পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

HBBD TJT BBB BS LLL ولسماوي লিপিরও প্রসঙ্গ হইল এই ব্যাপারে আমরা যতপরোনাস্তি হর্ষান্বিত হইলাম যেহেতু দেশহিতকারী শ্ৰীযুত ডেবিড হের সাহেবের এইরূপ সম্মান করা অতিআবশুক ছিল – সং কেীং । ( ১৪ এপ্রিল ১৮৩২ । ৩ বৈশাখ ১২৩৯ ) সুধাকর হইতে নীত। ডেবিড হের সাহেব —গত রবিবার প্রায় দুই প্রহর এক ঘণ্টার সময় পটলডাঙ্গানিবাসি শীৰ্যত বৈদ্যনাথ দাসের বাটতে শ্ৰীযুত ডেবিড হের সাহেবের প্রতিমুৰ্বিনিৰ্ম্মাণার্থ র্যাহারা স্বাক্ষর করিয়াছিলেন তাহারদিগের এক সমাজ হইয়াছিল তাহাতে শ্ৰীযুত বাবু প্রসন্নকুমার ঠাকুর সভাপতি হইলেন সভাহঙনের তাৎপৰ্য্য এই যে চাদায় যে টাকা স্বাক্ষরিত হইয়াছে তাহার মধ্যে তাবৎ আদায় হয় না ও কতক আদায় হইবারও সম্ভাবনা নাই কেবল নুনাধিক এক সহস্র মুদ্র মাত্র দাখিল হইয়াছে কিন্তু তাহাতে প্রতিমূৰ্ত্তির ব্যয় নির্বাহ হইতে পারে না অতএব সকলে এই প্রস্তাব করিলেন যে যত তঙ্ক হইলে উক্ত বিসয় সম্পন্ন হইতে পারে তাহ পুনৰ্ব্বার চাদ করা যাইবেক । শুনা গেল যে বেলা প্রায় তৃতীয় প্রহরের সময় সভা ভঙ্গ হইল এবং সভায় প্রায় পঞ্চবিংশতি স্বাক্ষরকার উপস্থিত ছিলেন ।---সং কেীং । ( ২২ ডিসেম্বর ১৮৩২ । ৯ পৌষ ১২৩৯ ) শীযুত মেষ্টর হের সাহেব —উক্ত সাহেবের প্রতিমুৰ্বি নিৰ্ম্মাণার্থে যে চাদ হইয়াছিল তাহার টাকা কত আদায় হইয়াছে তাহ আমরা পূৰ্ব্বে বিশেষরূপে বিবেচনা করি নাই এবং ঐ প্রতিমূৰ্ত্তি প্রস্তুতের বিলম্বহওয়াতেও কিঞ্চিৎকাল স্থগিত ছিল কিন্তু এইক্ষণে হিসাবদূষ্টে বোধ হইল সে টাকা আদায় হইয়া ধনরক্ষকেরদের নিকটে মজুদ হইয়াছে এবং প্রতিমূৰ্ত্তিও প্রস্তুত আছে কিন্তু এইক্ষণে কেবল কমিটির বিবেচনার অপেক্ষা আছে অতএব ভরসা করি কমিটির বিবেচনাতে যদ্যপি ঐ প্রতিমূৰ্ত্তি ভ্ৰযুত মেষ্টর সাহেবের সর্বাবয়বতুল্যরূপ হয় তবে অবিলম্বে তাহা নির্ণীত স্থানে রাখা যাইবেক অতএব যে সকল মহাশয়ের বোধ করিয়াছেন এই চাদার টাকা আদায় হয় নাই তাহারা এইক্ষণে নিশ্চয় জানিবেন যে টাকার জন্তে প্রতিমূৰ্ত্তি লওনের কোন বাধা জন্মিবেক না ইতি —জ্ঞানান্বেষণ । ( ১৮ জুন ১৮৩৬ । ৬ আষাঢ় ১২৪৩ ) শ্ৰীযুত ডেবিড হের সাহেব —কলিকতা কুরিয়র সম্বাদপত্রে প্রকাশিত এক পত্রের দ্বারা বোধ হইতেছে যে কলিকাতা নগরস্থ এতদেশীয় লোকের শিক্ষাবৰ্দ্ধক অথচ সৰ্ব্বহিতৈষি শ্ৰীযুত ডেবিড হের সাহেব ইঙ্গলও দেশে গমনোদ্যত হইয়াছেন।