক সভ্যসমাজের সভাধ্যক্ষ মহাশয়েরা সকলেই প্রতিজ্ঞ প্রতিপালনে যত্নবান আছেন । মিত্ৰজ বাবুর বিষয় যুদ্রপ সমাজে উক্ত হইয়াছে ফলিতাৰ্থ তাহা নহে মিত্ৰজ বাবুর কন্যার বিবাহমাত্র হইয়াছে। আর যে কথা উক্ত হইয়াছে সে সকলি অলীক যেহেতুকও রাত্রে মাল্যচন্দনাদিও হয় নাই । অপরঞ্চ শ্ৰীযুত মথুরানাথ মল্লিকপ্রভৃতি কতিপয় ব্যক্তি সতীদ্বেষী বিনাহবানে বরষাত্রের সমভিব্যাহারে আগত হইয়াছিলেন দোষী ব্যক্তি বাটীতে আগমন করিলেই দোষী হইতে হয় এমত নহে অতএব আমার মতে এতদ্বিষয়ে মিত্ৰজ বাবু সংস্থষ্ট দোষে দোষী নহেন। কিমধিকং শ্ৰীচরণাস্তোজে বিজ্ঞাপনীয়ং ১৭৫৪ শকাবীয় পৌষস্য পঞ্চদশ দিবসীয়েতি । শ্ৰীউদয়চন্দ্র দত্ত এই পত্র শ্রবণানন্তর সমাজের উক্তি হইল এবিষয়ে সমাজের বক্তব্য যাহা তাহা শ্ৰীযুত দত্তবাবুর সাক্ষাতেই ব্যক্তকরা উচিত অতএব আগামি বৈঠকে তাহার আগমন প্রতীক্ষায় পুনরুত্থানের আবখ্যক হইল ।. চন্দ্রিক ] ( ২ মার্চ ১৮৩৩ । ২ ৩ ফাল্গুন ১২৩৯ ) ধৰ্ম্মসভা —.গত বৈঠকে আর২ কৰ্ম্ম জ্ঞাপনকরণানন্তর পাণিহাট নিবাসি শ্ৰীযুত বাবু রাজকৃষ্ণ রায়চৌধুরী মহাশয়ের এক পত্র পাঠ হইল তাহা অবিকল এই ৷ ধৰ্ম্মসভাসম্পাদক শ্ৰীযুত ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় মহাশয় মহোদয়েযু। ত্বদীয় শ্রীরাজকৃষ্ণ শৰ্ম্মণে নমস্কার নিবেদনমিদং । আপনকার ২৭ মাঘের পত্র পাইয়। সমাচার অবগত হইলাম লিখিয়াছেন শ্ৰীযুত বাবু কালীনাথ মুন্সীর দলস্থ ও তৎসভাসদ শ্ৰীযুত প্রাণকৃষ্ণ তর্কালঙ্কার হইয়াছেন ইহা এখানে প্রকাশ হওয়াপধ্যস্ত র্তাহারদের নিমন্ত্রণ হয় নাই ইহা নিবেদনমিতি ১২৩৯ সাল ৩ ফালগুণ । এই পত্র সমাজকর্তৃক গ্রাহ হইয়া চৌধুরী বাবুকে নিয়ম রক্ষাকারিতাজন্ত প্রশংসাসূচক পত্র লিখিতে অনুমতি হইল । ৩। শ্ৰীযুত বাৰু কালাচাঁদ বস্তুজ মহাশয়ের দলস্থ ১৪ জন অধ্যাপক স্বাক্ষরপূর্বক এক পত্র লেখেন তদবিকল এই ! ধৰ্ম্মসভা সম্পাদক শ্ৰীযুত বাবু ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় মহাশয় সমীপেযু। বিনয়পূর্বক নিবেদনমিদং । মলঙ্গানিবাসী শ্ৰীযুত বাবু রামমোহন দত্তজর পুত্রের বিবাহে