সাহিত্য ఆఫ్రి অত্যুত্তম রূপে মোং কলিকাতার বাঙ্গাল গেজেটি আপিসে শ্ৰীবৈকুণ্ঠনাথ বন্দ্যোপাধ্যায় ছাপা করিয়াছেন। সে পুস্তকের মূল্য ৪০ সাড়ে চারি টাকা প্রতিপুস্তক বিক্রয় হইতেছে যে২ মহাশয়েরদিগের ঐ পুস্তক লইতে মানস হইবেক তাহার মোং কলিকাতার জোড়াসকোর পূৰ্ব্ব জোড়া পুখুরিয়ার নিকট শ্রযুত জয়কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাটতে উপস্থিত হইয়া লইবেন । প্রতিপুস্তকের মূল্য জেলেদ সমেত লইলে ৪০ সাড়ে চারি টাকা দিতে হইবেক জেলেদ সমেত না লয়েন চারি টাকা দিলে পুস্তক পাইবেন । ইতি তারিখ ২০ ভাদ্র সন ১২২৬ ৷ ( ১৮ সেপ্টেম্বর ১৮১৯ । ৩ আশ্বিন ১২২৬ ) নূতন পুস্তক —সম্প্রতি দুই তিন বৎসর হইল মোং কলিকাতার হিন্দুরদের শাস্ত্রসিদ্ধ সহমরণের বিষয়ে কেহ২ প্রতিবাদী হইয়াছেন তন্নিমিত্ত কলিকাতার শ্ৰীযুত বাবু কালাচান্দ বস্থজ এক মূতন পুস্তক রচনা করিয়া ছাপাইয়াছেন । সে পুস্তকে সহমরণনিষেধকের কথা ও স্বমতসিদ্ধ মুনি প্রণীত বচন ও তাহার প্রত্যুত্তর স্বরূপ সহমরণবিধায়কের বাক্য ও তাহারও স্বমতসিদ্ধ মুনি প্রণীত বচন আছে এবং বাঙ্গালা ভাষাতে তাহার তর্জমা আছে এবং সেই বিষয়ের ইংরাজী ভাষাতে পৃথক এক কেতাব অতি স্বন্দরব্রুপে তর্জমা । এই পুস্তক অত্যন্ন দিন প্রকাশ হইয়াছে । ( ৩০ অক্টোবর ১৮১৯ । ১৫ কাৰ্ত্তিক ১২২৬ ) নূতন গ্রন্থ সমাপ্ত - শ্ৰীযুত ডক্তর উলসন সাহেব এক দিকে সংস্কৃত ও আর এক দিকে ইংরাজী এই রূপ এক অভিধান গ্রন্থ অনেক গ্রন্থ পৰ্য্যালোচনা করিয়া বহু পরিশ্রম পূর্বক বহু দিনের পর সমাপ্ত করিয়াছেন সে গ্রন্থে এগার শত ষোল পৃষ্ঠ সে অত্যুত্তম গ্রন্থ তাহাতে সংস্কৃত যাবৎ শব্দ ও তাহার ইংরাজী ভাষা ও এক২ শব্দের দুই তিন প্রকার অর্থ ও নানা কোষ প্রমাণ দিয়া সকল শব্দার্থ সপ্রমাণীকৃত সে গ্রন্থ লোকেরদের দৃষ্টি গোচর হইলেই তাহার গুণ প্রকাশ হইবেক লিখিয়া কত জানাইব। তাহার মূল্য ইংরাজী কাগজে এক শত টাকা ও পাটনাই কাগজে আশী টাকা । - ( ৪ ডিসেম্বর ১৮১৯ । ২০ অগ্রহায়ণ ১২২৬ ) নূতন পুস্তক —সম্প্রতি মোং কলিকাতাতে ঐযুত বাবু রামমোহন রায় পুনৰ্ব্বার সহমরণবিষয়ক বাঙ্গলা ভাষায় এক পুস্তক করিয়াছেন এখন তাহার ইংরাজী হইতেছে সেও শীঘ্র সমাপ্ত হইবেক ।
পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১০৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।