পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

89 মংবাদ শত্রে মোকালের কথা পরম প্রাজ্ঞ শ্ৰীযুত সদলগু সাহেব যাহার চীনহইতে আশু প্রত্যাগমনের অপেক্ষ আছে আগমন করিলে বিদ্যা বুদ্ধিবিষয়ক কার্য্যের আর২ নিয়ম কিরূপ হয় বিজ্ঞাপন করিতে সমর্থ হইব । -হুগলির কালেজ । কস্যচিৎ স্বাক্ষরকারিণঃ । ( ১১ ফেব্রুয়ারি ১৮৩৭ । ১ ফাল্গুন ১২৪৩ ) হুগলির কালেজ ।—পবলিক ইনষ্ট্রকসন কমিটি অর্থাৎ সৰ্ব্বসাধারণের শিক্ষার্থ সমাজহইতে শ্ৰীযুত সর এড বার্ড রয়ন শ্ৰীযুত সর বেঞ্জামেন মালকিন শ্ৰীযুত সিক্সপিয়র শ্ৰীযুত ত্ৰিবিলয়ন এবং শ্ৰীযুত সদরলণ্ড সাহেব এই মহাশয়ের শ্রযুত হেয়র সাহেব ও শ্ৰীযুত বাবু প্রসন্নকুমার ঠাকুর ও শ্ৰীযুত বাবু রসময় দত্ত ও শ্ৰীযুত কাপ্তান জনসন সাহেবপ্রভৃতিকে সমভিবাণহারে লইয়া গত শনিবার হুগলির বিদ্যামন্দির দর্শনার্থ এবং তত্রস্থ ছাত্রেরদিগকে পারিতোষিক বণ্টনপূৰ্ব্বক প্রদানাগ বাষ্পীয় জাহাজারোহণে তথায় গমন করিয়াছিলেন । পারিতোষিক বণ্টন সমাপনানন্তর তাহার হুগলিতে গমন করত কিঞ্চিং কালপর্য্যস্ত ইমাম বাট এবং তত্রস্থ কারাগারের নিকট দক্ষিণাংশে ঐ বাটীর যে ভূমি আছে তাহা দেখিলেন । ঐ ভূমিতে অতু্যত্তম এক বিদ্যালয় গ্রন্থনার্থ প্রস্তাবিত হইয়াছে এইক্ষণে তাহ নিশ্চিত হয় নাই । এক সময়ে এমত আন্দোলন হইয়াছিল যে শ্ৰীযুত জেনস্থল পেরেন সাহেবের যে বাটী এইক্ষণে মাসিক ১৪০ টাকাতে ভাড়া দেওয়া গিয়াছে সেই বাটী ক্রয় করা যায় কিন্তু ঐ বাটীর কৰ্ত্ত মনে করিলেন যে উক্ত কমিটি এমত আর অন্য কোন বাট পাইতে পারিবেন না । অতএব পূৰ্ব্বে ঐ বাট বিক্রয়ার্থ যে মূল্যে সম্মত ছিলেন এইক্ষণে তাহার দ্বিগুণ চাহিয়াছেন । ( ২২ সেপ্টেম্বর ১৮৩৮ ৭ অশ্বিন ১২৪৫ ) আমরা শুনিয়াছি যে বিদ্যাশিক্ষার্থ হুগলি কলেজে এতদেশীয় শিশুদিগের হইতে ১ মুদ্রা অবধি ৩ মুদ্রা পয্যন্ত বেতন লইতে আরম্ভ করণার্থ বিবেচনা করিতেছেন ইহার মধ্যে অতিদীন যে ছাত্রগণ তাহাদিগের হইতে ১ মুদ্র লওয়া যাইবে যে ব্যক্তি সংকৰ্ম্মে দাতব্যার্থ অর্থ সংস্থাপিত করিয়াছেন এই বেতন লওয়া তাহার অভিপ্রেত কিনা তাহ আমরা জ্ঞাত নহি কিন্তু এই বিষয়ে আমরা আহলাদপূর্বক লিখিত প্রকারে বলি যে বেতন লইলে ঘাহাদিগের বিনা বেতনে প্রাপ্তি ইচ্ছ। ইহাতে তাহারদিগের দমন হইবে এবং আর ছাত্রদিগের অতিশয় যত্ব হইবে তাহাতে তাহার। প্রতিদিবস বিদ্যালয়ে উপস্থিত হইবেন । [ জ্ঞানান্বেষণ ] ( ১০ নবেম্বর ১৮৩৮ ৷৷ ২৬ কাৰ্ত্তিক ১২৪৫ ) অামারদিগের এক বন্ধু তিনি হুগলির কালেজ সম্প্রদর্শন করিয়াছেন তাহার দ্বারা আমরা অবগত হইলাম যে উক্ত বিদ্যালয় শ্ৰীযুক্ত ডাক্তর ওয়াইজ সাহেবের অধীনে উত্তমরূপে