পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆఫీty সংবাদপত্রে সেকালের কথা সেকালের সংস্কৃত কলেজে ব্রাহ্মণ ও বৈদ্য-সন্তান ছাড়। অপর কেহ পড়িতে পাইত না । ছাত্রদের বেতন দিতে হইত না, বরং কৃতী ছাত্রের কলিকাতায় বাসা-খরচের জন্ত কিছু কিছু বৃত্তি পাইত। তখন রবিবার কলেজ বন্ধ থাকিত না –প্রাচীন পদ্ধতি অনুসারে প্রতিপদ, অষ্টমী, ত্রয়োদশী, অমাবস্তাপূর্ণিমা ও অন্যান্ত পৰ্ব্বাহে কলেজ বসিত না । ১৮৩৫ সনে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হইবার পূৰ্ব্বে সংস্কৃত কলেজে একটি বৈদ্যক-শ্রেণী ছিল, সেখানে অনেক ছাত্র আয়ুৰ্ব্বেদ পড়িত। সেকালের কলিকাতা গবর্মেন্ট সংস্কৃত কলেজে যে-ষে শ্রেণী ছিল তাহার একটি তালিক দিলাম — মুগ্ধবোধ ব্যাকরণ সাহিত্য অলঙ্কার স্মৃতি স্থায় # পাণিনি ব্যাকরণ --- এই শ্রেণী ১৮২৮ সনের জানুয়ারি মাসে রহিত হয় । বেদান্ত ... এই শ্রেণী ১৮৪২ সনের সেপ্টেম্বর মাসে রহিত হয়। জ্যোতিষ ••• ১৮২৬ সনের জুন মাসে এই শ্রেণী প্রতিষ্ঠিত হয় । বৈদ্যক ... এই শ্রেণী ১৮২৬ সনের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত এবং ১৮৩৫ - সনের মার্চ মাসে রহিত হয় । ইংরেজী --- এই শ্রেণী ১৮২৭ সনের মে মাসে প্রথম প্রতিষ্ঠিত এবং ১৮৩৫ সনের নবেম্বর মাসে রহিত হয় । ১৮৪২ সনের অক্টোবর মাসে এই শ্রেণী পুনঃপ্রতিষ্ঠিত হইয়াছিল । বাংলা : গণিত ও --- এই শ্রেণী ১৮৩৯ সনের জুন মাসে প্রতিষ্ঠিত হইয়া ১৮৪২ পদার্থবিদ্যা সনের মে মাসে রহিত হয় । পুরাবৃত্ত • • • ১৮৪২ সনের অক্টোবর মাসে প্রতিষ্ঠিত ও ১৮৪৩ সনের নবেম্বর মাসে রহিত হয় । এই সকল শ্রেণীতে যে-সকল পণ্ডিত অধ্যাপনা করিতেন, তঁাহাদের পরিচয় আমি সাহিত্য-পরিষৎপত্রিকা’য় (৪৫শ–৪৮ বর্ষ ) ধারাবাহিকভাবে প্রকাশ করিয়াছি । সংস্কৃত কলেজে প্রথমে প্রিন্সিপ্যাল বা অধ্যক্ষ বলিয়া কোন পদ ছিল না । পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই সৰ্ব্বপ্রথম ২২ জানুয়ারি ১৮৫১ তারিখ হইতে এই প্রতিষ্ঠানের প্রিন্সিপ্যালের পদ অলঙ্কত করেন । তৎপূর্বে সংস্কৃত কলেজে সেক্রেটরীর পদ ছিল । বিদ্যাসাগরের অধ্যক্ষ হইবার পূর্বে র্যাহারা সেক্রেটরী ছিলেন র্তাহাদের নামের তালিকা :– o, মেজর ডবলিউ. এ. প্রাইস ( ১৮২৪ জানুয়ারি—১৮৩২ জানুয়ারির মধ্যভাগ ) লেঃ এইচ. টড ( ১৮৩২ ফেব্রুয়ারির মধ্যভাগ—মার্চ ) ক্যাপ্টেন এ. ট্রয়ার ( ১৮৩২ মে'র মধ্যভাগ–১৮৩৫, ২৬ ফেব্রুয়ারি ) রামকমল সেন ( ১৮৩৫, ২৭ ফেব্রুয়ারি—১৮৩৯, ১ জানুয়ারি ) জে. সি. সি. সাদারল্যাণ্ড ( ১৮৩৯, ২ জানুয়ারি-—২৬ মার্চ )