পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মংৱাদ পত্রে সেনকালের কথা وفي 8يق\ প্রতিবৎসরে তাহার আরাধনার্থ নিকটে গমন করে । এবং মৃতা বেগম শমরু ধৰ্ম্মবিষয়ক ঐ প্রবঞ্চনাতে বার্ষিক রাজস্ব বিশ ত্রিশ হাজার টাকা করিয়া পাইতেন । কিন্তু গুরগাওস্থান এইক্ষণে ব্রিটিস গবর্ণমেণ্টের অধীনহওয়াতে ভরসা করি যে ঐ সকল অবোধ যাত্রিরদের স্থানে ঐ প্রকার প্রবঞ্চনায় যে রাজকর লওয়া যাইত তাহ শীঘ্রই রহিত হইবে । —দিল্লী গেজেট । ( ১৬ জুলাই ১৮৩৬ । ২ শ্রাবণ ১২৪৩ ) ডাইস সম্বরের উপঢৌকন —যে শ্ৰীযুত ডাইস সম্বর সাহেব মৃত বেগম শমরূর সর্বশ্বের উত্তরাধিকারী হইয়াছেন তিনি সংপ্ৰতি দিল্লীর রাজবাটীতে গমনপূর্বক রাজপরিজনেরদিগকে যে২ উপঢৌকন প্রদান করেন তদ্বিবরণ আমরা অত্যাহলাদপূর্বক সৰ্ব্বসাধারণের জ্ঞাপনার্থ প্রকাশ করিলাম যেহেতুক তাহাতে ঐ মহাশয়ের বদান্ততাস্থচক প্রমাণ সকলই অবগত হইতে পারিবেন বিশেষতঃ শ্ৰীযুক্ত বাদশাহকে অতিমনোরঞ্জন স্বচারু পাঠক এক পক্ষীপ্রভৃতি প্রদান করিয়াছেন । শ্ৰীমতী বেগমকে মৃতা বেগম শমরূর অতিস্থদৃশু রাজশকট ও ইঙ্গরেজী সাজসমেত চতুষ্টয় ঘোটক প্রভৃতি । যুবরাজকে পিত্তলের তারময় শয্যাপ্রভৃতি । যুবরাজ শালিমকে অতিস্থশোভন রৌপ্যমণ্ডিত এক ষোড়া পিস্তলপ্রভৃতি । যুবরাণীকে কলিকাতার নিৰ্ম্মিত এক সওয়ারী তানজান প্রদান করিয়াছেন । এবং বেগম শমরূর রৌপ্যময় হাওদাসমেত এক সওয়ারী হস্তী প্রভৃতি শ্ৰীযুক্ত মহারাজ রণজিৎ সিংহকে উপঢৌকন প্রদানার্থ মনস্থ করিয়াছেন । ঐ উপঢৌকন মহারাজের নিকটে প্রেরিত হইবে । তদ্ব্যতিরিক্তও বেগম শমরূর এবং স্বীয় ইউরোপীয় বন্ধুগণকে বন্ধুতাস্থচক ভূরি২ দ্রব্য প্রদান করিয়াছেন । ( ৬ আগষ্ট ১৮৩৬ । ২৩ শ্রাবণ ১২৪৩ ) ডাইস শমরু —শ্ৰীযুত ডাইস শমরু কলিকাতায় আগমনার্থ অক্তোবর মাসের ১ তারিখপৰ্য্যন্ত শরদানাহইতে প্রস্থিত হইবেন । মুতা বেগম শমরূর প্রায় অস্থাবর তাবৎ সম্পত্তি বিক্রীত হইয়াছে। বাদশাহপুর জায়গীরের উপর ঐ মহাশয়ের যে দাওয়া আছে তাহ ব্যতিরেকেও তিনি ৫০ লক্ষ টাকারও অধিক সম্পত্তি পাইয়াছেন । ঐ জায়গীরের নিমিত্ত তিনি ইঙ্গলণ্ডে শ্ৰীলশ্ৰীযুত বাদসাহের হজুর কৌন্সেলে নালিস করিতে কল্প করিয়াছেন। ( 8 भांÉ st>७१ ! २२ यांस्तुन २२8७ ) শ্ৰীযুত ড্রাইস সমরু —পাঠক মহাশয়েরা অবশু অবগত থাকিবেন যে মৃত বেগম সমরু আপন পৌত্র ডাইস শমরুকে স্বীয় তাবৎ সম্পত্তি প্রদান করিয়া যান কিন্তু ডাইস সমরূর