পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৮১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧૧૦ সংবাদ পর্ক্সে ফোকালেক্স কথা খিদিরপুর— - ১ । দেওয়ান গোকুল ঘোষালের দৌহিত্র গোবিন্দচন্দ্র ব্যানাজী । ২ । জয়নারায়ণ ঘোষালের পুত্র কালীশঙ্কর ঘোষাল । কাশীপুর— ১ । কালীনাথ মুন্সী । ২ । কালীশঙ্কর রায়ের পৌত্র রামরতন রায় । ৩ । প্রাণনাথ চৌধুরী । ভবানীপুর ১ । শ্রীহট্টের জমিদার লাল গৌরহরি সিংহের পুত্র রায় রাধাগোবিন্দ সিংহ । ২ । বৈষ্ণবচরণ মিত্র । পূৰ্ব্বোদ্ধত বংশ-পরিচয় ও বর্তমান তালিকা একই কাগজে পাওয়া ੱ8 এক সময়ে সঙ্কলিত হইয়াছে বলিয়া মনে হয় না, কারণ বংশ-পঞ্জী সঙ্কলনের সময় র্যাহারা বঁাচিয় ছিলেন তালিকা সংগ্রহের সময় তাহারা সকলে জীবিত ছিলেন না । পৃ. ৪৭৫–রামমোহন রায় গত কয়েক বৎসরের গবেষণায় আমি প্রধানতঃ সরকারী দপ্তর হইতে রামমোহন রায় সম্বন্ধে বহু নূতন তথ্য সংগ্ৰহ করিয়া বিভিন্ন সাময়িক পত্রে প্রকাশ করিয়াছি। এগুলি সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনাও এখানে সম্ভবপর নয় । তবে এ কথা এখানে বলা অপ্রাসঙ্গিক হইবে না যে ইতিমধ্যেই রামমোহন সম্বন্ধে নূতন খ্যাত্যাপন্ন দুই এক জন গবেষক আমি পূর্বেই যে সকল উপকরণ উক্ত প্রবন্ধগুলিতে ব্যবহার করিয়াছি তাহার পুনর্ব্যবহারের দ্বারা প্রশংসা অর্জন করিয়াছেন। আমার পূর্বপ্রকাশিত প্রবন্ধগুলির নাম ও ঠিকানা সকলে জানেন না বলিয়া নিম্নে কতকগুলি প্রবন্ধের নির্দেশ দিলাম ; র্যাহারা রামমোহন রায়ের জীবনী আলোচনা করিবেন, প্রবন্ধগুলি তাহাদের কাৰ্য্যে সহায়তা করিতে পারে — THE Mopean REVIEW. April, 1926 The Padishah of Delhi to King George the

  • Fourth of England. . April–May 1926 Rajah Rammohun Boy’s Mission to England.

[ এই প্রবন্ধগুলির সাহায্যে ১৯২৬ সনে প্রকাশিত আমার Rajah Rammohun Roy's Mission to England "So fosso J June, 1927 An Unpublished letter of Bajah: Bammohun Boy. P. 764.