[ ১০ ] বঙ্গীয়-সাহিত্য-পরিষদের কর্তৃপক্ষ এই স্থৰ্বহৎ গ্রন্থ প্রকাশের ভার গ্রহণ করিয়া ব্যক্তিগত ভাবে আমার কেন—ঐতিহাসিকগণেরও কৃতজ্ঞতা অর্জন করিয়াছেন । র্তাহাদের বদান্ততায় প্রাচীন সংবাদপত্রের জীর্ণ পৃষ্ঠাগুলি হইতে সমস্ত জ্ঞাতব্য তথ্য সঙ্কলন করিয়া গ্রন্থাকারে প্রকাশ করা সম্ভব হইয়াছে। আশা করি পরিষৎ অদূর ভবিষ্যতে, ১৮৪• হইতে ১৮৫৭ সন, অর্থাৎ সিপাহী-বিদ্রোহ পৰ্য্যস্ত, আবশ্যক সংবাদগুলি প্রাচীন সংবাদপত্রের পৃষ্ঠা হইতে উদ্ধার করিয়া দেশের ইতিহাস রচনার পথ সুগম করিয়া দিবেন। এ-কাজটি সত্বর সম্পন্ন হওয়া প্রয়োজন, নতুবা এখনও যে-সব পুরাতন সংবাদপত্র সংগ্রহ করা সম্ভব, কিছু দিন পরে হয়ত তাহা অসম্ভব হইয়া দাড়াইবে । বৰ্ত্তমান খণ্ডে সেকালের বাঙালী-জীবনের যে-কয়েকখানি চিত্র সন্নিবিষ্ট হইল সেগুলির ব্লক প্রবাসী’ পত্রের কর্তৃপক্ষ ব্যবহার করিতে অনুমতি দিয়াছেন । ‘সমাচার দর্পণ-সম্পাদক জে. সি. মার্শম্যানের চিত্রের রকখানি ক্যালকুটি মিনিউসিপ্যাল গেজেট-সম্পাদক শ্ৰীযুক্ত অমল হোম ব্যবহার করিতে দিয়াছেন। শ্রীরামপুর কলেজের কর্তৃপক্ষ আমাকে ‘সমাচার দর্পণের প্রথম সংখ্যার প্রথম পৃষ্ঠার প্রতিলিপি প্রকাশের অনুমতি দিয়াছেন ও বঙ্গীয়-সাহিত্য-পরিষদের পুথিশালার প্রধান কৰ্ম্মচারী পণ্ডিত শ্রীতারাপ্রসন্ন ভট্টাচাৰ্য্য অপ্রচলিত শব্দের দীর্ঘ স্বচৗটি সংকলন করিয়া দিয়াছেন । এই সকল সহায়তার জন্য আমি ইহাদের সকলের নিকট বিশেষভাবে ঋণী । ২২২ আপার সাকুলার রোড, কলিকাতা । আষাঢ় ১৩৪৪ ৷ শ্ৰীব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।