পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭২৬ সংৱাদপত্রে সেকালের কথা পৃষ্ঠায় চুঁচুড়ায় মে সাহেবের স্কুলের বিবরণ পাওয়া ষাইবে । ইহার সহিত সেকালের পাঠশালার ছুইখানি চিত্র আছে । পৃ. ৭৬- কালীকিঙ্কর পালিত ইনি স্বনামধন্ত তারকনাথ পালিতের পিতা । কালীকিঙ্কর সম্বন্ধে আচাৰ্য্য কৃষ্ণকমল তাহার স্মৃতিকথায় বলিয়াছেন – “বদান্তত ও দানশোঁগুতা তারকের পুরুষানুক্রমিক। র্তাহার পিতা ৮কালীকিঙ্কর পালিত যেমন কলিকাতায় একজন ক্রোরপতি বলিয়া প্রসিদ্ধ হইয়াছিলেন, বদাম্ভত৷ সম্বন্ধেও ঠাহার সেইরূপ যশ ছিল । তাহার নিজ বাসস্থান অমরপুর গ্রামের সন্নিধানবাসী বিস্তর গৃহস্থ ব্রাহ্মণের তিনি বসতবাটী নিৰ্ম্মাণ করাইয়া দিয়াছিলেন । ইহা ব্যতীত কলিকাতা শহরেও র্তাহার পরোপকারবৃত্তি প্রবল ছিল। প্রসিদ্ধ ডাক্তার দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় এক সময় কথাপ্রসঙ্গে ঠাহীকে বলিয়াছিলেন "You are the architect of many a man's fortune in town' fore fefit fo afford to পারেন নাই । এক্ষণে মহারাজা দুর্গাচরণ লাহার বাট বলিয়া যাহা বিদিত আছে, ঐ বাট vকালীকিঙ্কর পালিত নিৰ্ম্মাণ করাইয়াছিলেন ।” পৃ. ৮৪—মেদিনীপুর ইংরেজী স্কুল ১৮৩৪ সনের নবেম্বর মাসে কয়েক জন উৎসাহী লোকের চাদীয় মেদিনীপুরে একটি ইংরেজী স্কুল প্রতিষ্ঠিত হয় । ১৮৩৫ সনের সেপ্টেম্বর মাসে স্কুলটি গবর্মেন্টের অধীন হয় । ১৮৩৬ সনের Report of the General Committee af Public Instruction-4 (*). S 8? ) on Cofiño *Così èCoq à oð , Got onto “was established and supported for some time by private subscription. It was made over to us in September last." হিন্দুকলেজের কৃতী ছাত্র রসিকলাল সেন ১৮৩৫ সনে মেদিনীপুর-স্কুলের প্রধান শিক্ষক ছিলেন । ১৮৩৬ সনের ৯ জুলাই হইতে এফ, টড মেদিনীপুর-স্কুলের হেডমাষ্টার নিযুক্ত হন—Report of the late General Committee of Public Instruction 1840-41 and 1841-42, (q &se) দ্রষ্টব্য। রাজনারায়ণ বস্ত র্তাহার আত্মচরিতে লিখিয়াছেন—“টড সাহেবের সময় উক্ত স্কুল সংস্থাপিত হয়।” দেখা যাইতেছে, এই উক্তি ঠিক নহে । ১৮৪৭ সনে টড সুহেব মেদিনীপুর হইতে ঢাকায় বদলি হন । ঢাকা কলেজের রিপোর্টে র্তাহার নিয়োগ-তারিখ ৯ জুলাই ১৮৪৭ । তাহার স্থলে ঐ বৎসর আগষ্ট মাসে মেদিনীপুর-স্কুলে সিনক্লেয়ার নিযুক্ত হন । ৮ ডিসেম্বর ১৮৫০ তারিখে সিনক্লেয়ারের মৃত্যু হয় । في يد

  • “A teacher has been sent from Calcutta, and the school was opened in November

1884, with eighteen scholars,...” William Adam : Reports on the State of Education in Bengal ( Cal. University ), p. 51.