পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষা "లివ ( ২৩ এপ্রিল ১৮৩৬ । ১২ বৈশাখ ১২৪৩ ) বাবু দ্বারকানাথ ঠাকুরের বদান্ততা —ইঙ্গলিসমেন পত্রে লেখে যে বাবু দ্বারকানাথ ঠাকুর স্বাভাবিক মুক্তহস্ততাপ্রযুক্ত কলিকাতার নূতন চিকিৎসা শিক্ষালয়ে দুই সহস্র মুদ্রা প্রদান করিয়াছেন এবং আগামি তিন বৎসরপর্য্যন্ত বার্ষিক তৎসংখ্যক মুদ্র প্রদান করিবেন। বার্ষিক পরীক্ষা সময়ে ঐ বিদ্যালয়ের যে ছাত্রের উত্তমরূপ পরীক্ষেত্তীর্ণ হইবেন তাহারদিগকে ঐ টাকা পারিতোষিক স্বরূপ প্রদত্ত হইবে । এই দানই মহাদান এবং তাহাতে মহাফল জন্মে। ভরসা হয় যে এতদ্দেশীয় অন্যান্য ভাগ্যবস্ত ধনি মহাশয়েরাও তদনুগামী হইবেন । এবং শুনা গেল যে বাবু রামগোপাল ঘোষজ মহাশয় ঐ বিদ্যালয়ে অনেক পুস্তক দান করিয়াছেন তাহাতে এডুকেসন কমিটির সাহেবেরা তাহার নিকটে অতিবাধ্যতা স্বীকার করিয়াছেন । - কথিত আছে ঐ বিদ্যালয়ের অধ্যক্ষের বা বিদ্যাধ্যাপনের সাধারণ কমিটি ঐ টাকাতে মুদ্রা বা চিকিৎসা বিদ্যা শিক্ষার যন্ত্র বা গ্রন্থ ক্রয় করিয়া না দিয়া নগদ পুরস্কার প্রদানার্থ স্থির করিয়াছেন যেহেতুক নগদ টাকা পারিতোষিক প্রদানেতে যে ছাত্রেরদের অর্থাভাবে স্ব২ বিদ্যাধ্যয়ন পরিত্যাগ করিয়া অন্য কোন ব্যবসায়ে প্রবর্ত হওনের আবশ্যক হইত তাহার। ঐ পুরস্কারে পুরস্কৃত ও পুলকিত হইয়া স্বচ্ছন্দে বিদ্যালয়ে বিদ্যাভ্যাসার্থ থাকিতে পারিবেন । ( ১৫ অক্টোবর ১৮৩৬ । ৩১ আশ্বিন ১২৪৩ ) চিকিৎসা শিক্ষালয় –চিকিৎসা শিক্ষালয়ের ছাত্রেরদিগকে গবর্ণমেণ্ট ও শ্ৰীযুত বাৰু দ্বারকানাথ ঠাকুর যে পুরস্কার দেন তাহা গত বৃহস্পতিবার শ্ৰীলশ্ৰীযুত লার্ড আকলগু সাহেব বহুতর দশকেরদের সম্মুখে ঐ ছাত্রেরদিগকে স্বহস্তে বিতরণ করিয়াছিলেন । যে২ ছাত্রকে ঐ পুরস্কার প্রদত্ত হইল তাহারদের নাম ও ঐ পুরস্কারের মূল্য নীচে লিখিতব্য ফদে প্রকাশ করা গেল—বিশেষত: | এক স্ব বর্ণ মুদ্র। ; গবর্ণমেণ্টের প্রদত্ত এক রৌপ্যময় মুদ্রা ৩০০ টাকার এক পুরস্কার 海 台 | २२८ ॐ శ్రీ 登峰會 }. :పx ठेों ১৫ • ঐ લે . শ্রযুত বাবু দ্বারকানাথ ঠাকুরের প্রদত্ত । ዓ¢ H H 戀象象 } শিবচন্দ্ৰ কৰ্ম্মকার @ 鬱象 德 啤 够 পুরস্কার ২৬২ নবীনচন্দ্র পাল 登 够 榜 @ 哆線 લે ર૭ર. জে সি সাইমন্স g = * * * * সুবৰ্ণ মুদ্রা ঈশান চন্দ্র গাঙ্গোলি ... 爆 即 $ >{t o ডবলিউ ক্ষয় s & e < * * * রৌপ্যময় মুদ্রা