পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

V83 সংবাদ পরে লেঙ্কালের কথা ( ২৭ ফেব্রুয়ারি ১৮৩৬ । ১৬ ফাল্গুন ১২৪২ ) বেগম সমরু —শরদানাতে কএক জন বৃদ্ধাস্ত্রীকে মৃত বেগম নিত্য কিছু২ দান করিতেন অতএব কেবল ঐ কএক জন স্ত্রীব্যতিরেকে বেগমের মৃত্যুতে প্রায় সকলই হৃষ্ট আছে । তিনি জমীদারেরদের স্থানে অতিনির্লজতারূপেই টাকা কসিয়া লইতেন তাহার লোকান্তরহওয়াতে স্থতরাং জমীদারের অত্যন্তাহলাদিত হইয়াছেন । বেগমের নূ্যনাধিক নব্বই বৎসর বয়স হওয়াতে অতিবাদ্ধক্যপ্রযুক্ত প্রায় বুদ্ধি হত হইয়াছিল অতএব তাহার উত্তরাধিকারি যুব ডাইস রাজকাৰ্য্য নির্বাহ করিতেন এইক্ষণে তিনি শমরু নাম গ্রহণ করিয়া বেগমের তাবদ্ধনাধিকারী হইলেন । শরদানাতে রাজবাটী ও বাঙ্গলা ও হস্তী উষ্ট্র অশ্ব ও নানাপ্রকার কামানেতে ৫০ লক্ষ টাকার নূ্যন সম্পত্তি হইবে না আছে এতদতিরিক্ত গত বৎসরে ৩৩ লক্ষ টাকা শতকরা ৪ টাকা স্থদের লোনেতে ন্যস্ত হইয়াছিল এইক্ষণে এই সকল সম্পত্তি ডাইস শমরুর হইবে কিন্তু তিনি ত্রিশ বৎসরবয়স্ক না হওনপৰ্য্যন্ত কেবল ঐ টাকার সুদমাত্র পাইবেন এইক্ষণে র্তাহার বয়ঃক্রম ছাব্বিশ বৎসর। বেগম স্বীয় তাবৎ প্রাচীন চাকরেরদের মধ্যে কাহাকেও কিছু দিয়া যান নাই অথচ তাহারা কেহ কেহ ২০৩০৷৪০ বৎসরপৰ্য্যস্ত র্তাহার চাকরীতে নিযুক্ত আছে । কেবল স্বীয় চিকিৎসককে বিশ হাজার টাকা এবং ডাইস সাহেবের ভগিনীপতি ক্রপ সাহেবকে পঞ্চাশ হাজার টাকা এবং তাহার অন্ত এক ভগিনীপতি শালারোলি সাহেবকে আশী হাজার টাকা এবং কোম্পানি বাহাদুরের এক জন সেনাপতি সাহেবকে পচাত্তর হাজার টাকা দিয়াছেন। বেগমের পুরাতন চাকরেরদের সঙ্গে তুলনা করিতে হইলে এই সেনাপতি সাহেবকে উদাসীনের ন্যায়ই বোধ হয় । শ্রত হওয়া গিয়াছে সৰ্ব্বস্থদ্ধ তাহার দানের মধ্যে উক্ত সংখ্যক টাকামাত্র অবশিষ্ট তাবদ্ধন ডাইস সাহেবই পাইয়াছেন। ঐ যুব ভাইসের পিতা প্রাচীন কর্ণল ভাইস সাহেব বেগমের এক জন কৰ্ম্মকারক ছিলেন তাহার সঙ্গে পূৰ্ব্বে কিঞ্চিৎ আকৌশল হওয়াতে তাহাকে এক কপদকও দেন নাই। সৰ্ব্বপ্রকার হাসিলসমেত বেগমের বার্ষিক রাজস্ব ১০ লক্ষ টাকা বৎসরে খরচ ৬ লক্ষ টাকার অধিক হইত না । ( ১৯ মার্চ ১৮৩৬। ৮ চৈত্র ১২৪২ ) বেগম শমরু —মৃতা বেগম শমরুর প্রাচীন কৰ্ম্মকারকেরদের দাওয়াবিষয়ে গবর্ণমেণ্টের যে মানস ছিল তদ্বিষয়ক প্রস্তাব আমরা জ্ঞাত না হইয়া পূৰ্ব্বে লিথিয়াছিলাম কিন্তু তৎপরে অবগত হওয়া গেল যে গবর্ণমেণ্ট ঐ কৰ্ম্মকারকুেরদের মুশাহেরা বজায় রাখণার্থ সরকারী কাৰ্য্যোপলক্ষে তাহারদিগকে যে মুশাহেরা দেওয়া গিয়াছে তাহার ফর্দ চাহিয়াছেন। অতএব আমারদের ভরসা আছে যাহারা বিলক্ষণ কার্য্যোপযুক্ত র্তাহারদেরই মুশাহের মঞ্জুর থাকিবে । অপর বেগম শমরু যে ৫০ হাজার টাকা দান করিয়া যান তাহার দেতে সুদী ব্যক্তিরদের ভরণপোষণ হইবে। কিন্তু র্যাহারা কেবল স্বার্থার্থ যুদ্ধ বিগ্ৰহ হইয়া গেলে পর