পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ «r &64 মাই ৪ । এতদেশীয় ঔরসজাত ব্যক্তিরদের দরখাস্ত শ্ৰীযুত উইন সাহেব পার্লিমেন্টে দরপেশ করেন । ( ৮ জাহুয়ারি ১৮৩১ । ২৫ পৌষ ১২৩৭ ) জুলাই ৫ । কলিকাতার ইউরোপীয় ব্যবসায়িরা টেনহালে এক বৈঠক করিয়া কলিকাতা ত্রেড আসোসিএসননামক সমাজ স্থাপন করেন । সেপ্টেম্বর ১৭ । এই সময়ে শ্ৰীযুত বাবু রাজচন্দ্র দাসকতৃক নিৰ্ম্মিত হাটখোলার এক মৃতন ঘাট সর্বসাধারণের উপকারার্থে খোলা হয় । (৭, ১৪ জানুয়ারি ১৮৩২) ১৮৩১ সালের বর্ষফল— জানুআরি, ১৮ । আলবিয়ননামক জাহাজে আরোহণপূর্বক শ্ৰীযুত বাবু রামমোহন রায় কেপে পহুছেন । মার্চ, ৮। রাজা বৈদ্যনাথ রায় হগুকলমবিষয়ে দ্বিতীয় মোকদ্দমায় মুক্ত হন । জুলাই, ২ । মারকুইস লান্সডৌন সাহেব ভারতবর্ষস্থ কতক লোকেরদের এক দরখাস্ত কুলীনেরদের সভায় প্রস্তাব করেন তাহাতে এই প্রার্থনা লিখিত ছিল যে হিন্দুর বিধবার। চিতারোহণ করিতে না পায় । এবং তৎসমকালীন কহিলেন যে শ্ৰীযুত বাদশাহের রাজসভায় তদ্বিপরীতে যে দরখাস্ত দেওয়া গিয়াছে তাহ আমরা অতিসমাদরপূর্বক গ্রাহ করিব বটে কিন্তু তাহা সফলহওনের সম্ভাবনা নাই । জুলাই, ৭ । কলিকাতার ফ্রি স্কুল গির্জাঘরের গাথনি সমাপ্ত হয় । জুলাই, ২০ । কলিকাতা নগরে এতদ্দেশীয় এক মেডিকেল সোসৈটি অর্থাৎ চিকিৎসার সমাজ স্থাপিত হয় [ সংস্কৃত ] কলেজের পূর্ব চিকিৎসক পণ্ডিত শ্ৰীযুত খুদিরাম বিশারদ তাহার সেক্রেটরী হন । বঙ্গদেশে এতদেশীয় তুলা ও রেশমী বস্ত্রব্যবসায়ি ও শিল্পিগণ ইঙ্গলও দেশে বোর্ড গ্রেডে এক দরখাস্ত করেন সেই দরখাস্ত স্বাক্ষরকরণার্থ প্রচলিত হইয়াছে এমত জনরব হয় । তাহারদের প্রার্থন এই যে বঙ্গদেশজাত তত্তদ্বস্তুর মাস্থলবিষয়ে ইঙ্গলগুদেশজাত তত্তদ্বস্তুর তুল্য হয় । জুলাই, ২৮ । এতৎসময়ে কলিকাতার এতদেশীয় সম্বাদ পত্রে স্ট্রীবিদ্যাবিষয়ে ও জাতিভ্রংশবিষয়ে ও জাতিভ্রংশ হইলে পৈতৃক সম্পত্তির হরণ হয় কি না এ সকল বিষয়ের यांदब्लांव्णन छ्ध्न । আগন্ত, ৯ । ভারতবর্ষের মফসলনিবাসি ইঙ্গলতীয়েরদের পত্র এই নামধারি এক গ্রন্থ ক্রফর্ড সাহেব ইঙ্গলও দেশে প্রকাশ করেন। ঐ গ্রন্থে সাহেবেরা আপনারদের অবস্থা এবং কোম্পানি বাহাদুরের রাজ শাসনে এতদেশীয় লোকের অবস্থা বর্ণনা করেন । سیاست