পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

WĠ é LgBB TBDJ BBDBBDD DB LLL ঘণ্টাপৰ্য্যস্ত ইতিমধ্যে ত্রিশবারের নূ্যন নহে ভূমিকম্প হয় তাহাতে কোন২ বারের কম্প এমত প্রবল যে তাহাতে অনেক উত্তম২ ঘর বিনষ্ট হয় এবং অন্যান্য অপকারও হইল। মুঙ্গেরের তাবল্পোক ভীত হইয়া ঐ রাত্রি বাহিরে ছিল । অপর পুরণিয়াহইতে আগত ২৭ আগস্ত তারিখের পত্রে লেখে ২৬ তারিখের বৈকালের পাচ ঘণ্টাঅবধি পর দিবসের প্রাতঃকালে আট ঘণ্টাপৰ্য্যন্ত দশবার ভূমিকম্প হয় । তৃতীয় বারের কম্প ২৬ তারিখের রাত্রি এগার ঘণ্টার আঠার মিনিট পূর্বে হয় ঐ বারের কম্পই সৰ্ব্বাপেক্ষ প্রবল। এমত প্রবল যে তাহাতে পক্ষিসকল আপনারদের বাসা ছাড়িয়া উড়িয়া গেল। মনুষ্যের পদভরে দাড়াইতে পারিল না এবং পশুগণ ভয়ে ব্যাকুল হইয়া ইতস্ততঃ ধাবমান হইল। এই কম্পেতে অনেক পুরাতন গৃহের ভিত্তি পড়িয়া গেল এবং একখান ঘরের একাংশ একেবারে বসিয়া গেল । আরাহইতে ঐ তারিখের আগত পত্রে লেখে যে গতরাত্রে ঐ স্থানে দুইবার ভূমিকম্প হয় দ্বিতীয় কম্প প্রাথমিকাপেক্ষা প্রবল। আরম্ভ সময়ে কেবল কিঞ্চিম্মাত্র দুলিতে লাগিল কিন্তু ক্রমশো বৃদ্ধি হইয়া অতিভয়ানক কম্প হইতে লাগিল এবং বোধ হইল যে মৃত্তিকার নীচে মেঘ গৰ্জনের ন্যায় গড়২ করিয়া শব্দ হইতে লাগিল । দ্বার ও খিড়কী এবং মেজইত্যাদি কাঠরা জিনিস অত্যন্ত দোলায়মান হইল অনেক প্রাচীর পড়িয়া গেল অনেক ছাদ পড়িয়া গেল। ভয়ে সকলই রাস্তায় ধাবমান হইয়া কম্পিত কলেবর হইল । বারাণসহইতে ঐ তারিখের পত্রে লেখে যে সেই স্থানে ঐ দিবসে তিনবার ভূমিকম্প হইয়াছিল এবং আলাহাবাদেরও তত্ত ল্য সম্বাদ পাওয়া গিয়াছে। ( ১৪ সেপ্টেম্বর ১৮৩৩, ৩০ ভাদ্র ১২৪০ ) ভূমিকম্প —নেপালের উপত্যক ভূম্যন্তর্গত কাটমাণ্ডু স্থানে গত ২৬ আগস্ত তারিখের রাত্রি প্রায় দুই প্রহরের কিঞ্চিৎ পূৰ্ব্বে অতি দারুণ এক ভূমিকম্প হয় তাহাতে তত্রস্থ আট দশ হাজার ঘর বিনষ্ট হইয়াছে এবং অকুমান হয় উপত্যকা ভূমির সাত আট হাজার লোক মারা পড়িয়াছে। ঐ উপত্যক ভূমির সীমাস্তরের পূর্বদিগেও অত্যন্ত ক্ষতি হইয়াছে। কম্পের বেগ উত্তর পশ্চিম দিগহইতে আরম্ভ হইয়া দক্ষিণ পূৰ্ব্ব দিগ দিয়া চলিয়া গেল এবং তাহার আন্দোলনেতে স্থাবর সকল উৰ্দ্ধ ও অধোগত হইল । দিল্লী নগরেও ভুমিকম্পের আতিশয্য হইয়াছিল কিন্তু কাটমাণ্ডুর তুল্য নহে। (৯ অক্টোবর ১৮৩৩ । ২৪ অশ্বিন ১২৪০ ) ভূমিকম্প ।-নেপালহইতে পুনশ্চ সম্বাদ প্রাপ্ত হওয়া গেল যে তীব্বদেশে লাসাস্থানে গত আগস্ত মাসে অতিদারুণ ভূমিকম্প হইয়া নিবাসি ব্যক্তিরদের প্রাণ ধন এবং আটালিকাদির