পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\og মহছাজে গাত্রে মোকালেৰ কথা চাদার টাকা কিছু উদৃত্ত থাকে তবে তাহ ভুজু সাহেবের পরিজনেরদিগকে প্রদানার্থ প্রস্তাব করা যায়। তদনন্তর চাদার বহী সকলকে দর্শান গেল এবং সেই স্থানেই ৯০০ টাকার স্বাক্ষর হইল । ( ৪ এপ্রিল ১৮৩২ ৷ ২৪ চৈত্র ১২৩৮ ) o মৃত ড্রোজু সাহেব —মৃত ড়োজু সাহেবের স্মরণার্থ তাহার কবরস্থানোপরি এক স্তম্ভ গ্রন্থণার্থ সে কমিটী নিযুক্ত হইয়াছিলেন তাহারা চাদায় স্বাক্ষরকারি মহাশয়েরদিগকে জ্ঞাপন করিয়াছেন যে র্তাহার কবরস্থনোপরি চণ্ডালগড়ের প্রস্তরনিৰ্ম্মিত এক স্তম্ভ প্রস্বতহওনার্থ বন্দোবস্ত করিয়াছেন। ঐ স্তম্ভ গ্রন্থনের ব্যয় ১৫২৪ly৮ হইবে । আমরা শুনিয়া কিঞ্চিচ্চমৎক্লত হইলাম যে ১৫৫৪ টাকার চাদ হইয়াছে বটে কিন্তু তন্মধ্যে কেবল ৬১৪ টাকা আদায় হইয়াছে । ভরসা করি যে ইষ্টিণ্ডিয়ান মহাশয়ের শীঘ্ৰ ঐ টাকা প্রদান করিয়া আপনারদের বন্ধু ও স্বপক্ষ ব্যক্তির স্মরণার্থ অনবধানতাজন্য দোষহইতে মুক্ত হইবেন । ( ৩ জুলাই ১৮৩০ । ২০ আষাঢ় ১২৩৭ ) হিন্দুকালেজ –কলিকাতার সম্বাদপত্রেতে হিন্দুকলেজের আরস্তের বিষয়ে কিয়ৎকালাবধি একটা বাদাতুবাদ হইতেছে । সর এন্ড বার্ড ইষ্ট সাহেবের যে প্রতিমূৰ্ত্তি স্থাপন হইবে এবং শ্ৰীযুত ডাক্তর উইলসন সাহেবের যে ছবি কালেজঘরে স্থাপন করা যাইবে এই উভয়বিষয়ক কথা উত্থাপন করণসময়ে ইণ্ডিয়াগেজেটের সম্পাদক তদ্বিযয়ে এই দোষাপণ করিলেন যে শ্ৰীযুত হের সাহেব কলেজের আদিকল্পক এবং কলেজের যাহাতে উপকার হয় ইষ্টতে তিনি অত্যন্ত মনোভিনিবেশ করিয়াছেন কিন্তু পূৰ্ব্বোক্ত দুই সাহেবের তুল্য সন্ত্রাস্ত নহওয়াতে তাহার বিষয়ে সম্রামক উদ্যোগ কিছু করা স্বায়ু নাই এতদ্বিষয়ক বাদাতুবাদেতে যে সকল লিপ্যাদি প্রকাশিত হইয়াছে তদ্বারা বোধ হয় যে শ্ৰীযুত হের সাহেব ঐ কলেজের প্রথম কল্পক এবং তিনি ঐ কালেজের বিষয়ে প্রথমে এক পা ধুলেখ্য প্রস্তুত করেন । আরো বোপ হয় যে শ্ৰীযুত সর এডবার্ড ইষ্ট সাহেব সেই ব্যাপারে বিশেষ মনোযোগপূৰ্ব্বক কলিকাতাস্থ পনি ব্যক্তিরদিগকে সভাতে আহবান করিয়া স্বীয় মহাপদের প্রতাপেতে ঐ কলেজ স্থাপমেয় কল্পে অনেক ধনি হিন্দুলোকেরদিগকে প্রবৃত্তি জন্মাইলেন অতএব শ্ৰীযুত সর এড় বার্ড ইষ্ট সাহেব ও শ্ৰীধুত হের সাহেব উভয়েষ্ট কলেজের মহোপকারক এবং শ্ৰীযুত ডাক্তর উইলসম সাহেবে। এতদ্বিষয়ে নিতা স্মরণীয় বটেন যেহেতুক তিনি এতদ্বিষয়ের মঙ্গলাকাঙ্ক্ষী এবং তাহার উন্নতিতে তিনি নিত্য সচেষ্ট আছেন । অতএব শ্ৰীযুত হের