পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষণ \లిa ( ২১ মার্চ ১৮৪০ ন চৈত্র ১২৪৬ ) রাজকৰ্ম্মে নিয়োগ – ১০ মার্চ । শ্ৰীযুত জে ডবলিউ মাকলোড সাহেব পেনস্তন পাইয়া কৰ্ম্মে অবসর হওয়াতে শ্ৰীযুত বাবু রসময় দত্ত তাহাবু পরিবর্ভে ছোট আদালতের দ্বিতীয় কমিস্তনর হইয়াছেন। শ্ৰীযুত ডেবিড হেয়র সাহেব বাবু রসময় দত্তের পদ বৃদ্ধি হওয়াতে র্তাহার পরিবর্তে ছোট আদালতের [ Court of Requests ] তৃতীয় কমিস্তনর হইয়াছেন । মেডিক্যাল কলেজ ( ১৪ ফেব্রুয়ারি ১৮৩৫ ৪ ফাল্গুন ১২৪১ ) সংস্কৃত কলেজে ও মদরসাতে যে চিকিৎসাসম্পৰ্কীয় সম্প্রদায় ছিল এবং নেটিব মেডিকাল ইনষ্টিচুসেন অর্থাৎ চিকিৎসালয় এই সকল গবৰ্ণমেণ্ট উঠাইয়া দিয়া এতদেশীয় যুব ব্যক্তিরদিগকে নানাপ্রকার চিকিৎসাবিদ্য শিক্ষার্থ বিশেষ এক কলেজ সংস্থাপন করিয়াছেন । এতদ্দেশীয় লোকেরদের বিদ্যা ও মঙ্গলের উন্নতিকরণার্থ শ্ৰীলশ্ৰীযুত লার্ড উলিয়ম বেণ্টীঙ্কের অপর এই এক উদ্যোগ । ফোট উলিয়ম ২৮ জানুয়ারি ১৮৩৫ ৷ 泰 来 泰 赛 ১ । আগামি ১ তারিখঅবধি সংস্কৃত কলেজের চিকিৎসা সম্প্রদায় ও মদরসার চিকিৎসা সম্প্রদায় ও নেটিব মেডিকাল ইনষ্টিচুসেন রহিত হইবে ।. ( ১২ মার্চ ১৮৩৬ । ১ চৈত্র ১২৪২ ) চিকিৎসা শিক্ষালয় –চিকিৎসাশিক্ষালয়ের কার্য্যারম্ভ বর্তমান মাসের ১০ তারিখে না হইয়া দিবসান্তরাপেক্ষায় আছে । ( ১৯ মার্চ ১৮৩৬ । ৮ চৈত্র ১২৪২ ) নূতন চিকিৎসা শিক্ষালয় –এতদেশীয় লোকেরদের নিমিত্ত গত বৃহস্পতিবারে নূতন চিকিৎসা শিক্ষালয়ের কার্য্য আরম্ভ হয় । তাহাতে শ্ৰীযুত ব্রামলি সাহেব যথোচিত বক্তৃত৷ করিলেন । ঐ শিক্ষালয়ে শ্ৰীলশ্ৰীযুত গবর্নর জেনরল বাহাদুর ও শ্ৰীলশ্ৰীযুত সর চার্লস মেটকাফ সাহেব ও বহুতর বিশিষ্ট বরিষ্ঠ ব্যক্তি এবং চিকিৎসালয়ের সহকারি এতদ্দেশীয় ও ইউরোপীয় জনগণ উপস্থিত ছিলেন ।