NV মংবাদ পত্রে সেনকালের কে হা ও কাব্যালঙ্কার সংগ্রহে অনেকের অনুগ্রহ সংগ্রহ আবশ্বক ইহা পরিগ্রহ হওয়াতেই পূৰ্ব্বে অনুগ্রহার্থী হইয়াছি। বং দুং [ বঙ্গদূত ] নূতন পুস্তক ( ২৫ জুলাই ১৮১৮ । ১১ শ্রাবণ ১২২৫ ) ইস্তাহার। শ্রীপীতাম্বর শর্শণঃ । এতদ্দেশীয় অনেক২ বিশিষ্ট ব্যক্তি ব্যাকরণাদি শাস্ত্র অপাঠ হেতু পত্রাদি লিখনকালীন শুদ্ধাশুদ্ধ বিবেচনা করিয়া লিখিতে অশক্ত এ কারণ এ অকিঞ্চন ভগবান অমর সিংহকৃত অভিধান অকারাদি ক্রমে অর্থাৎ ইংরাজী ডেন্সিয়াননারীর ন্তায় ভাষায় বিবরিয়া দন্ত ওষ্ঠ্য বকারের প্রভেদ করিয়া মেদিনী রভসাদি নানা অভিধানের অনেক অর্থ দিয়া নানার্থ স্বরূপ ৪৯২ পৃষ্ঠ এক গ্রন্থ কেতাব করিয়৷ উত্তম অক্ষরে ছাপাইয়াছে তাহার চারি শত বিক্রয় হইয়াছে শেষ এক শত আছে ছয় তস্ক মূল্যে যাহার লইবার বাঞ্ছা হয় তবে মোং উত্তরপাড়ার শ্রীযুক্ত দুর্গাচরণ মুখ্যোপাধ্যায় মহাশয়ের বাটীতে অথবা মোং কলিকাতার শ্ৰীযুত দেওয়ান রামমোহন রায় মহাশয়ের সৈসোয়িট অর্থাৎ আত্মীয় সভাতে চেষ্টা করিলে পাইবেন নিবেদন মিতি । ( ১৫ আগষ্ট ১৮১৮ । ৩২ শ্রাবণ ১২২৫ ) হাত্রাসের রাজা দয়ারাম কতৃক গ্রন্থ —এই রাজা যখন সিংহাসনে ছিল শনি সার নামে এক গ্রন্থ করিতে আজ্ঞা দিয়াছিল সেই গ্রন্থে এক শত আশী শ্লোক খড়িভাষা ও ব্রজভাষাতে মিশ্রিত তাহাতে প্রস্তাব স্থানে২ বেদান্ত দর্শনের অনুসারে কিন্তু তাহাতে দয়ারাম লিথিয়াছে যে সকল পদার্থ অসৎ ব্রহ্ম বস্তুও অসৎ সে গ্রন্থ শ্ৰীশ্ৰীযুত কলিকাতায় আনিয়াছেন। ( ৩ অক্টোবর ১৮১৮ । ১৮ আশ্বিন ১২২৫ ) নূতন কেতাব –ইংরেজী বর্ণমালা অর্থ উচ্চারণ সমেত প্রথম বর্ণাবধি সাত বৰ্ণপৰ্যন্ত বাঙ্গালী ভাষায় তর্জমা হইয়া মোং কলিকাতায় ছাপা হইয়াছে তাহাতে পড়িবার কারণ পাঠ ও গণিত ও নামত ও ব্যাকরণ ও লিখিবার আদর্শ ও পত্রধারা ও আর্জি ও খত ও টৰ্ণিনামা ও হিতোপদেশ প্রভৃতি আছে এই কেতাব পড়িলে ইংরেজী বিদ্যা সহজে হইতে পারে এই কেতাব চামড়া বন্ধ জেলদ করা ইহার মূল্য ফি কেতাব ৩ টাকা। যে মহাশয়ের লইবার বাসন হইবে তিনি মোং কলিকাতায় শ্ৰীগঙ্গাকিশোর ভট্টাচাৰ্য্যের আপীসে কিম্বা মোং শ্রীরামপুরের কাছারি বাটার নিকটে শ্ৰীজান দেরোজারু সাহেবের বাটতে তত্ব করিলে পাইতে পারিবেন।
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১০৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।